1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বীকৃতি পেলে কাজের শক্তি বাড়ে - বিবি রাসেল

২৫ অক্টোবর ২০১১

ইটালির উত্তরাঞ্চলে বোলোনিয়ায় অনুষ্ঠিত সপ্তম বায়োগ্রাফি ফিল্ম উৎসবে দর্শক পুরস্কার জিতেছে ফ্যাশন ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী বিবি রাসেলকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘সিল্কেন সিনার্জি’৷

***Achtung: Nur zur mit Bibi Productions abgesprochenen Berichterstattung verwenden!*** Model und Modedesignerin Bibi Russell spricht auf dem Biografilm Festival in Italien Datum: 12.06.2011 Eigentumsrecht: Haider Alim, Dhaka, Bangladesch
ইটালির চলচ্চিত্র উৎসবে বিবি রাসেল (বামে)ছবি: Bibi Productions

‘সিল্কেন সিনার্জি’ ছবিটি নির্মাণ করেছেন সোনিয়া কিরপালানি৷ নিজেকে নিয়ে ছবি পুরস্কৃত হওয়ায় বাংলাদেশের এই সুপার মডেল বলেন, ‘‘কোন কাজে স্বীকৃতি পেলে শক্তি বাড়ে৷ আমি এমন কাজের জন্য সোনিয়াকে ধন্যবাদ জানাই৷ ইটালির বায়োগ্রাফি ফিল্ম উৎসবে আমাকেই মাদ্রিনা অর্থাৎ মূল ব্যক্তিত্ব হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল৷ আমাকে দিয়েই উৎসবের উদ্বোধন করা হয়৷ এই ছবিটিতে বাংলাদেশের ইতিবাচক চিত্র তুলে ধরা হয়েছে৷ তাই আমি খুবই খুশি৷'' শিল্প ও নকশার মাধ্যমে ঐতিহ্যকে সংরক্ষণ, সৃজনশীলতার প্রসার, গ্রামের মানুষের কর্মসংস্থান, নারীশক্তিকে জাগিয়ে তোলার মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন বিবি রাসেল৷


এর আগে গুয়াঙঝু ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালেও পুরস্কার জিতেছিল তাঁর জীবন ও কর্ম নিয়ে তৈরি প্রামাণ্যচিত্রটি৷ এতে বিবি রাসেলের জীবনের অসাধারণ গল্প তুলে ধরা হয়েছে৷ এই মহান শিল্পী বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, আফ্রিকা, ল্যাটিন অ্যামেরিকা, ডেনমার্ক এবং ইউরোপের বহু দেশে তাঁর সৃষ্টিশীল কাজের স্বাক্ষর রেখে চলেছেন৷

ইটালির চলচ্চিত্র উৎসবে বিবি রাসেল (ডান থেকে দ্বিতীয়)ছবি: Bibi Productions


এর আগে নিজের সৃষ্টিকর্মের জন্য ১৯৯৭ সালে ‘এল ম্যাগাজিনে'র বিবেচনায় বর্ষসেরা নারী হিসেবে মনোনীত হন বিবি রাসেল৷ ১৯৯৯ সালে লন্ডন আর্ট ইউনিভার্সিটির কাছ থেকে সম্মানসূচক ফেলোশিপ পান বিবি রাসেল৷ একই বছর ইউনেস্কো তাঁকে ‘ডিজাইনার ফর ডেভেলপমেন্ট' খেতাব দেয়৷ ২০০১ সালে ইউনেস্কো তাঁকে ‘শান্তির শিল্পী' পদক দেয়৷

২০০৪ সালে স্পেনের জাতিসংঘ সমিতির শান্তি পুরস্কার পান তিনি৷ ২০০৮ সালে জাতিসংঘ এইডস কর্মসূচি ইউএনএইডস তাঁকে শুভেচ্ছা দূত মনোনীত করেন৷ চলতি বছরে নিউইয়র্ক থিওলোজিক্যাল সেমিনারি থেকে ‘আরবান অ্যাঞ্জেল অ্যাওয়ার্ড ২০১১' এবং জার্মানির ভিশন সামিট থেকে ‘ভিশন অ্যাওয়ার্ড ২০১১' পান বিবি রাসেল৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ