1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বৈরতন্ত্রের পথে মালদ্বীপ?

৯ মার্চ ২০১৬

৩০ বছরের স্বৈরশাসনের অবসানে মালদ্বীপের গণতন্ত্রকামী মানুষ যে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, তা ৮ বছরের মধ্যেই প্রশ্নবিদ্ধ৷ গণতন্ত্রের শৈশবেই দ্বীপদেশটিতে স্বৈরতন্ত্রের আশঙ্কা আবার প্রকট হতে শুরু করেছে৷

Malediven Präsident Abdulla Yameen verhängt Notstand
ছবি: picture-alliance/AP Photo

দক্ষিণ এশিয়ার দ্বীপদেশ মালদ্বীপ অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সবসময়ই পর্যটকদের কাছে আকর্ষণীয়৷ সে আকর্ষণে প্রতিবছর বিশ্বের প্রায় সব প্রান্ত থেকেই অজস্র পর্যটক যান ভারত মহাসাগরের নীল জলে ঘেরা ১২০০ প্রবালদ্বীপের এই দেশটিতে৷ মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই হৃদয়গ্রাহী৷

একাধারে ৩০ বছর স্বৈরশাসনে ছিল মালদ্বীপ৷ ২০০৮ সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের সূচনা হওয়ায় প্রবালদ্বীপের দেশটিতে গণতন্ত্রের যাত্রা দীর্ঘ হবে এমন আশাই করেছিলেন বিশ্লেষকরা৷ কিন্তু নির্বাচনের মাধ্যমে মামুন আবদুল গাইয়ুমের স্বৈরশাসনের অবসান হলেও দেশে গণতন্ত্রের মুক্ত হাওয়া বেশিদিন পায়নি মালদ্বীপ৷ নির্বাচনে জয়ী হয়ে মোহাম্মদ নাশিদ ক্ষমতা পেলেও ঝঞ্ঝাবিক্ষুব্ধই ছিল তাঁর শাসন কাল৷ আন্দোলনের মুখেই সরে যেতে হয় তাঁকে৷ সেই থেকে মালদ্বীপও যেন ফিরে যেতে থাকে প্রচ্ছন্ন স্বৈরতন্ত্রের দিকে৷

২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত ক্ষমতায় ছিলেন মোহাম্মদ নাশিদ৷ শাসনামলে তাঁর বিরুদ্ধে ব্যাপক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে৷ ওই সময় বিচারভাগ এবং আমলাতন্ত্রের সঙ্গে তাঁর সরকারের বিরোধও চরমে উঠেছিল৷ শেষ পর্যন্ত গণবিক্ষোভের মুখেই সরে যেতে হয় নাশিদকে৷ ২০১৩-র নির্বাচনে তিনি হেরে যান সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের সৎভাই ইয়ামিন আবদুল গাইয়ুমের কাছে৷ নির্বাচনের প্রথম পর্বে অবশ্য নাশিদই এগিয়েছিলেন৷ কিন্তু বিতর্কিত দ্বিতীয় পর্বে জিতে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হন ইয়ামিন আবদুল গাইয়ুম৷

কিন্তু তাঁর শাসনামলে বিরোধীদের মত প্রকাশের সুযোগ আশঙ্কাজনকভাবে কমেছে৷ সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এখন কারাগারে৷ ১৩ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর৷ দু'জন সাবেক ভাইস প্রেসিডেন্টসহ আরো বেশ কয়েকজন রাজনৈতিক নেতার বিরুদ্ধেও কারাদণ্ড ঘোষণা করেছে আদালত৷ এ সব মামলায় অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে৷ মালদ্বীপে জনসভাও এখন নিষিদ্ধ৷

সব মিলিয়ে দেশটিতে এখন স্বৈরাশাসনেরই আলামত দেখছেন বিশ্লেষকরা৷

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক আব্বাস ফয়েজ মনে করেন, ‘‘ক্ষমতাসীন দল যদি বিরোধী দলগুলোকে ঠিকভাবে কাজ করতে না দেয় তাহলে গণতন্ত্র আবার বিপন্ন হবে৷''

তবে ইয়ামিন আবদুল গাইয়ুমের সরকার মনে করে দেশে স্বৈরতন্ত্র প্রত্যাবর্তনের আশঙ্কাটা পুরোপুরি অমূলক৷ সরকারের মুখপাত্র ইব্রাহিম হোসেন শিহাব বললেন, ‘‘মালদ্বীপের গণতন্ত্র একেবারেই নবীন৷ তবে আমাদের শাসনতন্ত্র খুব উদার৷ গণতন্ত্রে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেসব কাটিয়ে ওঠার জন্য সবার সহযোগিতা দরকার৷'' এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন আছে বলেও মনে করেন তিনি৷

Islamist surge threatens Maldives tourism industry

02:43

This browser does not support the video element.

এসিবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ