1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘স্বৈরাচারী মনোভাবের কারণে গণমাধ্যমের ওপর আঘাত'

২৭ জানুয়ারি ২০২৩

নরেন্দ্র মোদীকে নিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্যচিত্রটি ভারতে নিষিদ্ধ করার মাধ্যমে দেশটির সরকার নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে৷ ডয়চে ভেলের টকশো খালেদ মুহিউদ্দীন জানতে চায়-তে যুক্ত হয়ে এ কথা বলেন অতিথিরা৷

ছবি: DW

এ বিষয়ে রাজনীতি বিশ্লেষক রন্তিদেব সেনগুপ্ত বলেন, ‘‘কোন সরকারের মাঝে যখন স্বৈরাচারী মনোভাব যখন প্রকট হয়ে যায়, তখনই গণমাধ্যমের ওপর আঘাত আসে৷''

তিনি মনে করেন, তথ্যচিত্রটি নিষিদ্ধ করে ভারত সরকার বোকামির পরিচয় দিয়েছে৷ ‘‘যিনি দিয়েছেন তিনি রাজনৈতিকভাবে পরিপক্ক নয়,'' বলেন তিনি৷ ‘‘ব্যান যদি না করত, তাহলে এত বিতর্ক হত না৷ বিদেশমন্ত্রীকে বিবৃতি দিতে হত না,'' যোগ করেন রন্তিদেব৷ 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারতীয় সাংবাদিক ও লেখক দীপ্তেন্দ্র রায় চৌধুরী৷ তিনিও মনে করেন, সরকার এই তথ্যচিত্র নিষিদ্ধ করে ‘মূর্খতার' পরিচয় দিয়েছে৷

২০০২ সালে গুজরাটে হিন্দু-মুসলিম দাঙ্গা হয়৷ সে সময় এক থেকে দুই হাজার মানুষ মারা যান, যেখানে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ৷ গুজরাট দাঙ্গার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তথ্যচিত্রে দাঙ্গার সময় পুলিশের নিরব ভূমিকার জন্য মোদীকে দায়ী করা হয়৷ 

দীপেন্দ্র বলেন, ভারতে সবসময়ই দাঙ্গা হয়েছে৷ দাঙ্গার সময় পুলিশের ভূমিকাও সবসময় এমন ছিল৷

‘‘২০০২ সালে ১৯৬৯ সালের মতোই দাঙ্গার হয়েছিল৷ পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে৷ এটা ভারতবর্ষে অনেকবারই ঘটেছে,'' বলেন তিনি৷ 

রন্তিদেব বলেন, ‘‘তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপায়ীর সংশয় হয়েছিল যে, গুজরাটে রাজধর্ম পালিত হয়নি৷''

ভারতের মুসলিমরা কতটা নিরাপদে আছেন এমন প্রশ্নের জবাবে দুই অতিথি বলেন, সাধারণ মানুষ বিভক্তি চায় না৷ রাজনৈতিক ও নানা সুবিধা নিতে সুবিধাবাদী গোষ্ঠী এই দাঙ্গা বাধান৷ তারা ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দুই পক্ষের মধ্যে বিবাদ তৈরি করেন৷

‘‘অনেক ক্ষেত্রেই মুসলমানরা আগে হামলা করেন৷ তারপর হিন্দুরা ফের আক্রমণ করেন৷ এতে যারা মারা যান তার ৯০ ভাগই মুসলমান৷ পেছন থেকে দুই পক্ষকেই এভাবে লেলিয়ে দেয় স্বার্থান্বেষী মহল,''বলেন দীপ্তেন্দ্র৷
 

ভারত হিন্দুত্ববাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে দীপেন্দ্র বলেন, ভারত অনেক আগে থেকেই হিন্দুত্ববাদী রাষ্ট্র৷ আর রন্তিদেব বলেন, ‘‘ভারতে গণতন্ত্র খুব গভীর৷ এত সহজে এই রাষ্ট্র হিন্দুত্ববাদী হবে না৷''

জেডএ/এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ