1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘স্বৈরাচারী' শব্দটি ‘সম্মানের নিদর্শন': জয়

২৯ ডিসেম্বর ২০১৮

পশ্চিমা গণমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচারী' বলাটাকে বরং ‘সম্মানের নিদর্শন' হিসেবে দেখছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়৷ নির্বাচনের আগের দিন রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন৷

ছবি: Sajeeb Ahmed Wazed

অনেকেই এরই মধ্যে বলতে শুরু করেছেন, টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে যাচ্ছেন শেখ হাসিনা৷ এক দশকে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের মানুষের কাছে এবং রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আন্তর্জাতিকভাবেও প্রশংসা কুড়িয়েছেন শেখ হাসিনা৷

কিন্তু বিরোধী মত দমনে এবং সমালোচনাকারীদের কারারুদ্ধ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ অনেক সংবাদকর্মীও বলছেন, নানা ধরনের আইন করে গণমাধ্যমকেও নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে৷

শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ অবশ্য তাঁর মা-কে ‘ভুলভাবে উপস্থাপনের' অভিযোগ তুলেছেন পশ্চিমা গণমাধ্যমের দিকেই৷ তাঁর মতে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে বিরুদ্ধ মত প্রকাশের যথেষ্ট সুযোগ রয়েছে৷

রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আপনি জানেন আমার মা সকালে আমাকে কী বলেছেন? পশ্চিমা গণমাধ্যমে ‘স্বৈরাচার' আখ্যা পাওয়া এখন একটা সম্মানের ব্যাপার৷'' মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ও তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎকার দেয়ার সময় ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনেই অবস্থান করছিলেন৷

তিনি বলেন, ‘‘ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেখেন না? আপনি যা ইচ্ছা লিখতে পারেন, কিন্তু কাউকে আঘাত দেয়ার অধিকার আপনার নেই৷ আপনার কোনো লেখার কারণে যদি কারো ওপর আক্রমণ হয়, তার কোনো পরিণতি থাকবে না?''

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ৪৭ বছর বয়সি সজীব ওয়াজেদ কোনো একদিন নিজের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না৷ তিনি বলেন, ‘‘যে-কোনো কিছুই সম্ভব৷ কিন্তু আমার তেমন আগ্রহ নেই৷ সময়ই সব বলে দেবে৷''

এডিকে/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ