পশ্চিমা গণমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচারী' বলাটাকে বরং ‘সম্মানের নিদর্শন' হিসেবে দেখছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়৷ নির্বাচনের আগের দিন রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন৷
বিজ্ঞাপন
অনেকেই এরই মধ্যে বলতে শুরু করেছেন, টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে যাচ্ছেন শেখ হাসিনা৷ এক দশকে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের মানুষের কাছে এবং রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আন্তর্জাতিকভাবেও প্রশংসা কুড়িয়েছেন শেখ হাসিনা৷
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ অবশ্য তাঁর মা-কে ‘ভুলভাবে উপস্থাপনের' অভিযোগ তুলেছেন পশ্চিমা গণমাধ্যমের দিকেই৷ তাঁর মতে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে বিরুদ্ধ মত প্রকাশের যথেষ্ট সুযোগ রয়েছে৷
রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আপনি জানেন আমার মা সকালে আমাকে কী বলেছেন? পশ্চিমা গণমাধ্যমে ‘স্বৈরাচার' আখ্যা পাওয়া এখন একটা সম্মানের ব্যাপার৷'' মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ও তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎকার দেয়ার সময় ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনেই অবস্থান করছিলেন৷
তিনি বলেন, ‘‘ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেখেন না? আপনি যা ইচ্ছা লিখতে পারেন, কিন্তু কাউকে আঘাত দেয়ার অধিকার আপনার নেই৷ আপনার কোনো লেখার কারণে যদি কারো ওপর আক্রমণ হয়, তার কোনো পরিণতি থাকবে না?''
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ৪৭ বছর বয়সি সজীব ওয়াজেদ কোনো একদিন নিজের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না৷ তিনি বলেন, ‘‘যে-কোনো কিছুই সম্ভব৷ কিন্তু আমার তেমন আগ্রহ নেই৷ সময়ই সব বলে দেবে৷''
একাদশ সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা, ভোট কেন্দ্রের সংখ্যা, আসন সংখ্যাসহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে ছবিঘরে৷
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত দলের সংখ্যা ৩৯টি৷
ছবি: Getty Images/AFP
মোট ভোটার
গত ১০ বছরে বাংলাদেশে ভোটার বেড়েছে ২ কোটি ৩১ লাখ ৩ হাজার ৪৭৭ জন৷ এ বছর মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ, ৯০ হাজার ৪৮০ জন৷ ২০১৪ সালের নির্বাচনে মোট ভোটার ছিল ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ১৬৭ জন এবং ২০০৮ সালে ৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩ জন৷
ছবি: DW/S. Kumar Dey
নারী ভোটার
নারী ভোটারের সংখ্যাও এবার বেড়েছে৷ নারী ভোটারের মোট সংখ্যা ৫ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ১৫১ জন৷
ছবি: DW/M. Mamun
পুরুষ ভোটার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ৫ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৩২৯ জন৷
ছবি: picture-alliance/dpa
প্রথম ভোটার
দেশের প্রায় ২২ শতাংশ ভোটারের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে৷ এই তরুণদের বড় অংশ, প্রায় ১ কোটি ২৩ লাখ এবারই প্রথম ভোট দেবেন৷
ছবি: Reuters
ভোটকেন্দ্র ও বুথের সংখ্যা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ইসি৷ এবার ভোটকেন্দ্রের সংখ্যা ৪০ হাজার ১৮৩টি এবং ভোটকক্ষ (বুথ) ২ লাখ ৯ হাজার ৪১৮টি৷ দশম জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭টি ও ভোটকক্ষ ১ লাখ ৮৯ হাজার ৭৮টি৷ ভোটকেন্দ্রের নীতিমালায় বলা হয়েছে, গড়ে ৬০০ পুরুষ ভোটারের জন্য একটি ও ৫০০ নারী ভোটারের জন্য একটি করে ভোট কক্ষ নির্ধারণ করতে হবে৷
ছবি: Reuters
ইভিএম কয়টি কেন্দ্রে
একাদশ জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য নির্ধারিত ছয় আসনের ভোটকেন্দ্রগুলোর প্রতিটি বুথে ৪৫০ জনের বেশি ভোটার না রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন৷ ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২ আসনের সবগুলো ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে৷
ছবি: bdnews24.com
সংসদের আসন সংখ্যা
জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা৷ এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০৷ এর মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত৷ সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন৷
ছবি: bdnews24.com
কবে ভোট
বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হবার পর বা সংসদ ভেঙে দেওয়া পর ৯০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হয়৷ বর্তমান সংসদের প্রথম অধিবেশন বসে ২৯ জানুয়ারি ২০১৪ সালে, তাই সংবিধানের ১২৩/২(ক) ধারা অনুযায়ী ৩১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ এর মধ্যে নির্বাচনের আয়োজন করতে হয়৷ সে অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন৷