1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্মার্টফোনে বিস্ফোরণ ঠেকানোর উপায়

১৪ সেপ্টেম্বর ২০১৬

স্যামসাং দক্ষিণ কোরিয়ার গ্যালাক্সি নোট ৭ ব্যবহারকারীদের একটি সফটওয়্যার আপডেট ‘এক্সেপ্ট' করার আহ্বান জানিয়েছে যা ফোনটি মাত্রাতিরিক্ত গরম হয়ে আগুন ধরা রোধে সহায়তা করবে৷

Samsung Galaxy Note 7
ছবি: picture-alliance/AP Photo/A. Young-joon

ইতোমধ্যে কয়েকটি ফোনের ব্যাটারিতে বিস্ফোরণ ঘটায় বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি৷

দক্ষিণ কোরিয়ার প্রথম সারির পত্রিকাগুলোতে বুধবার আধা-পাতা জুড়ে এক বিজ্ঞাপন দিয়েছে স্যামসাং, যেখানে গ্যালাক্সি নোট ৭ ব্যবহারকারীদের একটি সফটওয়্যার আপডেট ‘এক্সেপ্ট' করার অনুরোধ জানানো হয়েছে৷ এটি গ্রহণ করলে ফোনের ব্যাটারি ষাট শতাংশের বেশি চার্জ হবে না৷ বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ‘‘ব্যবহারকারীদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে এটা করা হয়েছে, তবে আমরা অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য দুঃখিত৷''

প্রসঙ্গত, স্মার্টফোন বিক্রি করে খুব দ্রুত সাফল্য অর্জন করা স্যামসাং সম্প্রতি জটিল সমস্যার মুখে পড়ে৷ তাদের সর্বশেষ স্মার্টফোন গ্যাল্যাক্সি নোট ৭-এর কয়েকটির ব্যাটারি বিস্ফোরিত হয় এবং ফোনে আগুন লেগে যায়৷ এরকম ৩৫টি ঘটনা জানার পর দুই সেপ্টেম্বর সেই মডেলের ফোনগুলো মেরামতের জন্য ফেরত নেয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি৷

তবে এটা পরিষ্কার নয় যে, দক্ষিণ কোরিয়ার বাইরের নোট ৭ ব্যবহারকারীদের কবে নাগাদ সফটওয়্যার আপডেট করতে বলা হবে৷ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনে স্যামসাংয়ের বড় বাজার রয়েছে এবং ইতোমধ্যে সেখানে গ্যালাক্সি নোট ৭ বিক্রিও করা হয়েছে৷ সংবাদসংস্থা ব্লুমবার্গের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে স্যামসাং জানিয়েছে, প্রত্যেক বাজারের স্থানীয় পরিস্থিতি এবং অবস্থা মূল্যায়ন করে সফটওয়্যার আপডেটের বিষয়টি বিবেচনা করা হবে৷ আর সেপ্টেম্বরের ১৯ তারিখ অবধি যেসব ফোন ফিরিয়ে নেয়া হয়নি, শুধুমাত্র সেসব ফোনের জন্য ২০ সেপ্টেম্বর সফটওয়্যার আপডেটের সুযোগ করে দেয়া হবে৷

উল্লেখ্য, ব্যাটারি বিস্ফোরণের ঘটনার পর বাজার থেকে ২৫ লাখ গ্যালাক্সি নোট ৭ ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে স্যামসাং৷ এসব ফোনের ক্রেতাদের আপাতত সাময়িকভাবে ব্যবহারের জন্য একটি ফোন দেয়া হচ্ছে, যা গ্যালাক্সি নোট ৭-এস বাজারে আসার পর বদলে দেয়া হবে৷

এআই /এসিবি (এএফপি, ব্লুমবার্গ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ