স্যামসাং দক্ষিণ কোরিয়ার গ্যালাক্সি নোট ৭ ব্যবহারকারীদের একটি সফটওয়্যার আপডেট ‘এক্সেপ্ট' করার আহ্বান জানিয়েছে যা ফোনটি মাত্রাতিরিক্ত গরম হয়ে আগুন ধরা রোধে সহায়তা করবে৷
দক্ষিণ কোরিয়ার প্রথম সারির পত্রিকাগুলোতে বুধবার আধা-পাতা জুড়ে এক বিজ্ঞাপন দিয়েছে স্যামসাং, যেখানে গ্যালাক্সি নোট ৭ ব্যবহারকারীদের একটি সফটওয়্যার আপডেট ‘এক্সেপ্ট' করার অনুরোধ জানানো হয়েছে৷ এটি গ্রহণ করলে ফোনের ব্যাটারি ষাট শতাংশের বেশি চার্জ হবে না৷ বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ‘‘ব্যবহারকারীদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে এটা করা হয়েছে, তবে আমরা অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য দুঃখিত৷''
প্রসঙ্গত, স্মার্টফোন বিক্রি করে খুব দ্রুত সাফল্য অর্জন করা স্যামসাং সম্প্রতি জটিল সমস্যার মুখে পড়ে৷ তাদের সর্বশেষ স্মার্টফোন গ্যাল্যাক্সি নোট ৭-এর কয়েকটির ব্যাটারি বিস্ফোরিত হয় এবং ফোনে আগুন লেগে যায়৷ এরকম ৩৫টি ঘটনা জানার পর দুই সেপ্টেম্বর সেই মডেলের ফোনগুলো মেরামতের জন্য ফেরত নেয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি৷
কয়েকটি সর্বাধুনিক প্রযুক্তির খবর
আজকাল প্রযুক্তি এত দ্রুত বদলায় যে কোনটা যে সর্বাধুনিক আর কোনটা নয়, সেটা বোঝা যায় না৷ তবে সব সর্বাধুনিক প্রযুক্তিই যে কাজের তা কিন্তু নয়৷ এই ছবিঘরে থাকছে কয়েকটি প্রযুক্তির কথা৷ পড়ে দেখুন তো কোনটা আপনার চাই?
ছবি: DW/Jennifer Fraczek
স্মার্টফোন যখন ক্যামেরা
শিরোনাম পড়ে মনে হতে পারে এ আর নতুন কি? স্মার্টফোনের সঙ্গে তো ক্যামেরা থাকেই৷ কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা লেন্স, যেটা ওয়াই-ফাই-এর মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায়৷ সেক্ষেত্রে স্মার্টফোনের স্ক্রিনটা হয়ে যায় ‘ভিউফাইন্ডার’৷ আরও জানা যাবে এই ভিডিওটি দেখলে http://www.youtube.com/watch?v=VgihmrJg7cw ৷
ছবি: picture-alliance/dpa
বাঁকানো স্ক্রিনের টিভি
এটি স্যামসাং-এর ৫৫ ইঞ্চি আলট্রা-এইচডি টেলিভিশন৷ এর বিশেষত্ব, এটি বিশ্বের প্রথম ইউএইচডি টিভি যার স্ক্রিনটা বাঁকানো৷ কবে নাগাদ এবং কত দামে এই টিভিটি কিনতে পাওয়া যাবে সেটা এখনো জানায়নি স্যামসাং৷ সনিও সম্প্রতি বাঁকানো স্ক্রিনের টিভি এনেছে৷ সুতরাং বলা যায়, ভবিষ্যতটা বাঁকানো টিভির৷
ছবি: Reuters
হাওয়ায় লিখুন!
কলম দিয়ে লেখার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার৷ কিন্তু শূন্যে বা হাওয়ায় লেখা যেতে পারে, এমনটা ভেবেছেন কখনও৷ ‘৩ডুডলার’ কলম দিয়ে সেটা সম্ভব৷ এটাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম থ্রিডি কলম৷ বিস্তারিত জানতে যেতে পারেন এই ওয়েবসাইটে http://www.the3doodler.com/ ৷
ছবি: the3doodler.com
গুগল গ্লাস
গুগলের এই চশমাটি নিয়ে আলোচনা কম হয়নি৷ ইন্টারনেট সংযোগের কারণে এই চশমা দিয়ে করা যাবে অনেক কিছুই৷ শোনা যাচ্ছে, আগামী বছরের কোনো এক সময় সেটা বাজারে আসতে পারে৷
ছবি: picture alliance/ZUMA Press
স্মার্টওয়াচ
স্মার্টওয়াচের কাজ শুধু সময় প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়৷ এর কর্মকাণ্ড পিডিএ-র (ব্যক্তিগত ডিজিটাল সহযোগী) সঙ্গে তুলনা করা যেতে পারে৷ তবে স্মার্টওয়াচে পিডিএ-র সকল সুবিধা ছাড়াও রয়েছে ক্যামেরা, ম্যামোরি কার্ড এবং ওয়াইফাই সুবিধা৷ ইতিমধ্যেই বাজারে স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে৷ গুগল আর অ্যাপলের স্মার্টওয়াচও শিগগিরই পাওয়া যাবে৷
ছবি: picture-alliance/dpa
ল্যান্ডফোন + স্মার্টফোন
প্যানাসনিক এর ‘কেএক্স-পিআরএক্স১৫০’ প্রথমে দেখলে মনে হবে স্মার্টফোন৷ কিন্তু আসলে এটা ল্যান্ডফোন৷ জার্মানির বাজারে এই হাইব্রিড ফোনের দাম ১৯৯ ইউরো৷
ছবি: DW/D. Visevic
বিশ্বের সবচেয়ে বড় টিভি
বলুন তো, এই টিভিটা কত ইঞ্চির? ১১০ ইঞ্চি মাত্র! সামস্যাং কোম্পানির এই টিভিটি বিশ্বের সবচেয়ে বড়৷ ২০১৪ সালের মার্চ এপ্রিল নাগাদ এটি বাজারে আসবে৷ কিনতে চান সেটা? দাম ৬২ হাজার ডলার মাত্র!
ছবি: imago/Stefan Zeitz
ট্যাবলেট, নোটবুক একসঙ্গে
কম্পিউটার জগতে নতুন খবরের মধ্যে রয়েছে ট্যাবলেট আর নোটবুকের সংযোগ৷ উদাহরণ হিসেবে বলা যেতে পারে ‘এসার অ্যাস্পায়ার পিথ্রি’-র কথা৷ এই যন্ত্রটিকে নোটবুক হিসেবে যেমন ব্যবহার করা যাবে, তেমন কি-বোর্ডটি ভাঁজ করে এটিকে বানানো যাবে ট্যাবলেট৷
ছবি: DW/Jennifer Fraczek
8 ছবি1 | 8
তবে এটা পরিষ্কার নয় যে, দক্ষিণ কোরিয়ার বাইরের নোট ৭ ব্যবহারকারীদের কবে নাগাদ সফটওয়্যার আপডেট করতে বলা হবে৷ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনে স্যামসাংয়ের বড় বাজার রয়েছে এবং ইতোমধ্যে সেখানে গ্যালাক্সি নোট ৭ বিক্রিও করা হয়েছে৷ সংবাদসংস্থা ব্লুমবার্গের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে স্যামসাং জানিয়েছে, প্রত্যেক বাজারের স্থানীয় পরিস্থিতি এবং অবস্থা মূল্যায়ন করে সফটওয়্যার আপডেটের বিষয়টি বিবেচনা করা হবে৷ আর সেপ্টেম্বরের ১৯ তারিখ অবধি যেসব ফোন ফিরিয়ে নেয়া হয়নি, শুধুমাত্র সেসব ফোনের জন্য ২০ সেপ্টেম্বর সফটওয়্যার আপডেটের সুযোগ করে দেয়া হবে৷
উল্লেখ্য, ব্যাটারি বিস্ফোরণের ঘটনার পর বাজার থেকে ২৫ লাখ গ্যালাক্সি নোট ৭ ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে স্যামসাং৷ এসব ফোনের ক্রেতাদের আপাতত সাময়িকভাবে ব্যবহারের জন্য একটি ফোন দেয়া হচ্ছে, যা গ্যালাক্সি নোট ৭-এস বাজারে আসার পর বদলে দেয়া হবে৷