1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্মার্টফোন ছাড়া জীবন?

মার্টিন রাডেমাখার/আরবি২১ এপ্রিল ২০১৪

জার্মানির তরুণরা ক্রমেই স্মার্টফোনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে৷ এই যন্ত্রটি না থাকলে জরুরি কিছু হাতছাড়া হয়ে গেল, বাইরের জগত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লো বলে মনে হয় তাদের৷

এক জরিপে অংশ নেয়া ৬০ শতাংশ জানায় সেক্সের চেয়ে মোবাইল ফোন তাদের কাছে গুরুত্বপূর্ণছবি: picture-alliance/dpa

জার্মানির বড় বড় শহরে এই দৃশ্যটা প্রায়ই চোখে পড়ে: তরুণ-তরুণীরা মাথা নীচু করে নিবিষ্ট মনে স্মার্টফোনের দিকে তাকিয়ে আছে, নাড়াচাড়া করছে৷ ইতিমধ্য বস্তুটি এতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাদের কাছে যে, এটি ছাড়া তারা চিন্তাই করতে পারে না৷

জরিপের ফলাফল

বন শহরের ১৮ বছর বয়সি ইউডিথ ও ২০ বছর বয়সি কার্লের কাছেও স্মার্টফোন একটি আবশ্যকীয় সামগ্রী৷ কোন জিনিসটা তারা একেবারেই মিস করতে চায় না, এই প্রশ্নের উত্তরে উভয়েই বলে ‘স্মার্টফোন'৷

ছবি: picture-alliance/dpa

জনমত গবেষণা ইন্সটিটিউট ফরসা ২০১২ সালে ১৪ থেকে ১৯ বছর বয়সিদের মোবাইল টেলিফোনের ব্যবহার নিয়ে একটি জরিপ চালায়৷ ফলাফল অত্যন্ত স্পষ্ট: পাঁচ জনে চার জন উত্তর দেয় মোবাইল ফোনের চেয়ে বরং অ্যালকোহল ছাড়তে পারবে তারা৷ দুই তৃতীয়াংশ জানায় টেলিভিশন দেখা ছাড়া তারা চলতে পারবে কিন্তু মোবাইল ফোন ছাড়া নয়৷ ৬০ শতাংশ জানায় সেক্সের চেয়ে মোবাইল ফোন তাদের কাছে গুরুত্বপূর্ণ৷

মিউনিখ বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন বিজ্ঞানী প্রফেসর হানস-ব্যার্ন্ড ব্রোসিয়ুস এর কারণ হিসাবে বলেন, তরুণরা সাধারণত সচল৷ বয়স্কদের মতো একজায়গায় আবদ্ধ নয়৷ প্রাপ্তবয়স্কদের সাধারণত একট কর্মস্থল থাকে, যেখানে তাঁরা আট ঘণ্টা কাটান৷ বাড়িতেও তাঁদের একটি কাজের ঘর থাকে৷ সেসব জায়গা থেকেই তাঁরা ইন্টারনেট ও অনলাইনে হাত বাড়ান৷ তরুণদের পথেঘাটে এই কাজটি করতে হয়৷

স্মার্টফোন ছাড়া ‘জীবন অচল'

১৮ থেকে ২৫ বছর বয়সিরা দৈনিক গড়ে সাড়ে তিন ঘণ্টা স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকে৷ ২০১৩ সালে ফোকুস ম্যাগাজিনের পক্ষ থেকে চালানো একটি সমীক্ষায় এই তথ্য জানা যায়৷ তারা গড়ে দৈনিক এক ঘণ্টার বেশি ওয়াটসঅ্যাপ এবং ৪৪ মিনিট ফেসবুক নিয়ে কাটায়৷ ‘আগের দিনের' মতো টেলিফোন করা বা ক্ষুদ্রবার্তা, এসএমএস পাঠানো অনেকটা পেছনে পড়ে থাকে৷ এই বাবদ দৈনিক গড়ে ১৩ মিনিট ব্যয় করে তারা৷

নো মোবাইল ফোন ফোবিয়া'

স্মার্টফোনের বহু রকমের ব্যবহারের কারণে এটি তরুণদের কাছে অপরিহার্য হয়ে উঠেছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের সাইকোথেরাপিস্ট লিসা মের্লো এই প্রবণতাকে উদ্বেগজনক বলে মনে করেন৷ যন্ত্রটিতে গভীর মনোযোগ দেওয়ার কারণে আশেপাশের পরিবেশ ভুলেই যায় তারা৷ ‘‘ফাংশন বাড়তে থাকায় ফোনটিতে আটকে থাকার প্রবণতাও বৃদ্ধি পায়৷'' এক পত্রিকার আর্টিকেলে লেখেন লিসা মের্লো৷

হঠাৎ করে চার্জ না থাকলে বা সাথে আনতে ভুলে গেলে নার্ভাস ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে অনেকে৷ এই ফোবিয়ার একটি নামও দেওয়া হয়েছে: ‘নোমোফোবি', অর্থাৎ ‘নো মোবাইল ফোন ফোবিয়া'৷ ব্রিটেনের এক সমীক্ষায় জানা গিয়েছে, জনসাধারণের দুই তৃতীয়াংশই এই ফোবিয়ার শিকার৷

বনের আইনের ছাত্র ২২ বছর বয়সি ফিলিপও মোবাইল ফোন না থাকলে নার্ভাস লাগবে বলে জানায়৷ মনে হবে, কিছু বুঝি মিস হয়ে যাচ্ছে৷ বিশেষ করে ওয়াটসঅ্যাপ বাদ পড়লে কষ্ট হবে৷

তবে এতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই বলে মনে করেন কমিউনিকেশন বিজ্ঞানী ব্রোসিয়ুস৷ তাঁর মতে, আজকের তরুণরা স্মার্টফোনের মাধ্যমে যোগাযোগ করতে অভ্যস্ত৷ এভাবেই তারা বড় হয়ে উঠছে৷ তাই স্মার্টফোনের বহুল ব্যবহার তাদের কাছে একান্তই স্বাভাবিক৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ