1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গেম বাজার

৮ জুন ২০১২

হাতে বহনযোগ্য ভিডিও গেম ডিভাইসগুলো ক্রমশ বাজার হারাচ্ছে৷ চলতি পথে যখন-তখন ভিডিও গেমের জন্য এখন হালের স্মার্টফোন কিংবা ট্যাবেলটকে বেছে নিচ্ছে সাধারণ মানুষ৷

ছবি: GAMES ACADEMY

একদিকে হার্ডকোর ভিডিও গেমার, অন্যদিকে চলতি পথের শৌখিন খেলুড়ে৷ কম্পিউটার বা ভিডিও গেম বাজারের কর্তারা কোন গ্রাহককুলের প্রতি বেশি গুরুত্ব দেবেন? চলতি সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন অনেকে৷ ইলেকট্রনিক এন্টারটেনমেন্ট এক্সপো বা ইথ্রি থেকে সবসময় প্লে-স্টেশন কিংবা এক্সবক্স ৩৬০'র জন্য বড় মাপের ভিডিও প্রকাশের খবর আসত৷ কিন্তু এবার বিষয়টি একটু ভিন্ন৷

বর্তমান বাজার আর শুধুই হার্ডকোর ভিডিও গেমারদের মধ্যে সীমাবদ্ধ নেই৷ বরং আইফোন বা ট্যাবলেট'এর মতো ডিভাইস ব্যবহারকারীদের দিকে নজর এখন ব্যবসায়ীদের৷ চলতি পথে ট্রেনে কিংবা দাঁতের ডাক্তারের জন্য অপেক্ষার মাঝে সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীরা খুদে মুঠোফোনে বিভিন্ন রকম গেম খেলছেন৷ এই নতুন খেলুড়েদের জন্য বড়মাপের গেম তৈরির দিকে ঝুঁকছে অনেক প্রতিষ্ঠান৷

গেম প্রকাশক সংস্থা বাল্কিপিক্স'এর কর্ণধার অলিভার পিয়ের মনে করেন, দুই ধরনের গেমারদের নিয়েই এই শিল্প এগিয়ে যেতে পারে৷ তিনি বলেন, মোবাইল এক নতুন প্ল্যাটফর্ম৷ যেমনটা ফেসবুকও৷ এবং এই সব নতুন প্ল্যাটফর্ম কনসোল গেমারদেরকে কাছে টানতে সক্ষম হবে না৷

স্মার্টফোনের কারণে গ্রাহক হারাতে শুরু করেছে নিন্টেন্ডো থ্রিডিস্ এবং সোনি ভিসটাছবি: dapd

অলিভার অবশ্য স্মার্টফোন এবং কনসোল গেমারদের মধ্যে এই মুহূর্তে কোন প্রতিদ্বন্দ্বিতা খুঁজে পাচ্ছেন না৷ বরং প্রতিযোগিতার বিষয়টিকে তিনি রাখতে চান ভবিষ্যতের জন্য৷ কিন্তু বাজার বিশ্লেষকরা ইতিমধ্যেই অশনি সংকেত দিতে শুরু করেছেন৷ তাদের মতে, স্মার্টফোনের কারণে গ্রাহক হারাতে শুরু করেছে নিন্টেন্ডো থ্রিডিস্ এবং সোনি ভিসটা৷ গবেষণা সংস্থা এবিআই রিসার্চ'এর এক সমীক্ষায় দেখা যাচ্ছে, ২০১৩ সালে হাতে বহনযোগ্য নিন্টেন্ডো কিংবা সোনি ভিসটা বিক্রি হতে পারে ৩৮ মিলিয়ন কপির মতো৷ অথচ ২০০৮ সালে এই সংখ্যা ছিল ৪৭ মিলিয়ন৷ সমীক্ষায় দেখা যাচ্ছে, ভিডিও গেমের জন্য স্মার্টফোন কিংবা ট্যাবলেট'এর চাহিদা বাড়ছে৷

এবিআই বিশ্লেষক মাইকেল ইনুয়ি এই বিষয়ে বলেন, ‘‘হাতে বহনযোগ্য গেমিং ডিভাইসের সঙ্গে মোবাইল ফোনের প্রতিদ্বন্দ্বিতা চলবে৷ কিন্তু একনিষ্ঠ গেমার অথবা যারা স্মার্টফোন কিংবা ট্যাবলেট পছন্দ করে না বা যাদের এসব নেই তাদের কাছে গেমিং ডিভাইসের চাহিদা একই থাকবে''৷

সোনি'র প্লে-স্টেশন'এর জ্যেষ্ঠ পরিচালক জ্যাক বুসার মোবাইল গেমের প্রসারকে স্বাগত জানিয়েছেন৷ তিনি বলেন, ডিজিটাল ডিভাইস'এর সুবিধার কারণে এসবের গ্রাহকরাও উপলব্ধি করছেন, তারাও গেমার৷

প্রতিবেদন: এএফপি / আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ