1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্মার্টফোন যখন হাতিয়ার

ডানিয়েলা করিনা স্পেট/এসবি৩১ ডিসেম্বর ২০১৫

আজ প্রায় সবার হাতে৷ ইন্টারনেট সংযোগের গতি বাড়ার সঙ্গে সঙ্গে তার ব্যবহারও বেড়ে চলেছে৷ চলচ্চিত্র নির্মাতারাও এই প্রবণতা উপেক্ষা করতে পারছেন না৷ ছোট ছোট ভিডিওর মাধ্যমে তাঁরাও মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন৷

DW euromaxx Sebastian Linda Webvideo
ওয়েব ভিডিও তৈরি করছেন সেবাস্টিয়ান লিন্ডাছবি: DW

শুধু একটা স্মার্টফোন আর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স৷ ছবি তুলতে সেবাস্টিয়ান লিন্ডা-র আর কিছু লাগে না৷ এমনকি স্মার্টফোনেই ভিডিও এডিটিং-এর কাজ সেরে ফেলেন তিনি৷ সামান্য কিছু রদবদল ও বাড়তি এফেক্ট জুড়তে হয়৷ তারপর ড্রেসডেন শহরের এই চলচ্চিত্র নির্মাতা ছোট ভিডিও-গুলি ইনস্টাগ্রামে শেয়ার করেন৷ এভাবে তিনি তাঁর অনুরাগীদের পরবর্তী প্রকল্পের আভাস দেন৷ সেবাস্টিয়ান লিন্ডা বলেন, ‘‘এটা অবশ্যই এক দারুণ সুযোগ৷ তবে একই সঙ্গে আমি বড় আকারের কাজও করে যাবো৷ ছোট ভিডিও ভাইরাল হয়ে উঠতে পারে, লাখ লাখ ভিউ পেতে পারে৷ প্রত্যেকটি ক্লিপের মাধ্যমে গল্প বলতে, সেই কাজে আরও সময় দিতে আমার আরও ভালো লাগে৷ তার রেষ থেকে গেলেই হলো৷''

‘দ্য জার্নি অফ বিস্টস' নামের আধ ঘণ্টার এক তথ্যচিত্রে সেবাস্টিয়ান লিন্ডা ১০ জন পেশাদারি স্কেটার-এর ইন্দোনেশিয়া ভ্রমণের সঙ্গী হয়েছেন৷ এর জন্য তিনি ২০১৫ সালে ‘সেরা ক্যামেরা' বিভাগে জার্মান ওয়েব ভিডিও পুরস্কার পেয়েছেন৷ সেবাস্টিয়ান তাঁর ভিডিওটি ‘ভিমিও' ওয়েবসাইটে আপলোড করেন, যা চলচ্চিত্র নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ এক প্ল্যাটফর্ম৷ কারণ এর ব্যবহারকারীরা তাঁদের খুশিমতো ভিডিও দেখতে পারেন৷ এমনকি দ্রুত ইন্টারনেট সংযোগ থাকলে উন্নত মানের হাই ডেফিনিশন ফিল্মও দেখা যায়৷

ইন্টারনেটে ভিডিও দেখার সুযোগ বেড়েই চলেছে৷ অ্যামাজন প্রাইম ইনস্ট্যান্ট ভিডিও অথবা নেটফ্লিক্স-এর মতো পরিষেবায় নির্দিষ্ট মাশুলের বিনিময়ে চলচ্চিত্র ও টিভি সিরিজ দেখা যায়৷ ব্যবহারকারীদের চাহিদা মেটাতে ইউটিউব-ও নড়েচড়ে বসেছে৷ কোম্পানির কনটেন্ট ম্যানেজার বেন ম্যাকওয়েন উইলসন-এর সূত্র অনুযায়ী তাঁরাও আরও দীর্ঘ ভিডিও-কে গুরুত্ব দিচ্ছেন৷ ইউটিউব-এর বেন ম্যাকওয়েন উইলসন বলেন, ‘‘ইউটিউব আত্মপ্রকাশ করার সময়ে অনেকে ভেবেছিলেন, তাতে শুধু ছোট ভিডিও দেখা যাবে৷ মানুষ কিন্তু ভাইস-এর মতো অনুষ্ঠান দেখতে পছন্দ করেন৷ অর্থাৎ ৩০ বা ৪৫ মিনিট দীর্ঘ উচ্চ মানের ভিডিও অনেক মানুষকে আকৃষ্ট করে৷''

ভবিষ্যতে ব্যবহারকারীরা মূলত মোবাইল ফোনেই ভিডিও দেখবেন এবং তৈরিও করবেন৷ ইন্টেরনেট বিশেষজ্ঞ রিশার্ড গুটইয়ার এর কারণ ব্যাখ্যা করলেন৷ ইন্টেরনেট বিশেষজ্ঞ রিশার্ড গুটইয়ার বলেন, ‘‘এতকাল মোবাইল নেটওয়ার্ক ভিডিও আদানপ্রদানের জন্য বড় দুর্বল ছিল৷ তখন পর্দায় ধীরে ধীরে অগ্রগতি দেখা যেত৷ পরবর্তী প্রজন্মের প্রযুক্তি ‘জি-ফাইভ' মোবাইল ফোনে প্রচলিত যে কোনো অপটিকাল ফাইবার কেবেল-এর থেকেও দ্রুতগতির ইন্টেরনেট সংযোগ আনতে চলেছে৷''

প্রায় পাঁচ বছর পর এই নতুন মোবাইল প্রযুক্তি চালু হবার কথা৷ সেকেন্ডে ৬ গিগাবাইট গতিতে হাই ডেফিনিশন ভিডিও ডাউনলোড করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে৷ মোবাইল ফোনের বেড়ে চলা ব্যবহারের কারণে নতুন ধরনের সৃজনশীল পদ্ধতিও চালু হচ্ছে৷ যেমন ‘ভাইন' নামের অ্যাপ ৬ সেকেন্ডের লুপ-এর মতো নানা কৌশল হাতে এনে দিচ্ছে৷ ‘স্ন্যাপচ্যাট' মেসেঞ্জার ভার্টিকাল ভিডিও-র সুবিধা দিচ্ছে৷ সেবাস্টিয়ান লিন্ডা এই প্ল্যাটফর্ম-এর বৈচিত্র পছন্দ করেন৷ সেবাস্টিয়ান লিন্ডা বলেন, ‘‘বেশি সংখ্যক মানুষ ইন্টেরনেটে বিচরণ করায় তার প্রাসঙ্গিকতাও বেড়ে যাচ্ছে৷ সবারই কম্পিউটার আছে, স্মার্টফোন আছে, যা দিয়ে ভিডিও স্ট্রিম করা যায়৷ অ্যাপ-গুলির ক্ষমতাও বাড়ছে৷ ধারাবাহিক উন্নতি ঘটে চলেছে৷''

সেবাস্টিয়ান লিন্ডা ইনস্টাগ্রাম-এর জন্য নিজের ভিডিও প্রস্তুত করছেন এবং দীর্ঘ ভিডিও নিয়েও ব্যস্ত রয়েছেন৷ আগামী প্রিমিয়ার অনুষ্ঠানও অনলাইন জগতে হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ