দাঁতের সুরক্ষায় স্মার্টফোন ব্যবহার বা সাইকেল চালাতে চালাতে রক্তে চিনির পরিমাণ মাপা, এসব যন্ত্র আগামীতে বাজারেই পাওয়া যাবে৷ ব্লুটুথ-যুক্ত টুথব্রাশ, রক্তে চিনির পরিমাণ মাপতে হাতে পরার সেন্সর, এ সব আর কল্পকাহিনি থাকবে না৷
বিজ্ঞাপন
দাঁতের সুরক্ষায় স্মার্টফোন ব্যবহার!
02:38
স্মার্টফোনের সঙ্গে যুক্ত টুথব্রাশ৷ দাঁতের উপর বেশি চাপ দিলে ব্যবহারকারীকে সতর্ক করে দেবে এই ব্রাশ৷ দাঁত ব্রাশ করার সময়ই পাশাপাশি স্মার্টফোনে পড়া যাবে সংবাদ, পাওয়া যাবে আবহাওয়ার তথ্য৷ আগামী গ্রীষ্ম নাগাদ ব্লুটুথ-যুক্ত এমন টুথব্রাশ বাজারে আসবে৷ ব্রাউন কোম্পানির হান্সইয়র্গ রাইক: ‘‘দাঁত পরিষ্কারের সময় টুথব্রাশ এবং স্মার্টফোনের মধ্যে নীরবে সংযোগ তৈরি হয়৷ পুরো প্রক্রিয়াটি স্বয়ংসম্পূর্ণ৷ অর্থাৎ আপনি ব্রাশ চালু করার পর অ্যাপও চালু হবে এবং দাঁত ব্রাশের সময় স্বয়ংক্রিয়ভাবে সেটি কাজ করবে৷''
কয়েকটি সর্বাধুনিক প্রযুক্তির খবর
আজকাল প্রযুক্তি এত দ্রুত বদলায় যে কোনটা যে সর্বাধুনিক আর কোনটা নয়, সেটা বোঝা যায় না৷ তবে সব সর্বাধুনিক প্রযুক্তিই যে কাজের তা কিন্তু নয়৷ এই ছবিঘরে থাকছে কয়েকটি প্রযুক্তির কথা৷ পড়ে দেখুন তো কোনটা আপনার চাই?
ছবি: DW/Jennifer Fraczek
স্মার্টফোন যখন ক্যামেরা
শিরোনাম পড়ে মনে হতে পারে এ আর নতুন কি? স্মার্টফোনের সঙ্গে তো ক্যামেরা থাকেই৷ কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা লেন্স, যেটা ওয়াই-ফাই-এর মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায়৷ সেক্ষেত্রে স্মার্টফোনের স্ক্রিনটা হয়ে যায় ‘ভিউফাইন্ডার’৷ আরও জানা যাবে এই ভিডিওটি দেখলে http://www.youtube.com/watch?v=VgihmrJg7cw ৷
ছবি: picture-alliance/dpa
বাঁকানো স্ক্রিনের টিভি
এটি স্যামসাং-এর ৫৫ ইঞ্চি আলট্রা-এইচডি টেলিভিশন৷ এর বিশেষত্ব, এটি বিশ্বের প্রথম ইউএইচডি টিভি যার স্ক্রিনটা বাঁকানো৷ কবে নাগাদ এবং কত দামে এই টিভিটি কিনতে পাওয়া যাবে সেটা এখনো জানায়নি স্যামসাং৷ সনিও সম্প্রতি বাঁকানো স্ক্রিনের টিভি এনেছে৷ সুতরাং বলা যায়, ভবিষ্যতটা বাঁকানো টিভির৷
ছবি: Reuters
হাওয়ায় লিখুন!
কলম দিয়ে লেখার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার৷ কিন্তু শূন্যে বা হাওয়ায় লেখা যেতে পারে, এমনটা ভেবেছেন কখনও৷ ‘৩ডুডলার’ কলম দিয়ে সেটা সম্ভব৷ এটাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম থ্রিডি কলম৷ বিস্তারিত জানতে যেতে পারেন এই ওয়েবসাইটে http://www.the3doodler.com/ ৷
ছবি: the3doodler.com
গুগল গ্লাস
গুগলের এই চশমাটি নিয়ে আলোচনা কম হয়নি৷ ইন্টারনেট সংযোগের কারণে এই চশমা দিয়ে করা যাবে অনেক কিছুই৷ শোনা যাচ্ছে, আগামী বছরের কোনো এক সময় সেটা বাজারে আসতে পারে৷
ছবি: picture alliance/ZUMA Press
স্মার্টওয়াচ
স্মার্টওয়াচের কাজ শুধু সময় প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়৷ এর কর্মকাণ্ড পিডিএ-র (ব্যক্তিগত ডিজিটাল সহযোগী) সঙ্গে তুলনা করা যেতে পারে৷ তবে স্মার্টওয়াচে পিডিএ-র সকল সুবিধা ছাড়াও রয়েছে ক্যামেরা, ম্যামোরি কার্ড এবং ওয়াইফাই সুবিধা৷ ইতিমধ্যেই বাজারে স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে৷ গুগল আর অ্যাপলের স্মার্টওয়াচও শিগগিরই পাওয়া যাবে৷
ছবি: picture-alliance/dpa
ল্যান্ডফোন + স্মার্টফোন
প্যানাসনিক এর ‘কেএক্স-পিআরএক্স১৫০’ প্রথমে দেখলে মনে হবে স্মার্টফোন৷ কিন্তু আসলে এটা ল্যান্ডফোন৷ জার্মানির বাজারে এই হাইব্রিড ফোনের দাম ১৯৯ ইউরো৷
ছবি: DW/D. Visevic
বিশ্বের সবচেয়ে বড় টিভি
বলুন তো, এই টিভিটা কত ইঞ্চির? ১১০ ইঞ্চি মাত্র! সামস্যাং কোম্পানির এই টিভিটি বিশ্বের সবচেয়ে বড়৷ ২০১৪ সালের মার্চ এপ্রিল নাগাদ এটি বাজারে আসবে৷ কিনতে চান সেটা? দাম ৬২ হাজার ডলার মাত্র!
ছবি: imago/Stefan Zeitz
ট্যাবলেট, নোটবুক একসঙ্গে
কম্পিউটার জগতে নতুন খবরের মধ্যে রয়েছে ট্যাবলেট আর নোটবুকের সংযোগ৷ উদাহরণ হিসেবে বলা যেতে পারে ‘এসার অ্যাস্পায়ার পিথ্রি’-র কথা৷ এই যন্ত্রটিকে নোটবুক হিসেবে যেমন ব্যবহার করা যাবে, তেমন কি-বোর্ডটি ভাঁজ করে এটিকে বানানো যাবে ট্যাবলেট৷
ছবি: DW/Jennifer Fraczek
8 ছবি1 | 8
মোবাইল ফোন মেলায় নতুন ট্রেন্ড হিসেবে ছিল স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন অ্যাপ্লিকেশন৷ যেমন একজন সাইকেল চালকের রক্তে চিনির পরিমাণ নিরবিচ্ছিন্নভাবে পরীক্ষা করা হচ্ছে৷ এ জন্য তাঁর হাতে লাগানো রয়েছে একটি বিশেষ সেন্সর, যা প্রতি দু'মিনিট পরপর চিনির পরিমাণ পরীক্ষা করে এবং ফলাফল স্বয়ংক্রিয়ভাবে অন্যত্র পাঠিয়ে দেয়৷ এই পণ্যটি স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে৷ জিএসএমএ কানেক্টেড লিভিং-এর লাউরেন সারনো বলেন: ‘‘পৃথিবীর দশ শতাংশ মানুষের ডায়বেটিস রয়েছে৷ আমরা মনে করি এটা বিশাল বাজার এবং এ ধরনের পণ্য ব্যবহারের ট্রেন্ডও ক্রমশ বাড়ছে৷''
মোবাইল মেলায় ফিটনেস ঘড়িরও দেখা মিললো৷ হুয়াওয়াই-র তৈরি এই ঘড়ি ব্যবহার করে স্মার্টফোন পকেটে রেখেও ফোন কল গ্রহণ করা যাবে৷ স্যামসাং তা না পারলেও ঘড়িটির বাঁকানো রঙিন ডিসপ্লে বেশ দৃষ্টিনন্দন৷ আর ওজন মাত্র ২৭ গ্রাম৷ তবে ফিটনেস ঘড়ির দাম এখনো জানা যায়নি৷ স্যামসাং ইলেক্ট্রনিক্স-এর বারবারা গেল বললেন:
বাংলাদেশে ই-হেলথ ও ই-স্বাস্থ্য সেবাসমূহ
বাংলাদেশের নাগরিকদের জন্য মোবাইল ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্য সেবা গ্রহণের কিছু সুযোগ তৈরি করেছে সরকার৷
ছবি: picture-alliance/dpa
মোবাইল ফোনে স্বাস্থ্য সেবা
প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে সরকার একটি করে মোবাইল ফোন দিয়েছে৷ রোগীরা সেখানে দিনের যে-কোনো সময় ফোন করে সরকারি চিকিৎসকের কাছ থেকে সেবা ও পরামর্শ নিতে পারবেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে৷ আপনার এলাকার ফোন নম্বর পাবেন এই লিংকে... http://app.dghs.gov.bd/inst_info/mobile_search.php
ছবি: TAUSEEF MUSTAFA/AFP/Getty Images
এসএমএস-এর মাধ্যমে প্রসূতি পরামর্শ
একজন মা গর্ভধারণ করলে তিনি এসএমএস-এর মাধ্যমে প্রসূতি পরামর্শ নিতে পারেন৷ এজন্য তাঁকে আগে নিবন্ধিত হতে হবে৷ তাহলে তিনি নিয়মতিভাবে প্রসূতি বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে থাকবেন৷ নিবন্ধনের নিয়মের জন্য যেতে হবে এই লিংকে.. http://www.dghs.gov.bd/index.php/bd/e-health/2013-06-18-09-06-38/279-pregnancy-care-advice-by-sms
ছবি: Getty Images
‘আপনজন’
সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও প্রসূতি মায়েদের মোবাইলের মাধ্যমে পরামর্শ ও সেবা দেয়ার ব্যবস্থা চালু আছে৷ এমন একটি সেবার নাম ‘আপনজন’৷ এর মাধ্যমে গ্রাহকরা বার্তা পাওয়ার পাশাপাশি কম খরচে টেলিফোনে চিকিৎসকদের পরামর্শ নিতে পারেন৷ এই লিংকে (http://aponjon.com.bd/Content.php?MId=36&SubMId=25) গেলে গ্রাহক হওয়ার নিয়ম জানা যাবে৷
ছবি: Noah Seelam/AFP/Getty Images
টেলিমেডিসিন
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দূর থেকে স্বাস্থ্য সেবা দেয়া ও পাওয়ার নাম টেলিমেডিসিন৷ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট বলছে, দেশের ১৮টি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু আছে৷ শিগগিরই আরও ১০টি হাসপাতালে এই সেবা শুরু হবে বলেও জানানো হয়েছে৷
ছবি: Bay Ismoyo/AFP/Getty Images
বিশেষজ্ঞ পরামর্শ
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রতিটি উপজেলা ও জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট হাসপাতালে ওয়েব ক্যামেরা প্রদান করা হয়েছে৷ ফলে নিম্ন পর্যায়ের হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের জন্য উচ্চ পর্যায়ের হাসপাতালসমূহে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে৷
ছবি: Bay Ismoyo/AFP/Getty Images
কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন
কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন সেবা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে৷ ইতিমধ্যে কমিউনিটি ক্লিনিকগুলোতে ওয়েব ক্যামেরাযুক্ত মিনি ল্যাপটপ কম্পিউটার সরবরাহ করা শুরু হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে টেলিমেডিসিন
দেশের ২২টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রেও স্কাইপে ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে টেলিমেডিসিন সেবা দেয়া হচ্ছে৷ স্বাস্থ্য অধিদপ্তরে বসে চিকিৎসকগণ বিনামূল্যে প্রতি কর্মদিবসে এই সেবা দিচ্ছেন বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে৷
ছবি: picture-alliance/dpa
7 ছবি1 | 7
‘‘এটা আসলে হাতের কব্জিতে সব প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেবে৷ আপনি এই ঘড়িতে ‘ইনকামিং কল' গ্রহণ করতে পারবেন, ‘ম্যাসেজ' পড়তে পারবেন৷ আবার শরীরের হার্টবিট পরীক্ষা করে বুঝতে পারবেন বিশ্রামের প্রয়োজন আছে কিনা৷''
আসলে প্রযুক্তির ব্যবহার কোথায় থাকছে না! খেলোয়াড়দের পোশাকের কথাই ধরুন৷ এই বাস্কেটবল খেলোয়াড়দের জার্সির সঙ্গে সাধারন জার্সির পার্থক্য বোঝা কঠিন৷ অথচ এতে রয়েছে বিশেষ সেন্সর, যা খেলোয়াড়ের গতিপথ এবং পালস সম্পর্কিত তথ্য সাথে সাথে কোচের কাছে পাঠিয়ে দেয়৷ ‘ইন্টারন্যাশনাল সিটিজেন সায়েন্সেস'-এর গিলবার্ট রেভেইলন বললেন: ‘‘পোশাকে সেন্সর বসানোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য৷ সেন্সরটি এমনভাবে বসাতে হবে যাতে তা খেলোয়াড়, রোগী কিংবা অ্যাথলিটকে অস্বস্তিতে না ফেলে৷''
এই প্রযুক্তির পেছনে ২০ মিলিয়ন ইউরো খরচ করছে এক ফরাসি কনসর্টিয়াম৷ ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর নাগাদ বাজারে পাওয়া যাবে সেন্সরযুক্ত জার্সি, যার দাম হবে ১৫০ ইউরোর মতো৷
বিশেষ ঘোষণা: এই সপ্তাহের অন্বেষণ কুইজে অংশ নিতে ক্লিক করুন এখানে৷