1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্মার্ট সিটি: চালাক শহর

রিশার্ড ফুক্স/এসি১০ জুন ২০১৩

২০৩০ সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যার চার-পঞ্চমাংশ বাস করবে মেগাসিটিগুলিতে৷ তাদের পানি-বিদ্যুৎ সরবরাহ করাটাই সমস্যা হয়ে দাঁড়াবে৷ সাহায্য করবে তথ্য প্রযুক্তি, বিদ্যুতের ‘বুদ্ধিমান’ গ্রিড ও নবায়নযোগ্য জ্বালানি৷

ছবি: Fraunhofer ISE

সৌরশক্তি সংক্রান্ত গবেষণা চলে ফ্রাইবুর্গের ফ্রাউনহোফার ইনস্টিটিউটে৷ ভবিষ্যতের ইলেকট্রিক গ্রিড বা বিদ্যুৎ সরবরাহ প্রণালী কেমন হবে, তাই নিয়েই গবেষণা ইনস্টিটিউটের স্মার্ট এনার্জি ল্যাবে৷ বিভাগটির নাম হলো ‘বুদ্ধিমান জ্বালানি প্রণালী' বিভাগ৷ এখানেই ভবিষ্যতের একটি বসতবাড়ির মডেল তৈরি করা হয়েছে, যার কেন্দ্রবিন্দু হল জ্বালানি শক্তি ও বাড়ি গরম রাখার তাপ উৎপাদন করার একটি খুদে চুল্লি৷

চুল্লি এই কারণে যে, ভবিষ্যতে আর বড় বড় চুল্লিতে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হবে না৷ প্রতিটি বাড়িতে তার নিজস্ব চুল্লি থাকবে বিদ্যুৎ ও তাপ উৎপাদন করার জন্য৷ বাড়ির ছাদে থাকবে সোলার প্যানেল কিংবা ছোট ছোট উইন্ড টার্বাইন৷ বাড়ির নীচে সেলারে থাকবে হিট পাম্প – বায়োগ্যাস কি জ্বালানি কাঠ দিয়ে চালানো এমন একটি চুল্লিও থাকতে পারে, যা যুগপৎ বিদ্যুৎ ও তাপ উৎপন্ন করবে৷

ছবি: Fraunhofer ISE

ফ্রাউনহোফার ইনস্টিটিউটের ল্যাবোরেটরিতে পরীক্ষা করে দেখা হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় যে তাপ সৃষ্টি হয়, তার মাধ্যমে পানি গরম করে সেই জ্বালানি শক্তি ধরে রাখা যায় কিনা৷ তা আবার সরাসরি গরম পানি হিসেবেও ব্যবহার করা চলবে৷ অপরদিকে ছাদের উপর সোলার প্যানেল কিংবা উইন্ড টার্বাইন যখন কাজ করছে না – সূর্যের আলো কিংবা বাতাস নেই বলে – তখন সেই ঘাটতি পূরণ করার জন্য আগে থেকে ধরে রাখা জ্বালানি শক্তি ব্যবহার করা চলবে৷ এটাই হল ‘বুদ্ধিমান জ্বালানি প্রণালী'৷

চালাক শহর কখনো নিষ্প্রদীপ হবে না

ভবিষ্যতের ‘স্মার্ট গ্রিডে' বিভিন্ন উৎস থেকে সৃষ্ট জ্বালানি শক্তি, সেই জ্বালানি শক্তির ভ্রাম্যমান ও স্থায়ী স্টোরেজ, গ্রাহকদের জন্য বিদ্যুৎ কি তাপের বিভিন্ন দাম, এই সব মিলিয়ে গোটা সরবরাহ প্রণালীতে স্থিতিশীলতার ব্যবস্থা করা হবে৷ নবায়নযোগ্য জ্বালানির একটা বড় সমস্যা হলো, তার সরবরাহের কোনো নিশ্চয়তা নেই৷ ঠিক সেই অনিশ্চয়তা দূর করতেই এই স্মার্ট গ্রিড৷

ভবিষ্যৎ স্মার্ট গ্রিডের মডেলছবি: Fraunhofer ISE

অন্যদিকে সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎ আসে, তা হলো ডিসি বা ডাইরেক্ট কারেন্ট৷ তাকে এসি বা অলটারনেটিং কারেন্টে পরিণত করার ইনভার্টারগুলি ভবিষ্যতের স্মার্ট গ্রিডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বলে ফ্রাউনহোফার বিজ্ঞানীদের বিশ্বাস৷ কোনো কারণে গ্রিডে ভোল্টেজ পড়ে গেলে তারা আরো বেশি বিদ্যুৎ ছাড়তে পারবে৷ ফ্রাউনহোফার বিজ্ঞানীরা বলছেন, একটি ইনভার্টার হয়ত গোটা এলাকা কিংবা শহরের ব্ল্যাকআউট রুখতে পারবে না, কিন্তু বহু বাড়ির বহু ছোট ছোট ইনভার্টার মিলে তা করতে পারবে৷

স্মার্ট সিটিতে হাজার হাজার ইলেকট্রিক মোটরগাড়ি চলবে৷ তাদের ব্যাটারিগুলোতে বাড়তি বিদ্যুৎ ধরে রাখার কথাও ভাবছেন ফ্রাউনহোফার বিজ্ঞানীরা – নাকি স্বপ্ন দেখছেন?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ