1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘স্মৃতিভ্রষ্ট রোগী’

২৬ মে ২০১২

বর্তমানে পৃথিবীতে ‘ডিমেনশিয়া’য় আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় তিন কোটি৷ ২০৫০ সালের মধ্যে পৃথিবীতে এই রোগীর সংখ্যা দাঁড়াবে সাড়ে ১১ কোটিরও বেশি৷ আর নতুন করে আক্রান্ত রোগীদের প্রায় ৭০ ভাগই হবে উন্নয়নশীল দেশের বাসিন্দা৷

Die 99 Jahre alte Hanelotte Weidlich (r) und weitere Bewohner eines Altenheims warten am Sonntag (04.12.2011) in Koblenz auf ihre Evakuierung. Rund 45 000 Menschen müssen in Koblenz wegen der Entschärfung mehrerer Bomben im Rhein ihre Häuser verlassen. Am Nachmittag wollen Experten des Kampfmittelräumdienstes eine 1,8 Tonnen schwere britische Luftmine, eine kleinere US-Bombe sowie ein Fass mit Chemikalien unschädlich machen. Foto: Fredrik von Erichsen dpa/lrs
বয়স্ক মানুষেরা এই যে সব কিছু ভুলে যান..........ছবি: picture-alliance/dpa

আপনার বাড়িতে বৃদ্ধ দাদি বা নানা বা বাবা-মায়ের মধ্যে এমন কেউ কি আছেন – যিনি প্রায় সময়ই একটু আগের কথাটা ভুলে যান? এমনকি মাঝে মধ্যে ভুলে যান চেনা মানুষকেও৷ মনে রাখতে না পারা সে মানুষটিকে হয়তো সবাই ‘ভুলোমনা' বলেই জানেন৷ আর ধরে নেন, বয়স হলে বুঝি এমনই হয়৷

বয়স্ক মানুষেরা এই যে সব কিছু ভুলে যান – এটিকে অসুখ হিসেবে এখনো ভাবাই হয় না বাংলাদেশের গ্রামগুলোতে৷ অথচ, ভুলে যাওয়ার এ ঘটনাটি আসলে একটি অসুখ৷ বয়স ষাট-পঁয়ষট্টি বা সত্তর হয়ে এলে মস্তিষ্কে দেখা দেয় একধরণের অসুস্থতা৷ এ রোগকে ডাক্তারি ভাষায় বলে ‘ডিমেনশিয়া'৷ বাংলায় যাকে বলা যেতে পারে ‘স্মৃতিভ্রষ্ট হওয়া রোগ'৷

এ রোগের লক্ষণ হলো – স্মৃতি হারিয়ে যাওয়া, আবেগ প্রকাশে ভারসাম্যহীনতা, কিছু বুঝতে সমস্যা হওয়া, হিসেব-নিকেশ করতে গুলিয়ে ফেলা ইত্যাদি৷ তবে, এই রোগের সবচেয়ে পরিচিত লক্ষণ হচ্ছে ‘ভুলে যাওয়া'৷

'যদি ......... ও ধূমপান এড়িয়ে চলা যায় তাহলে ‘ভাসকুলার ডিমেনশিয়া' কে প্রতিরোধ করা যেতে পারে৷'ছবি: picture alliance / dpa

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, সারা বিশ্বেই স্মৃতিভ্রষ্ট হওয়া রোগীর সংখ্যা দ্রুত হারে বাড়ছে৷ আগামী চার দশকে এই রোগীর সংখ্যা আরো ৭০ ভাগ বাড়বে বলেও সতর্কতা বাণী দেয়া হয়েছে৷

বর্তমানে প্রতি চার সেকেন্ডে একজন করে ডিমেনশিয়া রোগীর সংখ্যা বাড়ছে৷ গত দশ বছর আগে যেটি ছিল প্রতি সাত সেকেন্ডে একজন৷ বিশেষজ্ঞরা বলছেন, ২০৫০ সালের মধ্যে প্রতি এক সেকেন্ডে একজন করে মানুষ আক্রান্ত হবে এই রোগে৷ আর নতুন করে আক্রান্ত হওয়া রোগীদের ৭০ ভাগই হবে এশিয়া সহ অন্যান্য উন্নয়নশীল দেশের মানুষ৷

বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নশীল দেশগুলোতে চিকিৎসা সেবা ততোটা উন্নত নয়৷ তাই, এ রোগকে মোকাবিলার প্রস্তুতি সে দেশগুলোতে অপর্যাপ্ত৷

বিভিন্ন ধরণের ‘ডিমেনশিয়া' রয়েছে৷ এর মধ্যে বেশি পরিচিত হল ‘আলসহাইমার'৷ এটি এমন এক ধরণের রোগ, যা পরিপূর্ণ সুস্থ হয় না৷ তবে, যদি রোগটিকে আগে ভাগেই সনাক্ত করা যায় এবং ডায়াবেটিস, হাইপারটেনশন ও ধূমপান এড়িয়ে চলা যায় তাহলে ‘ভাসকুলার ডিমেনশিয়া' কে প্রতিরোধ করা যেতে পারে৷

প্রতিবেদন: লিজা শ্লাইন/আফরোজা সোমা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ