1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্যাটেলাইটের ভাড়া বকেয়া, দুই টিভির সম্প্রচার বন্ধ

২১ মে ২০২১

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ভাড়া বকেয়া রাখার কারণে দু'টি টেলিভিশনচ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে সরকার৷ বৃহস্পতিবার রাতে এসএ টেলিভিশন ও চ্যানেল-৯-এর সম্প্রচার বন্ধ হয়ে যায়৷

প্রতীকী ছবিছবি: Colourbox

তবে এসএ টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতিমধ্যে ভাড়া পরিশোধ করেছেন৷ খুব অল্প সময়ের মধ্যে সম্প্রচারে ফেরা যাবে বলেও আশা তাদের৷ চ্যানেল-৯-এরও আগামী রবিবার আবার সম্প্রচার শুরু হতে পারে৷ ওই দিন তারা ভাড়া পরিশোধের বিষয়ে কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছে৷

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘কয়েকবার তাগাদা দেওয়ার পরও এসএটিভি ও চ্যানেল নাইন কর্তৃপক্ষ বকেয়া পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ অন্য চ্যানেলগুলো তাদের বকেয়া ইতিমধ্যে পরিশোধ করেছে৷”

এই দু'টি টিভি চ্যানেলের বকেয়ার পরিমান কেমন জানতে চাইলে শাহজাহান মাহমুদ বলেন, ‘‘টেলিভিশনে যে লেনদেন হয় তার তুলনায় অনেক কম৷ সামান্য কিছু টাকা৷” এই অল্প টাকার জন্য কেন টিভি স্টেশন বন্ধ করতে হলো? এতে কি মানুষের কাছে খারাপ বার্তা যাবে না? বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান বলেন, ‘‘সরকার তাদের বারবার নোর্টিশ করেছে৷ কিন্তু তারা শোনেনি৷ এই ঘটনার মধ্য দিয়ে সরকার তাদের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে৷ শুক্রবার সকালেই এসএ টিভি কর্তৃপক্ষ তাদের বকেয়া পরিশোধ করেছে৷ খুব অল্প সময়ের মধ্যে তাদেরটা চালু হয়ে যাবে৷ আর চ্যানেল-৯ কর্তৃপক্ষ রবিবার সকালে বকেয়া পরিশোধের পর ওই দিন তাদেরটাও চালু হবে৷ এতদিন অ্যাপ স্টার নামে হংকংয়ের একটি স্যাটেলাইট কোম্পানি থেকে বাংলাদেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলো স্যাটেলাইট সেবা নিতো৷ তারা যে ভাড়া নিতো, তার চেয়ে আমরা অনেক কম ভাড়া নিচ্ছিল৷’’

বর্তমানে দেশের ৩২টি বেসরকারি টেলিভিশন স্টেশন এবং চারটি সরকারি টেলিভিশন স্টেশন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে সম্প্রচার চালাচ্ছে৷ এছাড়া ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) সেবাও দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে৷ শাহজাহান মাহমুদ বলেন, গত ডিসেম্বর পর্যন্ত সবাইকে বকেয়া পরিশোধের জন্য জানানো হয়েছিল৷ দু’টি স্টেশন বাদে সবাই পরিশোধ করেছে৷

‘সরকার তাদের বারবার নোটিশ করেছে, কিন্তু তারা শোনেনি’

This browser does not support the audio element.

বারবার নোর্টিশ দেওয়ার পরও কেন ভাড়া পরিশোধ না করার কারণ জানতে চাইলে বর্তমানে লন্ডনে অবস্থানরত চ্যানেল-৯ এর মালিক এনায়েতুর রহমান বাপ্পী ডয়চে ভেলেকে বলেন, ‘‘আসলে ট্যাক্সের হিসাব নিয়ে একটা ঝামেলা হওয়ায় আমরা টাকা দিতে পারিনি৷ ইতিমধ্যে সেই ঝামেলা মিটে গেছে৷ আমরা তাদের চেকও দিয়ে দিয়েছি, রবিবার সকালে ওটা ক্যাশ হয়ে গেলে তারা আমাদের স্টেশন খুলে দেবে৷” বাকির পরিমান সম্পর্কে তিনি বলেন, ‘‘৪-৫ মাসের মতো বাকি ছিল৷ আগে প্রতি মাসে ১৮ লাখ টাকার মতো দিতে হতো, চুক্তি অনুযায়ী গত অক্টোবর থেকে সেটা ২০ লাখের মতো হয়েছে৷ ফলে এই বকেয়ার পরিমান এক কোটিরও কম৷ বৃহস্পতিবারই আমরা টাকাটা দিতে পারতাম, কিন্তু ব্যাংকিং আওয়ার না থাকায় পরিশোধ করা যায়নি৷” তিনি আরো জানান, কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের আগেও সতর্ক করা হয়েছিল, ‘‘হ্যাঁ, তারা নোটিশ করেছিল৷ আসলে অন্যদের হিসাবটা হয়ে যাওয়ায় তারা টাকা পরিশোধ করেছে, কিন্তু আমাদের ট্যাক্স নিয়ে একটু ঝামেলা হওয়ায় দিতে দেরি হয়ে গেছে৷”

এসএ টেলিভিশনের অ্যাডমিন ও এইচআর বিভাগের সিনিয়র কর্মকর্তা নুরুল কাদের রনি শুক্রবার দুপুরে ডয়চে ভেলেকে বলেন, ‘‘সমস্যার সামাধান হয়ে গেছে৷ আমরা ইতিমধ্যে টাকা পরিশোধ করেছি৷ আমি নিজেও এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট অফিসে আছি, প্রযুক্তিগত কিছু কাজ চলছে৷ কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেশনের সম্প্রচার শুরু হবে৷” এসএ টেলিভিশনের হেড অব নিউজ বেলাল হোসেনও ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘‘কিছু সমস্যা হয়েছিল, সবকিছু সমাধান হয়ে গেছে৷ খুব শিগগিরই আমরা আবার সম্প্রচারে ফিরে যেতে পারবো বলে আশা করছি৷”

হুট করেই বকেয়ার কারণে টিভি স্টেশন বন্ধ করে দিলে সমাজে খারাপ বার্তা যায় কি- জানতে চাইলে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ডয়চে ভেলেকে বলেন, ‘‘শুক্রবার সকালেই বিষয়টি আমার নজরে এসেছে৷ এরপর আমি নিজে এ ব্যাপারে খোঁজ-খবর নিয়েছি৷ সেখান থেকে যা জেনেছি, সেটা হলো কর্তৃপক্ষ এই দু’টি টিভি স্টেশনকে কিন্তু বারবার নোটিশ করেছে৷ তারপরও তারা ভাড়া পরিশোধ করেনি৷ বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে সংযোগ নেওয়ার আগে তারা যেখান থেকে এই সংযোগ নিতো সেখানে কিন্তু এক মাস বকেয়া হলে স্টেশনের সম্প্রচার বন্ধ করে দিতো৷ কিন্তু দেশীয় কোম্পানির কাছ থেকে তারা সেবা নিচ্ছেন কিন্তু ভাড়া দিচ্ছেন না৷ এটা তো হতে পারে না৷ সরকার প্রথম ৬ মাস তাদের ফ্রি সেবা দিয়েছে৷ তারপরও এই দু’টি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ভাড়া বকেয়া রয়েছে৷ সবকিছু মিলিয়ে আমি বলবো, এভাবে বন্ধ না করে, আলোচনা করে সমাধান করা যেতো৷ এতে তৃতীয় পক্ষ সুবিধা নেওয়ার চেষ্টা করে৷ ভবিষ্যতে সবাই সচেতন থাকলে এই পরিস্থিতি হয়তো এড়ানো সম্ভব৷ আমি আশা করবো, সহসাই এই সমস্যার সাধান হয়ে যাবে’’

‘আলোচনা করে সমাধান করা যেতো’

This browser does not support the audio element.

তবে এই দু'টি টিভি স্টেশনকে কোনোভাবে ছাড় দেওয়া ঠিক না বলে মনে করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)  সভাপতি কুদ্দুস আফ্রাদ৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘এরা সাংবাদিকদের বেতন দেয় না, চাকরিচ্যুত করলে পাওনা দেয় না৷ সরকারের ট্যাক্স দেয় না৷ এরা শুধু টিভি চ্যানেলের নাম ভাঙিয়ে অন্য ব্যবসায় সুবিধা নিয়ে যাচ্ছে৷ এখন কিছু মিডিয়া হাউজ হয়েছে তারা মিডিয়ার নাম ভাঙিয়ে সব সুযোগ-সুবিধা নেয়৷ কিন্তু সাংবাদিকদের বেতন দেয় না৷ এরাই বরং মিডিয়ার বদনাম করছে৷ এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিৎ৷ আমার পরিস্কার বক্তব্য হলো, তাদের সঙ্গে নিশ্চয় স্যাটেলাইট কোম্পানির অ্যাগ্রিমেন্ট আছে৷ সেই বাণিজ্যিক অ্যাগ্রিমেন্ট ব্রেক করলে তো স্টেশন বন্ধ করবেই৷ তবে রাজনৈতিক কারণে যদি কোনো স্টেশন বন্ধ করা হয় তাহলে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই’’

প্রসঙ্গত, কিছুদিন আগে সাংবাদিকদের চাকরিচ্যুত করার প্রতিবাদ ও পাওনা পরিশোধের দাবিতে এসএ টেলিভিশনে সাংবাদিকরা আন্দোলন করেছেন৷ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা ওই আন্দোলনে যুক্ত ছিলেন৷ পাশাপাশি সম্প্রতি চ্যানেল-৯ কর্তৃপক্ষ তাদের নিউজ বন্ধ করায় অনেক সাংবাদিক সেখান থেকে চাকরি হারিয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ