1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্যাটেলাইট জগতে প্রবেশের অপেক্ষায় বাংলাদেশ

জাহিদুল হক২৯ মার্চ ২০১৪

মহাকাশে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠাতে আগ্রহী বাংলাদেশ৷ এজন্য বেশ কয়েক বছর ধরে কার্যক্রম চলছে৷ ‘বঙ্গবন্ধু-১’ নামে দেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের দায়িত্বে আছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা, বিটিআরসি৷

ছবি: ESA/NASA via Getty Images

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, বিটিআরসি চলতি মাসের ৯ তারিখে অর্থ মন্ত্রণালয়ে স্যাটেলাইট প্রকল্পের একটি ‘বিজনেস প্ল্যান' উপস্থাপন করেছে৷

এতে বলা হয়, স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে বাংলাদেশ প্রতি বছরে ১৪ মিলিয়ন ডলার সাশ্রয় করতে পারবে৷ বাংলাদেশের ২৪টি বেসরকারি টেলিভিশন চ্যানেল ভাড়া বাবদ বিদেশি স্যাটেলাইট কোম্পানিকে প্রতি বছর এই অর্থ দিয়ে থাকে৷

এছাড়া বিটিআরসি বলছে, স্যাটেলাইট প্রকল্প থেকে যে অর্থ আয় হবে তার ৭০ ভাগ আসবে প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে পাওয়া স্যাটেলাইট ভাড়া হিসেবে৷ উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের নিজস্ব স্যাটেলাইট রয়েছে৷ তবে বিটিআরসি মনে করে, ঐ দুটি দেশের আরও চাহিদা রয়েছে৷ তাছাড়া নেপাল, ভুটান ও মিয়ানমারের কাছ থেকেও অর্থ আয়ের স্বপ্ন দেখছে বিটিআরসি৷

এভাবে অর্থ আয়ের কারণে বিটিআরসি মনে করছে, বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের সাত বছরের মধ্যে প্রকল্পটি ব্রেকইভেন পর্যায়ে পৌঁছবে৷

পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩,২৪৩ কোটি টাকা৷ এর মধ্যে বিটিআরসি দেবে ১,৫৫৫ কোটি টাকা৷ আর বাকিটা আসবে বিদেশি উৎস থেকে৷ ছয়টি আন্তর্জাতিক ব্যাংক ও প্রতিষ্ঠান প্রকল্পটিতে অর্থায়নে আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে৷

স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য রুশ কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে ১১৯ ডিগ্রি ইস্ট'এ একটি অর্বিটাল স্লট কিনবে বিটিআরসি৷ এক্ষেত্রে ১৫ বছরের জন্য খরচ হবে ২২ কোটি টাকা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ