1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিজাপান

স্যাটেলাইট, নাকি মিসাইল উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া?

২৯ মে ২০২৩

উত্তর কোরিয়া জাপানকে জানিয়েছে তারা ৩১ মে থেকে ১১ জুনের মধ্যে একটি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে৷

উত্তর কোরিয়া
ছবি: Ahn Young-joon/AP/picture alliance

তবে স্যাটেলাইটের নাম করে উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করবে কিনা, সে বিষয়ে তথ্য সংগ্রহ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী৷

জাপানের কোস্ট গার্ডের এক মুখপাত্র এএফপিকে উত্তর কোরিয়ার জাপানকে স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টি জানানোর তথ্য নিশ্চিত করেছেন৷

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, ‘‘এটাকে স্যাটেলাইট বলা হলেও উৎক্ষেপণের ক্ষেত্রে ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি ব্যবহার করা হলে সেটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলিউশনের লঙ্ঘন হবে৷''

২০১২ ও ২০১৬ সালে স্যাটেলাইট উৎক্ষেপণের কথা বলে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া৷ দুটিই জাপানের দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া এলাকার উপর দিয়ে উড়ে গিয়েছিল৷

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চলতি মাসে দেশটিতে তৈরি প্রথম সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পরিদর্শন করেন৷ এরপর তিনি ‘পরবর্তী কার্যক্রম' পরিচালনার সবুজ সংকেত দেন৷

বিশ্লেষকরা বলছেন, দূরপাল্লার রকেট ও স্পেস লঞ্চারে একই প্রযুক্তি ব্যবহৃত হয়৷ তাই অর্বিটে স্যাটেলাইট পাঠানোর দক্ষতা অর্জন করতে পারলে পিয়ংইয়ং সেই দক্ষতা ব্যবহার করে গোপনে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম পরীক্ষা করতে পারবে৷

জাপানের এলাকায় পড়তে পারে এমন কোনো ব্যালিস্টিক মিসাইল গুলি করে ভূপতিত করার নির্দেশ জারি করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়৷

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর কোরিয়ার ‘স্যাটেলাইট উৎক্ষেপণ' পরিকল্পনার নিন্দা জানিয়েছে৷ তবে জাপানের মতো তাদেরকেও উত্তর কোরিয়া এই বিষয়ে আগে থেকে জানিয়েছে কিনা, সেটি এএফপিকে নিশ্চিত করে জানাননি সংশ্লিষ্ট কর্মকর্তারা৷

জেডএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ