কনসার্ট
৯ ডিসেম্বর ২০১২স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তহবিল গঠনের লক্ষ্যে আয়োজিত এই সংগীত আসরে হাজির হয়ে দর্শকদের মাতাবেন এক ঝাঁক নামিদামি তারকা৷ থাকছে কিংবদন্তি রক ব্যান্ড দ্য রোলিং স্টোন্স৷ এছাড়া কনসার্টে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন ‘টোয়াইলাইট' তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট এবং অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিও৷
রোলিং স্টোন্স ব্যান্ড দল হিসেবে তাদের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ধারাবাহিক পাঁচটি কনসার্ট করার উদ্যোগ নিয়েছে এবং ইতিমধ্যে তাদের সেসব কনসার্টের প্রথমটি হয়েছে লন্ডনে গত সপ্তাহে৷ ব্যান্ড দলটি জানিয়েছে মেডিসন স্কয়্যার গার্ডেনে ১২/১২ এর কনসার্টে গান করবেন তারকা পল ম্যাককার্টনি, ব্রুস স্প্রিঙ্গস্টিন, কেনি ওয়েস্ট, বন জোভি, বিলি জোয়েল, দ্য হু এবং আরো অনেকে৷
এই কনসার্টে হাজির হবে আরো অন্তত ১৮ জন তারকা শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব৷ তাদের মধ্যে রয়েছেন বিলি ক্রিস্টাল, চেলসি ক্লিন্টন, কুয়েন্টিন টারান্টিনো এবং জন স্টুয়ার্ট৷ আসরের পাঁচদিন আগেই সকল টিকেট বিক্রি হয়ে গেছে৷ ২০০১ সালের পর নিউইয়র্ক নগরীতে এটিই সবচেয়ে বড় আকারের কনসার্ট হতে যাচ্ছে বলে আয়োজনকারীরা জানিয়েছেন৷
২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় ক্ষতির শিকার নিউইয়র্ক সিটির জন্য একই বছর অক্টোবর মাসে এরকম একটি বিশাল কনসার্ট আয়োজন করেছিলেন ম্যাককার্টনি৷ সেই কনসার্টে ঐ সন্ত্রাসী হামলার সময় সাহসী ভূমিকা পালনকারী অগ্নি নির্বাপক বাহিনী, পুলিশ সদস্য এবং উদ্ধার কর্মীদের বীরোচিত সম্মাননা দেওয়া হয়েছিল৷ এছাড়া ৩০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থের তহবিল গঠন করা সম্ভব হয়েছিল৷ সেই কনসার্টে হাজির ছিলেন ৬০ জনেরও বেশি তারকা শিল্পী, অভিনেতা-অভিনেত্রী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব৷
এবারের সংগীত আসরের আয়োজকরা বলছেন, রেডিও, টিভি, প্রেক্ষাগৃহে, নাট্যশালায় এবং অনলাইনের মাধ্যমে অন্তত দুই বিলিয়ন মানুষ ১২/১২ এর সংগীত আসর উপভোগ করবে৷ উল্লেখ্য, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের পূর্বউপকূলে স্যান্ডির আঘাতে অন্তত ১৩০ জন প্রাণ হারায়৷ ক্ষতিগ্রস্ত হয় আরো অসংখ্য ঘর-বাড়ি, বিদ্যালয় ও হাসপাতাল ভবন৷
এএইচ/আরআই (এএফপি, রয়টার্স)