1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কনসার্ট

৯ ডিসেম্বর ২০১২

মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি আঘাত হানে হারিকেন স্যান্ডি৷ সেই হারিকেনের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহায়তার হাত বাড়াতে ২০১২ সালের ১২ মাসের ১২ তারিখে বড়মাপের সংগীত আসরের আয়োজন করা হয়েছে নিউইয়র্ক শহরে৷

Die Band wurde im Winter 2010 von der New Yorkerin JJ Weihl und dem Berliner Jonathan Jarzyna gegründet. Die Band veröffentlichte ihr Debütalbum "Bones" im März 2012 über das Berliner Label Morr Music. Aktuelle Besetzung: Gesang, Gitarre, Synthesizer, Bass, Banjo Jonathan Jarzyna Gesang, Bass, Synthesizer, Gitarre, Percussion JJ Weihl Schlagzeug, Percussion, Sounddesign Rémi Letournelle http://de.wikipedia.org/w/index.php?title=Datei:Fensterlive.jpg&filetimestamp=20120225171931 Beschreibung English: Fenster live in concert Datum 25. Februar 2012(2012-02-25) Quelle Eigenes Werk Urheber Tekerlek102 cc-by-sa-3.0/Tekerlek102
Deutschland Musik Band Fensterছবি: cc-by-sa-3.0/Tekerlek102

স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তহবিল গঠনের লক্ষ্যে আয়োজিত এই সংগীত আসরে হাজির হয়ে দর্শকদের মাতাবেন এক ঝাঁক নামিদামি তারকা৷ থাকছে কিংবদন্তি রক ব্যান্ড দ্য রোলিং স্টোন্স৷ এছাড়া কনসার্টে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন ‘টোয়াইলাইট' তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট এবং অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিও৷

রোলিং স্টোন্স ব্যান্ড দল হিসেবে তাদের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ধারাবাহিক পাঁচটি কনসার্ট করার উদ্যোগ নিয়েছে এবং ইতিমধ্যে তাদের সেসব কনসার্টের প্রথমটি হয়েছে লন্ডনে গত সপ্তাহে৷ ব্যান্ড দলটি জানিয়েছে মেডিসন স্কয়্যার গার্ডেনে ১২/১২ এর কনসার্টে গান করবেন তারকা পল ম্যাককার্টনি, ব্রুস স্প্রিঙ্গস্টিন, কেনি ওয়েস্ট, বন জোভি, বিলি জোয়েল, দ্য হু এবং আরো অনেকে৷

রোলিং স্টোন্স এর চার তারকা (ফাইল ফটো)ছবি: AP

এই কনসার্টে হাজির হবে আরো অন্তত ১৮ জন তারকা শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব৷ তাদের মধ্যে রয়েছেন বিলি ক্রিস্টাল, চেলসি ক্লিন্টন, কুয়েন্টিন টারান্টিনো এবং জন স্টুয়ার্ট৷ আসরের পাঁচদিন আগেই সকল টিকেট বিক্রি হয়ে গেছে৷ ২০০১ সালের পর নিউইয়র্ক নগরীতে এটিই সবচেয়ে বড় আকারের কনসার্ট হতে যাচ্ছে বলে আয়োজনকারীরা জানিয়েছেন৷

২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় ক্ষতির শিকার নিউইয়র্ক সিটির জন্য একই বছর অক্টোবর মাসে এরকম একটি বিশাল কনসার্ট আয়োজন করেছিলেন ম্যাককার্টনি৷ সেই কনসার্টে ঐ সন্ত্রাসী হামলার সময় সাহসী ভূমিকা পালনকারী অগ্নি নির্বাপক বাহিনী, পুলিশ সদস্য এবং উদ্ধার কর্মীদের বীরোচিত সম্মাননা দেওয়া হয়েছিল৷ এছাড়া ৩০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থের তহবিল গঠন করা সম্ভব হয়েছিল৷ সেই কনসার্টে হাজির ছিলেন ৬০ জনেরও বেশি তারকা শিল্পী, অভিনেতা-অভিনেত্রী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব৷

এবারের সংগীত আসরের আয়োজকরা বলছেন, রেডিও, টিভি, প্রেক্ষাগৃহে, নাট্যশালায় এবং অনলাইনের মাধ্যমে অন্তত দুই বিলিয়ন মানুষ ১২/১২ এর সংগীত আসর উপভোগ করবে৷ উল্লেখ্য, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের পূর্বউপকূলে স্যান্ডির আঘাতে অন্তত ১৩০ জন প্রাণ হারায়৷ ক্ষতিগ্রস্ত হয় আরো অসংখ্য ঘর-বাড়ি, বিদ্যালয় ও হাসপাতাল ভবন৷

এএইচ/আরআই (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ