মঙ্গলবার সকাল থেকে বিশ্বব্যাপি তাদের সর্বাধুনিক স্মার্টফোনটির বিক্রি অবিলম্বে বন্ধ করার ঘোষণা দিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স৷ ব্যবহারকারীদের বলা হচ্ছে ফোন বন্ধ করে ফেরত দিতে৷
বিজ্ঞাপন
‘‘আমরা গ্যালাক্সি নোট ৭ শেষ করছি... চূড়ান্তভাবে উৎপাদন বন্ধ রাখা হচ্ছে,'' জানিয়েছেন স্যামসাংয়ের এক মুখপাত্র৷ নোট ৭ স্মার্টফোনের ব্যাটারি গরম হয়ে আগুন লাগার বিভিন্ন ঘটনা ঘটার পর স্যামসাং গ্রাহকদের বিকল্প ফোন দিয়েও পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করেছিল৷ কিন্তু সেইসব বিকল্প ফোনেও কিছু কিছু ক্ষেত্রে একই সমস্যা দেখা দেয়৷
স্যামসাং পুরো ব্যাপারটা তদন্ত করে দেখছে৷ সেই তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সারা বিশ্বে গ্যালাক্সি নোট ৭ বিক্রি৷ কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, ‘‘যেসব গ্রাহকের গ্যালাক্সি নোট ৭ বা তার বিকল্প আছে, তাদের সেই ফোনগুলির পাওয়ার অফ করে ব্যবহার বন্ধ করা উচিৎ৷''
উদ্বেগের কারণ আছে বৈকি৷ শিশুর হাতে নোট ৭ জ্বলে ওঠা থেকে শুরু করে বিমানের অভ্যন্তরে নোট ৭-এ আগুন ধরার ঘটনা, সব কিছুই ঘটেছে৷ মার্কিন ফেডারেল বিমান পরিবহণ প্রশাসন তার নির্দেশাবলীর আপডেটে যাত্রীদের যাবতীয় গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোন ব্যবহার, চার্জ বা চেক্ড লাগেজে রাখতে মানা করেছে৷ যাত্রীদের গ্যালাক্সি নোট ৭ সুইচ অফ করতে হবে৷
ভুলটা কেন ঘটল তার কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, স্যামসাং অ্যাপলের আইফোন ৭ বাজারে আসার আগেই গ্যালাক্সি নোট ৭ বের করতে চেয়েছিল৷ শুধু সেই তাড়াহুড়োর কারণেই ব্যাটারি গরম হওয়ার সমস্যাটা সৃষ্টি হয়েছে, এটা ভাবা যেতো, যদি না কোরিয়ার প্রযুক্তি ও মান সংস্থা (কেএটিএস) জানাতো, ‘‘মোবাইল ফোনটিতে ব্যাটারি ছাড়াও কোনো নতুন ধরনের ত্রুটি থাকারও আশঙ্কা আছে৷''
চীনের ক্ষেত্রে দৃশ্যত স্যামসাং চীনের মূল ভূখণ্ডে বিক্রি হওয়া ১৯১,০০০ গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনগুলির সব ক'টি ফেরৎ নেবে৷ স্যামসাং হয় পুরো দাম ফেরৎ দেবে অথবা স্যামসাংয়ের অন্য কোনো মডেলের ফোন দেবে - দামের ফারাক থাকলে, তাও ফেরৎ দেবে, সঙ্গে থাকবে ৩০০ ইউয়ান বা ৪৫ ডলারের ভাউচার৷
এসি/এসিবি (ডিপিএ, এএফপি, এপি)
কয়েকটি সর্বাধুনিক প্রযুক্তির খবর
আজকাল প্রযুক্তি এত দ্রুত বদলায় যে কোনটা যে সর্বাধুনিক আর কোনটা নয়, সেটা বোঝা যায় না৷ তবে সব সর্বাধুনিক প্রযুক্তিই যে কাজের তা কিন্তু নয়৷ এই ছবিঘরে থাকছে কয়েকটি প্রযুক্তির কথা৷ পড়ে দেখুন তো কোনটা আপনার চাই?
ছবি: DW/Jennifer Fraczek
স্মার্টফোন যখন ক্যামেরা
শিরোনাম পড়ে মনে হতে পারে এ আর নতুন কি? স্মার্টফোনের সঙ্গে তো ক্যামেরা থাকেই৷ কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা লেন্স, যেটা ওয়াই-ফাই-এর মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায়৷ সেক্ষেত্রে স্মার্টফোনের স্ক্রিনটা হয়ে যায় ‘ভিউফাইন্ডার’৷ আরও জানা যাবে এই ভিডিওটি দেখলে http://www.youtube.com/watch?v=VgihmrJg7cw ৷
ছবি: picture-alliance/dpa
বাঁকানো স্ক্রিনের টিভি
এটি স্যামসাং-এর ৫৫ ইঞ্চি আলট্রা-এইচডি টেলিভিশন৷ এর বিশেষত্ব, এটি বিশ্বের প্রথম ইউএইচডি টিভি যার স্ক্রিনটা বাঁকানো৷ কবে নাগাদ এবং কত দামে এই টিভিটি কিনতে পাওয়া যাবে সেটা এখনো জানায়নি স্যামসাং৷ সনিও সম্প্রতি বাঁকানো স্ক্রিনের টিভি এনেছে৷ সুতরাং বলা যায়, ভবিষ্যতটা বাঁকানো টিভির৷
ছবি: Reuters
হাওয়ায় লিখুন!
কলম দিয়ে লেখার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার৷ কিন্তু শূন্যে বা হাওয়ায় লেখা যেতে পারে, এমনটা ভেবেছেন কখনও৷ ‘৩ডুডলার’ কলম দিয়ে সেটা সম্ভব৷ এটাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম থ্রিডি কলম৷ বিস্তারিত জানতে যেতে পারেন এই ওয়েবসাইটে http://www.the3doodler.com/ ৷
ছবি: the3doodler.com
গুগল গ্লাস
গুগলের এই চশমাটি নিয়ে আলোচনা কম হয়নি৷ ইন্টারনেট সংযোগের কারণে এই চশমা দিয়ে করা যাবে অনেক কিছুই৷ শোনা যাচ্ছে, আগামী বছরের কোনো এক সময় সেটা বাজারে আসতে পারে৷
ছবি: picture alliance/ZUMA Press
স্মার্টওয়াচ
স্মার্টওয়াচের কাজ শুধু সময় প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়৷ এর কর্মকাণ্ড পিডিএ-র (ব্যক্তিগত ডিজিটাল সহযোগী) সঙ্গে তুলনা করা যেতে পারে৷ তবে স্মার্টওয়াচে পিডিএ-র সকল সুবিধা ছাড়াও রয়েছে ক্যামেরা, ম্যামোরি কার্ড এবং ওয়াইফাই সুবিধা৷ ইতিমধ্যেই বাজারে স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে৷ গুগল আর অ্যাপলের স্মার্টওয়াচও শিগগিরই পাওয়া যাবে৷
ছবি: picture-alliance/dpa
ল্যান্ডফোন + স্মার্টফোন
প্যানাসনিক এর ‘কেএক্স-পিআরএক্স১৫০’ প্রথমে দেখলে মনে হবে স্মার্টফোন৷ কিন্তু আসলে এটা ল্যান্ডফোন৷ জার্মানির বাজারে এই হাইব্রিড ফোনের দাম ১৯৯ ইউরো৷
ছবি: DW/D. Visevic
বিশ্বের সবচেয়ে বড় টিভি
বলুন তো, এই টিভিটা কত ইঞ্চির? ১১০ ইঞ্চি মাত্র! সামস্যাং কোম্পানির এই টিভিটি বিশ্বের সবচেয়ে বড়৷ ২০১৪ সালের মার্চ এপ্রিল নাগাদ এটি বাজারে আসবে৷ কিনতে চান সেটা? দাম ৬২ হাজার ডলার মাত্র!
ছবি: imago/Stefan Zeitz
ট্যাবলেট, নোটবুক একসঙ্গে
কম্পিউটার জগতে নতুন খবরের মধ্যে রয়েছে ট্যাবলেট আর নোটবুকের সংযোগ৷ উদাহরণ হিসেবে বলা যেতে পারে ‘এসার অ্যাস্পায়ার পিথ্রি’-র কথা৷ এই যন্ত্রটিকে নোটবুক হিসেবে যেমন ব্যবহার করা যাবে, তেমন কি-বোর্ডটি ভাঁজ করে এটিকে বানানো যাবে ট্যাবলেট৷