1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্যার্খিও গার্সিয়া – মাদ্রিদের এক ট্যাক্সিচালক

অলিভার সালেট/এসি৩০ অক্টোবর ২০১৪

একজন ট্যাক্সিচালক তাঁর শহরকে অন্যভাবে চেনেন – এবং ভালোবাসেন৷ শহর, তার পথঘাট, দর্শনীয় বস্তু ইত্যাদি চেনা এক কথা – সেই সঙ্গে থাকে দেশ-বিদেশের, অন্তর-বাহিরের মানুষকে চেনা৷

Deutschland Taxifahrer demonstrieren in Hamburg gegen Smartphone Taxi App
ছবি: picture-alliance/dpa

গ্রীষ্মকালটাই হলো স্যার্খিও গার্সিয়ার পক্ষে সেরা সময়৷ অধিকাংশ টুরিস্ট ঠিক এই সময়ে মাদ্রিদে আসেন, কাজেই স্যার্খিও-র ট্যাক্সিও চলে সারাক্ষণ৷

স্যার্খিও গার্সিয়া আদতে ফিল্ম নিয়ে পড়াশুনা করেছেন: ইতিমধ্যে বিশ বছর হয়ে গেছে তিনি ট্যাক্সি চালান৷ ছাত্রাবস্থায় যা খরচ চালানোর পন্থা ছিল, আজ সেটাই তাঁর নেশা এবং পেশা: ‘‘আর কোনো পেশায় এমন নানা ধরনের মানুষের সঙ্গে আলাপ হয় না, এমন ব্যক্তিগত সব কাহিনি শোনা যায় না৷ আমি মানুষে-মানুষে সম্পর্কের ব্যাপারে অনেক কিছু শিখেছি৷ এছাড়া মানুষ আর মানুষ যে কত আলাদা – আবার একই সঙ্গে কতটা একরকম হতে পারে, সেটাও আমার খুব ভালো লাগে৷''

আজকাল স্পেনে অ্যাপের মাধ্যমেও কিন্তু ‘ট্যাক্সি' ডাকা যায়!ছবি: picture-alliance/dpa

একশো বছর; পনেরো হাজার

কিন্তু ট্যাক্সির প্রথম কাজ হলো যাত্রী পরিবহণ: সেটা মাদ্রিদের লাল স্ট্রাইপ দেওয়া সাদা ট্যাক্সিগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য৷ মাদ্রিদের বহু বাসিন্দাদের প্রিয় যান হলো এটি – তাও আবার গত একশো' বছর ধরে৷ মাদ্রিদে মোটর ট্যাক্সি প্রথম চালু হয় ১৯০৯ সালে৷ ষাটের দশকে মাদ্রিদে ট্যাক্সি ছিল, এক কথায়, অসংখ্য৷ আজও সেই সংখ্যা কম করে হলেও ১৫ হাজার হবে, যা কিনা নিউ ইয়র্কের চাইতেও বেশি৷ ইতিহাসবিদ খাবিয়ের লেরাল্টা মাদ্রিদে ট্যাক্সির সংখ্যাবৃদ্ধির কারণ হিসেবে অপর্যাপ্ত অবকাঠামোর কথা বলেন: ‘‘পঞ্চাশ আর ষাটের দশকে মাদ্রিদে কোনো মেট্রো কিংবা লোকাল ট্রেন ছিল না৷ বাসও চলতো অনিয়মিত৷ সে আমলে স্বল্পসময়ে শহরে পৌঁছানোর একমাত্র পন্থা ছিল ট্যাক্সি৷'' পরে অবকাঠামোর উন্নতি ঘটেছে কিন্তু ট্যাক্সিরাও থেকে গেছে, এবং তাদের সংখ্যাও যে খুব একটা কমেছে, এমন নয়৷ মাদ্রিদে খালি ট্যাক্সির জন্যে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না৷

সাইকোলজিস্টের চেয়ে ট্যাক্সির খরচা কম

গরমের দিনগুলোতে মাদ্রিদে ট্যাক্সি চলার মজাই আলাদা: বাইরে হয়ত ৩০ অথবা ৪০ ডিগ্রি; ট্যাক্সির ভিতরে এয়ারকন্ডিশনিং-এর মোলায়েম ঠান্ডা৷ ট্যাক্সিভাড়াও মাদ্রিদে অপেক্ষাকৃত কম: কিলোমিটার প্রতি এক ইউরো৷ কিন্তু ট্যাক্সি তো আর শুধু পরিবহনের পন্থা নয়! প্রতি সপ্তাহে স্যার্খিও গার্সিয়াকে অন্তত একজন যাত্রীর জীবনকাহিনি শুনতে হয়: ‘‘একবার এক মহিলা ট্যাক্সিতে উঠে বললেন: ‘আমাকে মনস্তত্ত্ববিদের কাছে নিয়ে চলো!' আমি জিজ্ঞাসা করলাম, তাঁর কী হয়েছে৷ তাতে তিনি আমাকে তাঁর গোটা জীবনকাহিনি শোনালেন৷ সাইকোলজিস্টের ওখানে পৌঁছানোর পর তিনি বললেন: ‘থেমো না, গাড়ি চালিয়ে যাও! সাইকোলজিস্টের চেয়ে ট্যাক্সির খরচা কম৷' কাজেই আমি এটাকে বলি: ট্যাক্সি থেরাপি!''

কখনো-সখনো টুরিস্টরা স্যার্খিও-র কাছে জানতে চান, মাদ্রিদে দর্শনীয় কি আছে৷ স্যার্খিও নিজে যখন সূর্য ডুবছে, তখন ‘কাসা দে কাম্পো' পার্কটির কাছের টিলার ওপর থেকে তাঁর প্রিয় শহর মাদ্রিদের দৃশ্য দেখতে ভালোবাসেন৷ তাহলে কি তিনি ট্যাক্সিচালক, থেরাপিস্ট, টুরিস্ট গাইড – এই সব পেশার সঙ্গে কবিও?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ