1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্যানোরামাজার্মানি

স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছেন জার্মান তরুণ

২৭ সেপ্টেম্বর ২০২৪

গড্ডালিকা প্রবাহ থেকে বেরিয়ে এসে ব্যতিক্রমী কিছু করা মোটেই সহজ কাজ নয়৷ জার্মানির এক ক্রীড়াবিদ একাধিক ক্ষেত্রে সেই বাধা ভেঙে যথেষ্ট সাফল্য অর্জন করেছেন৷ বাকিদেরও প্রেরণা জোগাতে চান তিনি৷

জার্মান সিনক্রোনাইজড সাঁতারের দলের সঙ্গে সাঁতারু ফ্রিটইয়োফ সাইডেল
নারীদের খেলা হিসাবে পরিচিত সিনক্রোনাইজড সাঁতারে পুরুষ হিসাবে জায়গা করে নিয়েছেন জার্মানির ফ্রিটইয়োফ সাইডেলছবি: DW

ক্রীড়া হিসেবে সিনক্রোনাইজড সুইমিং সৌন্দর্য ও ছন্দে ভরা৷ এখনো পর্যন্ত এই শাখায় মূলত নারীদেরই প্রাধান্য দেখা যায়৷ এবার প্রথমবার অলিম্পিকে পুরুষ সাঁতারুরাও প্রবেশের সুযোগ পাচ্ছেন৷ কিন্তু ইউরোপীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেও জার্মান টিম অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি৷

বার্লিনের ফ্রিটইয়োফ সাইডেল জার্মানির জাতীয় টিমের একমাত্র পুরুষ সদস্য৷ তিনি বলেন, ‘‘আমি মেয়েদের সঙ্গে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি৷ তারা আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে৷ আমি অনেকটা বড় ভাইয়ের ভূমিকা নিয়েছি৷ আমি বাকিদের তুলনায় বয়সে তিন-চার বছর বড়৷ কিন্তু আমরা একে অপরের পরিপূরক৷ আর আমরা সব সময়ে একসঙ্গে হাসি ঠাট্টা করি৷''

ফ্রিটইয়োফ এখানে জাতীয় টিমের সঙ্গে বেলগ্রেডে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছেন৷ তিনি টিমের বাকি সদস্যদের সঙ্গে দিনে আট ঘণ্টা পর্যন্ত পানিতে কাটান৷ তারা নানা অ্যাক্রোব্যাটিক কসরৎ অনুশীলন করেন৷ ফ্রিটইয়োফ বলেন, ‘‘পানিতে কাটানো বছরগুলি আমাকে এই ক্রীড়ার সৌন্দর্য বুঝিয়ে দিয়েছে৷ আমি খুব ভালো বোধ করি৷ পানির মধ্যে সম্পূর্ণভাবে থাকা, বিশেষ করে ডাইভিং করতে আমার ভালো লাগে৷ সেটা আমার কাছে মুক্তির অনুভূতি৷''

ফ্রিটইয়োফ ছয় বছর বয়স থেকেই সাঁতার কাটতে শুরু করে৷ তারপর উঁচু থেকে ডাইভিং রপ্ত করে৷ তার বাবা-মা শুরু থেকেই ছেলের অ্যাথলেটিক প্রতিভা লক্ষ্য করেছিলেন৷ দশ বছর বয়সে তিনি বার্লিনে এক স্পোর্টস বোর্ডিং স্কুলে আবেদন করেন এবং ইউরোপীয় যুব প্রতিযোগিতায় অংশ নেন৷ ১৮ বছর বয়সে তিনি প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন৷ ২০২১ সালে হাই ডাইভিং-এর সূত্র ধরে তিনি সিনক্রোনাইজড সুইমিং-এর জগতে পা রাখেন৷

ফ্রিটইয়োফ সমকামী হিসেবে নিজের পরিচয় গোপন করেন না৷ ১৮ বছর বয়সে তিনি প্রথম সেই অভিমুখিতা সম্পর্কে জানিয়েছিলেন৷ তখনই প্রথম পুরুষ সঙ্গী জীবনে আসেন৷ আর এখন প্রথম পুরুষ হিসেবে তিনি নারী অধ্যুষিত এক ক্রীড়ার জগতে প্রবেশ করেছেন৷ এর ফলে কি তাঁকে বদ্ধমূল ধারণা ও বৈষম্যের শিকার হতে হয়েছে? ফ্রিটইয়োফ সাইডেল বলেন, ‘‘এটা সত্য যে প্রথমে মনে হতে পারে যে সমকামীত্ব ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংবেদনশীল বিষয়৷ আমি বলতে পারি, পদে পদে মন্তব্য শোনা যায়৷ প্রথমদিকে কষ্ট হলেও কয়েকবার সামলে ওঠার পর সে সবের ঊর্ধ্বে উঠে যাওয়া যায়৷''

স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছেন জার্মান তরুণ

04:12

This browser does not support the video element.

প্রতিযোগিতামূলক ক্রীড়ার পাশাপাশি ফ্রিটইয়োফ বার্লিনের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং-এ মাস্টার্স করছেন৷ সিনক্রোনাইজড সুইমিং-এর সঞ্জালন ও পদার্থবিদ্যার নিয়মের মধ্যে তিনি অনেক মিল খুঁজে পান৷ ফ্রিটইয়োফ মনে করেন, ‘‘ক্রীড়ার ক্ষেত্রে পদার্থবিদ্যার সবসময়ে একটা জায়গা রয়েছে৷ সিনক্রোনাইজড সুইমিং-এর সঙ্গে প্লবতা অনেকটাই জড়িয়ে রয়েছে৷ টিম হিসেবে সাঁতার কাটার সময়ে আমাদের সব সময়ে নিজেদের পানি থেকে কিছুটা তুলে ধরতে হয়৷ সে সময় আমরা লিফট করি৷''

এ সবের পরেও শখের জন্যও ফ্রিটইয়োফের কিছুটা সময় থাকে৷ কয়েক বছর আগে তিনি ইনস্টাগ্রামে ক্রোশেটিং ও নিটিং আবিষ্কার করেন৷ সেটা তাঁকে আরাম করতে ও বল ফিরে পেতে সাহায্য করে৷ মোজা, স্কার্ফ ও গ্লাভসের পাশাপাশি তিনি ছোট ছোট মূর্তি তৈরি করতেও ভালোবাসেন৷ ফ্রিটইয়োফ বলেন, ‘‘স্ট্রেসের ক্ষেত্রে সেটা আমাকে সত্যি সাহায্য করে৷ আমি সন্ধ্যায় আধ ঘণ্টা সময় বার করে নিটিং ও ক্রচেটিং নিয়ে বসি৷ বাকিরা জগিং করে যা পায়, আমার ক্ষেত্রে নিটিং তা করে৷ মনের চাপ দূর হয়৷''

সুইমিং পুলে ফ্রিটইয়োফ বার্লিনে নিজের ক্লাব এসসি ভেডিং-এর সঙ্গে যুক্ত হয়ে জার্মান চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন৷ ১১টি টিম সেই প্রতিযোগিতায় লড়াই করছে৷ এ বারও ফ্রিটইয়োফ টিমের একমাত্র পুরুষ সদস্য৷ ফ্রিটইয়োফ সাইডেল বলেন, ‘‘আমি অবশ্যই নিজেকে রোল মডেল হিসেবে দেখি৷ আমার মতে, পুরুষ ও নারী একসঙ্গে হলে এই ক্রীড়ার লাভ হয়৷ সেই অর্থে পুরুষ ও ছেলেদের একবার চেষ্টা করে দেখতে প্রেরণা জোগানোই আমার স্বপ্ন৷''

মডেল, পথিকৃৎ ও আসরের একমাত্র পুরুষ হিসেবে ফ্রিটইয়োফ সিনক্রোনাইজড সুইমিং-এর সাফল্য ও ক্রীড়ার ক্ষেত্রে সমানাধিকারের জন্য লড়াই চালিয়ে যাবেন৷

ক্রিস্টিনে লেব্যার্ট/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ