1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের সামরিক অভিযান শুরু

২ মে ২০১৪

স্লাভিয়ানস্কে সামরিক অভিযান শুরু করেছে ইউক্রেন৷ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরটি এখনো রুশপন্থিদের নিয়ন্ত্রণে৷ ফলে এ অভিযান সংকট না কমিয়ে আরো ঘনীভূত করতে পারে৷

স্লোভিয়ানস্কে ইউক্রেনের সেনাছবি: VASILY MAXIMOV/AFP/Getty Images

ইউক্রেনের অন্তর্বর্তীকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন আভাকভ জানান, স্লোভিয়ানস্কে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে৷ হামলায় হেলিকপ্টারের পাইলট মারা যান৷ অন্যদিকে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স স্লাভিয়ানস্কের ‘স্বঘোষিত' মেয়র পোনোমারিয়ভকে উদ্ধৃত করে জানায়, রুশপন্থিদের হামলায় ইউক্রেন সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে৷

স্লাভিয়ানস্কের ১ লক্ষ অধিবাসীর মধ্যে অধিকাংশই রুশ ভাষাভাষী৷ শহরের প্রায় সব সরকারি ভবন তাঁদের নিয়ন্ত্রণে৷ ফলে ইউক্রেন সরকারের কোনো কর্তৃত্ব নেই সেখানে৷ সামরিক হামলার মাধ্যমে কর্তৃত্ব পুনপ্রতিষ্ঠার প্রয়াস সংকটকে আরো ঘনীভূত করতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন, কারণ, রাশিয়া আগেই রুশ ভাষাভাষীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে৷ শুক্রবার এক বিবৃতিতে স্লাভিয়ানস্কে ইউক্রেনের হামলা বন্ধ করার জন্য ইউরোপীয় সংস্থা ওএসসিই-র সহায়তা চেয়েছে রাশিয়া৷

Ukraine launches assault in east

00:59

This browser does not support the video element.

এদিকে ওএসসিই-র পর্যবেক্ষকদের রুশপন্থিরা এখনো স্লেভিয়ানস্ককে আটকে রেখেছে৷ আটক ব্যক্তিদের মধ্যে জার্মানি, ডেনমার্ক, পোল্যান্ড আর চেক প্রজাতন্ত্রের পর্যবেক্ষকও রয়েছেন৷ তাঁদের মুক্ত করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সহায়তা চেয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ তবে এখনো কোনো পর্যবেক্ষক স্লোভিয়ানস্ক থেকে বেরোতে পারেননি৷

রুশ ভাষাভাষী বেশি বলে স্লাভিয়ানস্ক ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সমর্থকদেরও ঘাঁটি৷ গত ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হন ইয়ানুকোভিচ৷ তারপর থেকে ক্রাইমিয়াকে ঘিরে বেড়েই চলেছে উত্তেজনা৷ স্লাভিয়ানস্কে ইউক্রেন সেনাবাহিনীর হামলায় এখনো কোনো রুশপন্থির মৃত্যুর খবর পাওয়া যায়নি৷

এসিবি/এসবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ