1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্লোভাকিয়ায় ট্রেন-বাস সংঘর্ষ, মৃত অন্তত সাত

২৮ জুন ২০২৪

চেক রিপাবলিক থেকে ট্রেনটি হাঙ্গেরি যাচ্ছিল। ঘটনায় বেশ কিছু মানুষ আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্লোভাকিয়ায় দুর্ঘটনা
ট্রেন-বাস সংঘর্ষছবি: Robert Novak/REUTERS

চেক রিপাবলিকের রাজধানী প্রাগ থেকে ট্রেনটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট যাচ্ছিল। দক্ষিণ স্লোভাকিয়া হয়ে এই লাইনটি গেছে। দক্ষিণ স্লোভাকিয়ার নোভ জ্য়ামকি অঞ্চলে দুর্ঘটনাটিঘটে। ঘটনায় অন্তত সাতজনের মৃত্য়ু হয়েছে। আহত পাঁচ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ইউরো সিটির ট্রেনটিতে প্রায় ২০০ যাত্রী ছিলেন। বাসটির বিপুল ক্ষতি হয়েছে। ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। ড্রাইভারের অনেকটা অংশ পুড়ে গেছে। আটকে পড়া যাত্রীদের বাসে করে হাঙ্গেরির সীমান্তে পৌঁছে দেয়া হয়।

স্থানীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, যেই ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে সেখানে সিগন্য়াল ছিল, রেল গেটও ছিল। তারপরেও কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা বিকট আওয়াজ শুনে বেরিয়ে দেখেন, বাসটি উলটে আছে লাইনের ধারে। আর ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে গেছে। যাত্রীরা ট্রেন থেকে নেমে নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নেন।

এসজি/জিএইচ (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ