1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সড়ক দুর্ঘটনায় তরুণদের প্রাণহানি সবচেয়ে বেশি

২০ নভেম্বর ২০১০

তরুণ-যুবকরা সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছে সড়ক দুর্ঘটনায়৷ একটি সমীক্ষায় দেখা গেছে, মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে পাঁচ থেকে ৩৫ বছর বয়সি তরুণরা৷

crashed, bus, lorry, highway, accident, traffic, তরুণদের প্রাণহানি, সড়ক দুর্ঘটনা
ফাইল ছবিছবি: AP

দেশটিতে বছরে সড়ক দুর্ঘটনায় মারা যায় বিশ হাজারেরও বেশি মানুষ৷ এদের মধ্যে ২৫ শতাংশই পথচারী নতুবা সাইকেল আরোহী৷ দেশটির জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ পরিষদের সমীক্ষায় উঠে এসেছে এসব তথ্য৷ ল্যাটিন অ্যামেরিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হয় গড়ে দুই হাজার পঞ্চাশ জন৷ এদের মধ্যে চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করে ১১০ জন৷ আর এসব আহত ব্যক্তির চিকিৎসা বাবদ দেশটিকে ব্যয় করতে হয় বছরে প্রায় ১০ বিলিয়ন ডলার৷

সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক স্মরণ দিবস ২১ নভেম্বর৷ আর এই দিবসের প্রাক্কালে প্রকাশ করা হলো সড়ক দুর্ঘটনায় অধিক হারে তরুণ প্রজন্মের প্রাণহানির খবর৷ দিবসটিকে ঘিরে সড়ক দুর্ঘটনার একটি আঞ্চলিক চিত্র প্রকাশ করেছে প্যান অ্যামেরিকান হেল্থ অর্গানাইজেশন৷ তাদের হিসাবে, ল্যাটিন অ্যামেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় এক লাখ ৪২ হাজার ২৫০ জন৷ আহত হয় প্রায় ৫০ লাখ মানুষ৷

এই পরিপ্রেক্ষিতে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে একটু নড়ে চড়ে বসেছে মেক্সিকো সরকার৷ পরিকল্পনা নিয়েছে আগামী দশ বছরে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৬০ হাজার প্রাণহানি রোধ করার৷ এছাড়া সারাবিশ্বে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টি করতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করতে ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়কে নিরাপদ সড়কের জন্য বিশেষ দশক হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ