1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হংকংয়ের গণতন্ত্রকামী আন্দোলনকারীদের বিচারের রায় চলতি সপ্তাহে

১৮ নভেম্বর ২০২৪

দীর্ঘ আইনি লড়াইয়ের পর রায়ের মুখোমুখি হচ্ছেন হংকংয়ের গণতন্ত্রকামী ৪৫ আন্দোলনকারী৷ আদালত তাদের বিরুদ্ধে কয়েক বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে৷

হংকংয়ের ম্যাজিস্ট্রেট আদালতের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ
২০২১ সালে আন্দোলনকারীদের গ্রেপ্তারের মাধ্যমে এই বিচারকার্য শুরু হয়ছবি: Peter Parks/AFP/Getty Images

বিচারকাজ ও অপরাধী সাব্যস্ত করার এই প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র৷ অন্যদিকে বিচার প্রক্রিয়া নিয়ে পশ্চিমা দেশগুলোর সমালোচনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে হংকং কর্তৃপক্ষ৷ এ নিয়ে ‘ভিত্তিহীন ও বিদ্বেষপ্রসূত অপবাদ' ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করেছে তারা৷

২০২১ সালে আন্দোলনকারীদের গ্রেপ্তারের মাধ্যমে দীর্ঘ এই বিচারকার্য শুরু হয়৷ মঙ্গলবার সরকারের বাছাইকৃত তিন জাতীয় নিরাপত্তা বিচারক এর সমাপ্তি টানবেন৷ গ্রেপ্তারকৃতদের কয়েক বছর থেকে শুরু করে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে বলে মনে করা হয়েছে৷

২০১৯ সালে বেইজিং জাতীয় নিরাপত্তা আইন চালু করার চেষ্টা করলে হংকঙে ব্যাপক আকারে গণ আন্দোলন শুরু হয়৷

২০২০ সালের জুলাই মাসে নির্বাচনের আগে প্রাথমিকভাবে প্রার্থী বাছাইয়ের একটি প্রস্তাবকে ঘিরে বাড়তে থাকে টানাপোড়েন৷ সরকারপক্ষের মতে এই প্রস্তাবের সাহায্যে সরকারকে ‘পঙ্গু' করে দিতে চায় এই আন্দোলন৷

কিন্তু গণতন্ত্রপন্থিদের মতে এটি আসলে শহরের নির্বাচনে সবচেয়ে যোগ্য প্রার্থী বাছাইয়ের সাধারণ প্রচেষ্টা ছিল মাত্র৷

এই মামলার দিকে তীক্ষ্ণ নজর রয়েছে আন্তর্জাতিক মহলের৷ অভিযোগ ওঠে যে এই মামলার কাজে রাজনৈতিক প্রভাব বিস্তারের ছোঁয়া রয়েছে৷ তা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের কূটনীতিকরা শুনানির সময়ে সেখানে উপস্থিত ছিলেন৷

‘এক দেশ, দুই ব্যবস্থা' এমন কাঠামোর অধীনে ১৯৯৭ সালে হংকং ব্রিটিশ কর্তৃত্ব থেকে চীনা শাসনের আওতায় আসে৷ এই ব্যবস্থায় চীনের মূল ভূখণ্ডের চেয়ে হংকংয়ে অধিকতর স্বাধীনতা আসে৷ সমালোচকদের অভিযোগ ২০২০ সালের জুলাইতে জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের মাধ্যমে এক দেশ, দুই ব্যবস্থার এই মডেল বাধাগ্রস্ত হয়, যা অস্বীকার করে আসছে বেইজিং৷  

এফএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ