সপ্তাহান্তে আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছিল হংকং৷ বিক্ষোভ থামাতে পুলিশ রবিবার ৪৯ জনকে গ্রেপ্তার করেছে৷ এদিকে, হংকংয়ের পরিস্থিতির জন্য পশ্চিমের ‘দায়িত্বজ্ঞানহীন' লোকদের দায়ী করেছে চীন৷
বিজ্ঞাপন
সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের মন্ত্রিসভার হংকং ও ম্যাকাও বিষয়ক কার্যালয়ের মুখপাত্র বলেন, পশ্চিমা দেশগুলোর কিছু ‘দায়িত্বজ্ঞানহীন' লোক ‘অদ্ভুত যুক্তি' দিয়ে পুলিশের ‘ন্যায্য কাজের' সমালোচনা করছেন এবং ‘সন্ত্রাসী কার্যকলাপের' প্রতি সহানুভূতি দেখাচ্ছেন৷
‘‘দিন শেষে তাঁদের ইচ্ছা হংকংয়ে সমস্যা তৈরি করা, হংকংকে চীনের জন্য একটি সমস্যা হিসেবে দাঁড় করানো যেন তা চীনের উন্নয়নের প্রতি বাধা হয়ে ওঠে,'' সংবাদ সম্মেলনে বলেন গুয়াং৷ তবে তিনি এই সময় কোনো নির্দিষ্ট দেশ কিংবা কারও নাম উল্লেখ করেননি৷
এই চেষ্টা কোনোদিনও সফল হবে না মন্তব্য করে গুয়াং বলেন, হংকং বিষয়ে বাইরের কোনো শক্তির প্রভাব সহ্য করবেনা বেইজিং৷
হংকংয়ে গণতন্ত্রের পরিধি বাড়ানোর দাবিতে বিক্ষোভরতরা সপ্তাহান্তেও পথে নেমেছিলেন৷ এইসময় তাঁরা ইট, বোতল, পেইন্ট বোমা ছুঁড়ে মারেন বলে পুলিশ জানিয়েছে৷ এছাড়া ধনুক দিয়ে মেটাল বল বেয়ারিংও ছোঁড়া হয় বলে জানিয়েছে পুলিশ৷
বিক্ষোভ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করেছে৷
পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে ১৬ জন আহত হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে৷ এছাড়া রবিবার ৪৯ জন ‘ব়্যাডিক্যাল বিক্ষোভকারীকে' গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷
উল্লেখ্য, প্রায় দুই মাস ধরে হংকংয়ে বিক্ষোভ চলছে৷ এক ব্যক্তিকে চীনে হস্তান্তর করার প্রতিবাদের মধ্য দিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল৷
জেডএইচ/কেএম (এপি, এএফপি)
হংকংয়ে উদযাপনের দিনে সংঘাত
হংকংকে চীনের কাছে হস্তান্তরের বার্ষিকী উদযাপন করে থাকে একপক্ষ৷ আবার ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রতিবারই বিক্ষোভে প্রদর্শন করে বিরোধীরা৷ ২২তম বার্ষিকীতে ব্যাপক সংঘর্ষ হয়েছে৷
ছবি: Getty Images/AFP/V. Prakash
এক দেশ, দুই নীতি
১৯৯৭ সালের ১ জুলাই হংকং শহরের দায়িত্ব চীনের কাছে হস্তান্তর করে ব্রিটেন৷ সে সময় ‘এক দেশ, দুই নীতি’ ফর্মুলা গ্রহণ করে চীন৷ চীনের মূল ভূখণ্ডে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হলেও হংকংয়ে চালু থাকে৷ আর বিচার ব্যবস্থাও থাকে স্বাধীন৷
ছবি: Getty Images/AFP/V. Prakash
বিক্ষোভের মধ্যে এল বার্ষিকী
হস্তান্তরের বার্ষিকীর দিন প্রায় প্রতিবছর বিক্ষোভ প্রদর্শন করে থাকে বিরোধিরা৷ কিন্তু এবার প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে বড় আকারের বিক্ষোভের মধ্যে দিনটি এলো৷ ইতোমধ্যে প্রত্যর্পণ বিল স্থগিতের ঘোষণা দিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম৷ তবে সেটি সম্পূর্ণ বাতিলের দাবিতে চলছে বিক্ষোভ৷
ছবি: Reuters/T. Peter
বিক্ষোভে হাজারো মানুষ
চীনের কাছে হস্তান্তরের ২২তম বার্ষিকীর দিন হংকংয়ে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ৷ প্রত্যর্পণ বিল সম্পূর্ণ বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করার দাবি জানাচ্ছে তারা৷
ছবি: Reuters/T. Peter
সংসদ ভবনে ভেঙে ঢোকার চেষ্টা
বিক্ষোভকারীরা সংসদ ভবনের কাচের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায়৷ এ সময় রাবার বুলেট ও পিপার স্প্রে ছুড়ে এবং লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় পুলিশ৷
ছবি: Getty Images/AFP/V. Prakash
হস্তান্তরের বার্ষিকী
চীনের কাছে হস্তান্তরের বার্ষিকীতে হংকংয়ে সরকারি ছুটি থাকে৷ সকালে সরকারি আয়োজনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়ে থাকে৷ এবার প্রধান নির্বাহী ক্যারি লাম পতাকা উত্তোলনের আগে বিক্ষোভ-সংঘাতের ঘটনা ঘটলো৷