1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হংকংয়ে আবার নিস্ফল আলোচনা, বাড়ছে বিক্ষোভবিরোধী ক্ষোভ

২২ অক্টোবর ২০১৪

হংকংয়ে পরিস্থিতির কোনো উন্নতি নেই৷ বরং মঙ্গলবার বেইজিংপন্থি নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা শেষ করে হতাশাই ব্যক্ত করেছে স্টুডেন্ট ফেডারেশন৷ অন্যদিকে আপাত নিস্ফলা প্রতিবাদ-বিক্ষোভের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে৷

Beginn von Gesprächen in Hongkong 21.10.2014 Studenten verfolgen die Live-Übertragung
ছবি: Reuters/Carlos Barria

মঙ্গলবার প্রথমবারের মতো বেইজিংপন্থি নেতাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসে হংকং স্টুডেন্ট ফেডারেশন৷ কিন্তু আলোচনা শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যালেক্স চাও সরকারের কথাবার্তাকে ‘অস্পষ্ট' হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘‘ভবিষ্যতে আমরা এমন আলোচনায় আর অংশ নেবো কিনা ভেবে দেখতে হবে৷ এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে আমাদের৷ সরকারকে সমস্যা সমাধানের উপায় বের করতে হবে৷ এখন তাঁরা যা বলছেন তাতে বাস্তবসম্মত কোনো প্রস্তাব নেই৷''

বিক্ষোভ সমাবেশছবি: Reuters/Carlos Barria

মঙ্গলবার রাতের এ আলোচনার পর কয়েকজন ছাত্র মিছিল করে হংকংয়ের নেতা লিউং চুন-ইং-এর বাড়িতে যায়৷ তবে এমন কর্মসূচিতেও দাবি আদায়ের সম্ভাবনা খুব কম৷ বিশ্লেষকদের মতে, প্রতিবাদ-বিক্ষোভ ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে৷ বিশেষ করে স্থানীয় জনগণের মাঝে অসন্তোষ দেখা দিচ্ছে৷

স্থানীয়দের সঙ্গে বিক্ষোভকারীদের বেশ কয়েকবার বাকবিতণ্ডা হয়েছে৷ বুধবার বিক্ষোভবিরোধী একটি সংগঠন ‘মংকক' রাস্তার সব বাধা সরানোর চেষ্টা করে৷ আরেক জায়গায় রাস্তার ব্যারিকেডের সামনে ট্যাক্সি থামিয়ে জনজীবন অচল করে দিয়ে চালানো বিক্ষোভের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সংগঠনটি৷

আলোচনায় ছাত্রপ্রতিনিধিরাছবি: AFP/Getty Images/P. Lopez

বুধবার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ফেসবুকে৷ সেখানে দেখা গেছে ছাত্র নেতা অ্যালেক্স চাও এক বাস স্টপে দাঁড়িয়ে আছেন৷ তাঁকে দেখে এক বৃদ্ধ নারী এগিয়ে এসে বলেন, ‘‘তোমার মা তোমাকে ভুল করে জন্ম দিয়েছেন৷ জন্মের পরই তিনি তোমাকে গলা টিপে মেরে ফেললে ভালো করতেন৷ এত লেখাপড়া জানা মানুষ হয়েও তুমি এখন হংকংয়ের দুর্ভোগ বাড়াচ্ছো৷ তুমি কি মনে কর চীন কোনোদিন তোমাদের কথা শুনবে?''

এসিবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ