1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হংকংয়ে গণতন্ত্রকামীর মুক্তি

৩০ আগস্ট ২০১৯

‘গণতন্ত্রের' দাবিতে আন্দোলনকারী হংকংয়ের রাজনৈতিক কর্মী জশুয়া ওয়ংকে আটকের কয়েকঘন্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ৷ শুক্রবার ওয়ংকে আটক করেছিল হংকং পুলিশ৷

Joshua Wong Hongkong Aktivist Protest
ছবি: Phoebe Kong

এদিকে রাজনৈতিক কর্মীদের আটকের প্রতিবাদে শনিবার হংকংয়ে অবস্থিত বেইজিং এর লিয়াজোঁ অফিসের সামনে বিক্ষোভ মিছিলকরার ঘোষণা দিয়েছে স্থানীয় একটি  মানবাধিকার সংস্থা৷ সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ৷

ছাড়া পাওয়ার পর, ওয়ং-এর রাজনৈতিক দল ডেমোসিস্টো জানায়, পুলিশ তাঁকে জোর করে গাড়িতে উঠিয়ে  নিয়ে গিয়েছিল৷ দলটির পক্ষ থেকে আরো জানানো হয় যে, হংকংয়ের চলমান আন্দোলনের সমর্থক দলটির আটক আরেক সদস্য আগনেস চৌ-কেও মুক্তি দেয়া হয়েছে৷

এ দুই রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে পুলিশ সদর দপ্তরের সামনে বেআইনিভাবে সমাবেশ করার অভিযোগ আনে পুলিশ৷ আগামী ৮ নভেম্বর পর্যন্ত মামলাটি মুলতুবি রাখে আদালত৷

এখনো দাবি আদায় হয়নি

হংকংয়ের এ চলমান আন্দোলনের সময়ে পুলিশ বেশ কয়েকজন রাজনৈতিক কর্মীকে আটক করেছে বলে জানা গেছে৷ প্রত্যর্পণ বিলের প্রতিবাদ জানিয়ে প্রায় মাস তিনেক আগে এ আন্দোলন শুরু হয়৷ প্রবল আন্দোলনের মুখে যদিও প্রস্তাবিত বিলটি  প্রত্যাহার করে নেয় হংকং সরকার তারপরও চলতে থাকে এ আন্দোলন৷ গণতান্ত্রিক অধিকারের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আনদোলনকারীরা৷ তবে এখন পর্যন্ত তাঁদের দাবি-দাওয়া পূরণের কোন লক্ষণ দেখা যাচ্ছে না৷ বরং আন্দোলন থামাতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করছে বেইজিং৷

আরআর/কেএম (এএফপি, রয়টার্স, ডিপিএ)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ