1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হংকংয়ে বিক্ষোভ চলছে

২৭ জুলাই ২০১৯

পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হংকংয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা৷ গত সপ্তাহে দেশটির নিউ টেরিটরিতে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে আজ শনিবার আবারো বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা৷

Hongkong Protest in Yuen Long
ছবি: Reuters/E. Su

বিক্ষোভকারীরা এসময় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে৷ বিক্ষোভ থামাতে পুলিশ আন্দোলনরতদের  উপর কাঁদুনে গ্যাস ও পিপার স্প্রে করেছে৷ জবাবে বিক্ষোভকারীরা পুলিশের উপর ইট পাটকেল ছুড়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে৷ তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি৷ 

বিক্ষোভকারীদের উপর হামলা

সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত রবিবার দেশটির নিউ টেরিটরির ইউয়েন লং স্টেশনের পাশে আন্দোলন করছিল একদল বিক্ষোভকারী৷ এ সময় মুখোশধারী একদল যুবক আনদোলনকারীদের উপর অতর্কিত হামলা চালায়৷ এ ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়, যারা পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে৷ এরপর থেকে হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ করছিল আন্দোলনকারীরা৷ তাদের দাবি, স্থানীয় ‘ভাড়াটে সন্ত্রাসীরা' তাদের উপর হামলা চালিয়েছে৷ এমনকি এ হামলার জন্য তারা পুলিশকে দায়ী করে৷ আন্দোলনকারীরা জানায়, হামলা থেকে বাঁচাতে পুলিশ সেসময় কোন ব্যবস্থা নেয়নি৷ তবে পুলিশ বলছে, এ ঘটনায় তারা বেশ কয়েকজনকে আটক করেছে৷

 

নিউ টেরটরি হলো হংকং এর একটি গ্রামীণ জনপদ যেখানে সরকার সমর্থকদের সরব উপস্থিতি আছে বলে ধারণা করা হয়৷

উল্লেখ্য, টানা আট সপ্তাহ ধরে হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভ চলছে৷ একজন অপরাধীকে চীনে হস্তান্তর করার বিষয়ে প্রতিবাদ জানিয়ে গত মাসে বিক্ষোভের সূত্রপাত হয়৷

আরআর/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ