1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হংকংয়ে বিক্ষোভকারীদের একটি দাবি মানা হলো

৪ সেপ্টেম্বর ২০১৯

হংকংয়ের কোনো বাসিন্দা চীনে গিয়ে অপরাধ করলে তাঁর বিচারের জন্য ঐ ব্যক্তিকে চীনে পাঠানো যাবে, এমন একটি বিল উত্থাপন করা হয়েছিল৷ সেই বিল বাতিলের দাবিতে তিন মাসের বেশি সময় ধরে বিক্ষোভ চলে আসছে৷

Hongkong | Fernsehübertragung einer Pressekonferenz von Carrie Lam auf einem Bildschirm in Hongkong
ছবি: Getty Images/C. McGrath

এই সময় মাঝেমধ্যেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷

এই অবস্থায় ক্যারি ল্যাম একবার প্রত্যর্পণ বিল স্থগিতের ঘোষণা দিয়েছিলেন৷ তাছাড়া এই বিল ‘মৃত' বলেও ঘোষণা করেছিলেন তিনি৷ কিন্তু বিক্ষোভকারীরা তাতে সন্তুষ্ট ছিলেন না৷ কারণ তাঁরা আইনত বৈধ, এমন কোনো ঘোষণা চাইছিলেন৷

বুধবার সেই ঘোষণাই দিলেন ক্যারি ল্যাম৷ তাঁর কার্যালয় থেকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘জনগণের উদ্বেগ প্রশমন করতে সরকার আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ বিল প্রত্যাহার করে নেবে৷''

তবে তিনি এও জানিয়ে দিয়েছেন যে, বিক্ষোভকারীদের অন্য দাবিগুলো মানা হবে না৷ যেমন বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযানের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছিল৷ এছাড়া অভিযোগ গঠন ছাড়াই যাদের আটক করা হয়েছে তাদেরও মুক্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা৷

এদিকে, সাংসদ মাইকেল তিয়েন মনে করছেন, শুধু প্রত্যর্পণ বিল প্রত্যাহার করে জনগণের ক্ষোভ দমানো যাবে না৷ এর সঙ্গে অন্য দাবি, বিশেষ করে পুলিশি অভিযানের নিরপেক্ষ তদন্তের দাবি মেনে নিতে হবে৷

জেডএইচ/কেএম (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ