1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হংকংয়ে বিক্ষোভকারীদের একটি দাবি মানা হলো

৪ সেপ্টেম্বর ২০১৯

হংকংয়ের কোনো বাসিন্দা চীনে গিয়ে অপরাধ করলে তাঁর বিচারের জন্য ঐ ব্যক্তিকে চীনে পাঠানো যাবে, এমন একটি বিল উত্থাপন করা হয়েছিল৷ সেই বিল বাতিলের দাবিতে তিন মাসের বেশি সময় ধরে বিক্ষোভ চলে আসছে৷

Hongkong | Fernsehübertragung einer Pressekonferenz von Carrie Lam auf einem Bildschirm in Hongkong
ছবি: Getty Images/C. McGrath

এই সময় মাঝেমধ্যেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷

এই অবস্থায় ক্যারি ল্যাম একবার প্রত্যর্পণ বিল স্থগিতের ঘোষণা দিয়েছিলেন৷ তাছাড়া এই বিল ‘মৃত' বলেও ঘোষণা করেছিলেন তিনি৷ কিন্তু বিক্ষোভকারীরা তাতে সন্তুষ্ট ছিলেন না৷ কারণ তাঁরা আইনত বৈধ, এমন কোনো ঘোষণা চাইছিলেন৷

বুধবার সেই ঘোষণাই দিলেন ক্যারি ল্যাম৷ তাঁর কার্যালয় থেকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘জনগণের উদ্বেগ প্রশমন করতে সরকার আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ বিল প্রত্যাহার করে নেবে৷''

তবে তিনি এও জানিয়ে দিয়েছেন যে, বিক্ষোভকারীদের অন্য দাবিগুলো মানা হবে না৷ যেমন বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযানের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছিল৷ এছাড়া অভিযোগ গঠন ছাড়াই যাদের আটক করা হয়েছে তাদেরও মুক্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা৷

এদিকে, সাংসদ মাইকেল তিয়েন মনে করছেন, শুধু প্রত্যর্পণ বিল প্রত্যাহার করে জনগণের ক্ষোভ দমানো যাবে না৷ এর সঙ্গে অন্য দাবি, বিশেষ করে পুলিশি অভিযানের নিরপেক্ষ তদন্তের দাবি মেনে নিতে হবে৷

জেডএইচ/কেএম (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ