হংকংয়ের কোনো বাসিন্দা চীনে গিয়ে অপরাধ করলে তাঁর বিচারের জন্য ঐ ব্যক্তিকে চীনে পাঠানো যাবে, এমন একটি বিল উত্থাপন করা হয়েছিল৷ সেই বিল বাতিলের দাবিতে তিন মাসের বেশি সময় ধরে বিক্ষোভ চলে আসছে৷
বিজ্ঞাপন
এই সময় মাঝেমধ্যেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷
এই অবস্থায় ক্যারি ল্যাম একবার প্রত্যর্পণ বিল স্থগিতের ঘোষণা দিয়েছিলেন৷ তাছাড়া এই বিল ‘মৃত' বলেও ঘোষণা করেছিলেন তিনি৷ কিন্তু বিক্ষোভকারীরা তাতে সন্তুষ্ট ছিলেন না৷ কারণ তাঁরা আইনত বৈধ, এমন কোনো ঘোষণা চাইছিলেন৷
বুধবার সেই ঘোষণাই দিলেন ক্যারি ল্যাম৷ তাঁর কার্যালয় থেকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘জনগণের উদ্বেগ প্রশমন করতে সরকার আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ বিল প্রত্যাহার করে নেবে৷''
হংকং সীমান্তে কেন চীনা সেনা?
হংকং ও চীনের সীমান্তের কাছে শেনঝেনে সামরিক মহড়া চালাচ্ছে চীন৷ হংকং এ চলমান প্রতিবাদের আবহাওয়ায় কেন এই মহড়া?
ছবি: Reuters/T. Peter
প্রতিবাদের পরিবেশ
গত ১০ সপ্তাহ ধরে হংকং এ চলছে সরকারবিরোধী প্রতিবাদ বিক্ষোভ৷ ১৯৯৭ সালের পর থেকে হংকঙে গণতন্ত্রের প্রশ্নে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে বর্তমানের এই বিক্ষোভ৷ প্রথমে প্রত্যর্পণ চুক্তিতে বদলের দাবি নিয়ে আন্দোলন শুরু হলেও পরে তা হংকং এ সার্বিক গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে পরিণত হয়৷ গণতন্ত্রের দাবিতে পথে নামা জনতা ইতিমধ্যে স্তব্ধ করেছে হংকংগামী বিমান চলাচলও৷
ছবি: picture-alliance/AP/V. Thian
অপেক্ষায় ট্যাঙ্কার
চীনের ‘পিপলস আর্মড পুলিশ'এর শতাধিক আধাসামরিক ট্যাঙ্ক ও ট্রাকসহ কয়েকশ সামরিক সদস্য বর্তমানে সীমান্তবর্তী শহর শেনঝেনে রয়েছেন৷
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, এর সাথে রয়েছে দু'টি জলকামানও৷
ছবি: Reuters/T. Peter
সামরিক অভিযান?
বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে হংকঙে চীনের সামরিক অভিযানের আশঙ্কার কথা৷ কিন্তু বিশেষজ্ঞদের মতামত, এমনটা হবে না৷ গোটা বিষয়টা আসলেই স্রেফ মহড়া৷
ছবি: Getty Images/AFP/Str
কেন নয় সামরিক অভিযান?
গত চার দশক ধরে চীনের অর্থনৈতিক উন্নয়নের পেছনে বড় অবদান রয়েছে হংকঙের, বলছেন ডয়চে ভেলের বাণিজ্য বিশেষজ্ঞ ক্লিফর্ড কুনান৷ তাঁর মতে, অর্থনৈতিক সংস্কারের কাজ চীনে কিছুটা হলেও ধুঁকছে৷ এঅবস্থায় হংকং থেকে প্রাপ্য আর্থিক স্বস্তিকে প্রশ্নের মুখে ফেলতে চায়না চীন৷ তাই আপাতত সীমান্তেই অবস্থান করছে চীনা সেনাবাহিনী৷
ছবি: Reuters/T. Peter
আন্তর্জাতিক চাপ?
হংকং চীনের অভ্যন্তরেই নয়, আন্তর্জাতিক বাজারেও চীনের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়৷ চীনা বাজারে লগ্নি করতে চাওয়া আন্তর্জাতিক সংস্থারা বেইজিং এর কঠোর হংকং-নীতির ফলে বেঁকে বসতে পারে বলে মতামত কুনানের৷
ছবি: Getty Images/AFP/Str
সামরিক মহড়ায় কী প্রাপ্তি?
বিক্ষোভ সংযত করতে বেইজিং জানিয়েছে যে, এই প্রতিবাদকে তারা দেখছে প্রায় সন্ত্রাসবাদের সমতুল্য হিসাবে৷ এমন পরিস্থিতিতে প্রতিবাদকারীদের চাপে রাখতে ও কিছুটা ভয় দেখাতেই এই মহড়ার আয়োজন, মনে করেন নানইয়াং ইন্সটিটিউট অফ টেকনলজির সামরিক বিশেষজ্ঞ জেমস চার৷
ছবি: Getty Images/AFP
6 ছবি1 | 6
তবে তিনি এও জানিয়ে দিয়েছেন যে, বিক্ষোভকারীদের অন্য দাবিগুলো মানা হবে না৷ যেমন বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযানের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছিল৷ এছাড়া অভিযোগ গঠন ছাড়াই যাদের আটক করা হয়েছে তাদেরও মুক্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা৷
এদিকে, সাংসদ মাইকেল তিয়েন মনে করছেন, শুধু প্রত্যর্পণ বিল প্রত্যাহার করে জনগণের ক্ষোভ দমানো যাবে না৷ এর সঙ্গে অন্য দাবি, বিশেষ করে পুলিশি অভিযানের নিরপেক্ষ তদন্তের দাবি মেনে নিতে হবে৷
হংকং আন্দোলন: ধ্বস নেমেছে অর্থনীতিতে
এক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক আর অর্থনৈতিক সংকেটর মুখোমুখি হংকং৷ ওয়াল্ট ডিজনি থেকে ম্যারিয়ট—আন্দোলনের উত্তাপ লাগছে বৈশ্বিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর গায়ে৷ মঙ্গলবার বাতিল করা হয়েছে সব ফ্লাইট৷
ছবি: imago/Photoshot/Construction Photography
কার্যত অচল বিমানবন্দর
মঙ্গলবার বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে সব ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ৷ হংকংয়ের প্রধান নির্বাহী কেরি লাম বলেছেন, আন্দোলনকারীদের কারণে এমন অবস্থা তৈরি হচ্ছে, ‘যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যাবে৷’ বিক্ষোভকারীরা পুরো শহর জুড়ে আতঙ্ক আর সহিংসতা ছড়িয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি৷ প্রত্যর্পণ বিল শুধু নয়, কেরি লামের পদত্যাগের দাবিতে ফুঁসছে হংকং৷
ছবি: picture-alliance/AP/V. Thian
ডিজনিল্যান্ডের পায়ে ফোঁড়া
হংকংয়ের ওয়াল্ট ডিজনির ডিজনিল্যান্ডে নেই মানুষের আনাগোণা৷ চলমান বিক্ষোভের কারণে এই বিনোদন কেন্দ্রের প্রতি আগ্রহ হারিয়েছে মানুষ৷ মার্কিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বব ইগার স্বীকার করলেন এই দুরবস্থার কথা৷
ছবি: picture-alliance/dpa/C. Jialiang
অশান্তিতে ক্যাথে প্যাসিফিক
হংকংয়ের ফ্ল্যাগশিপ উড়োযান প্রতিষ্ঠানটি বলছে, জুলাই থেকে পড়ে গেছে টিকিটের কাটতি৷ অল্পসংখ্যক মানুষ এসেছে শহরে৷ আগাম বুকিং যেগুলো ছিল, সেগুলোও বাতিল করছেন যাত্রীরা৷ ব্যবসায় না হয় খারাপ সময় এলো কিছুটা, কিন্তু সামনে এসেছে আরেক সংকট৷ এয়ারলাইন্সটিতে কর্মরতদের মধ্যে যাঁরা আন্দোলনে যোগ দিয়েছে তাঁদের নিষিদ্ধ করার কথা বলেছে বেইজিং৷
ছবি: Getty Images/AFP/D. De La Rey
ধাক্কা লেগেছে হোটেল ব্যবসায়
ইন্টারকন্টিনেন্টালের ক্রাউন প্লাজা আর হলিডে ইন এ মাসের শুরু থেকে বলে আসছে, চাহিদা বলে কিছু নেই৷ পর্যটকরা যেমন আসছেন না, তেমনি এই অস্থিরতার মধ্যে নেই কর্পোরেটদেরও আনাগোনা৷ এই সংকটের বাইরে নেই ম্যারিয়ট হোটেলও৷
ছবি: picture-alliance/J. Hoelzl
বিপণি বিতানে বিষণ্ণতা
চলমান অস্থিরতায় কারটিয়ের কিংবা প্রাদার মতো জনপ্রিয় ব্র্যান্ডেও মন্দা লেগেছে৷ চীনের ধণাঢ্য ক্রেতাদের কাছে ব্র্যান্ডগুলো ছিল বেশ কাঙ্ক্ষিত৷ কারটিয়ের মালিক রিচেমন্ট জানিয়েছেন, দোকান বন্ধ রাখা আর পর্যটক ঘাটতি, বিশেষ করে চীনা পর্যটক না আসায় বেচা-বিক্রি নেই বললেই চলে৷
ছবি: picture-alliance/dpa/Z. Junxiang
খুচরা দোকানেও নেই খুচরো পয়সা
খুচরা ব্যবসা ছিল শহরের অর্থনীতির মূল চালিকাশক্তি৷ জুন মাসে দেখা গেছে বিক্রিবাট্টা কমে গেছে ৯৩ শতাংশ৷ আন্দোলনের প্রভাবে জুলাইতেও কোনো ব্যবসা হয়নি৷ আগস্টে এসে উত্তরণ হয়নি পরিস্থিতির৷ এই ক্ষতি পুষিয়ে নেয়াটা বড় চ্যালেঞ্জ৷
ছবি: Getty Images/A. Kwan
অর্থনীতির কঠিন সময়
হংকংয়ের অর্থনীতি একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে৷ রোববার এ কথা জানিয়েছেন শহরটির অর্থ সচিব পল চান৷ তিনি বলেন, এ কারণে বাণিজ্য সংকটের মুখে পড়েছে, অর্থনীতির গতিটাও শ্লথ হয়ে গেছে৷ ব্যবসায়ী ও পর্যটকদের জন্য নিরাপদ শহরের যে খ্যাতিটা ছিল, এই আন্দোলন সেই সুনামকেও আঘাত করেছে৷ অর্থনৈতিক মন্দার বিষয়ে সতর্ক করে দিয়েছেন শহরটির প্রধান নির্বাহী কেরি লাম৷