1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হংকংয়ে মুখোশ নিষিদ্ধের ঘোষণা, প্রতিবাদে জোরালো বিক্ষোভ

৪ অক্টোবর ২০১৯

‘অবৈধ' এবং ‘অননুমোদিত' কাজে মুখোশ ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম৷ তাঁর এ ঘোষণার পর নতুন উদ্যমে শুরু হয়েছে জোরালো বিক্ষোভ৷

ছবি: Reuters/A. Perawongmetha

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ক্যারি লাম৷ তিনি বলেন, ‘‘হংকং এখন জরুরি অবস্থায় নেই৷ কিন্তু আমাদের ক্রমশ বেড়ে চলা বিপদ মোকাবেলা করতে হচ্ছে৷ এটা আমাদের বন্ধ করতে হবে৷'' পরিস্থিতি সামাল দিতে কঠোর ব্যবস্থা নিতে চলেছে সরকার৷ সেই ব্যবস্থার অংশ হিসেবেই আসছে মুখোশ নিষিদ্ধ করার আইন৷ আইন অমান্যকারীর এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২৫ হাজার হংকং ডলার জরিমানা হতে পারে৷ 

ক্যারি লামের ঘোষণার পরই শুরু হয়ে যায় ব্যাপক বিক্ষোভ৷ রাস্তায় শত শত মানুষকে ‘মুক্তির জন্য লড়াই করুন', ‘হংকংয়ের পাশে থাকুন', ‘হংকংবাসীদের প্রতিরোধ' ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে৷ 

আন্দোলনকারীদের একটি অংশ চীনের পক্ষে কথা বলা ব্যক্তিদের দোকানের সামনে ভাংচুর চালায়৷ কেউ কেউ আবার দোকানের সামনে থাকা চীনের পতাকায় আগুন জ্বালিয়ে দেন৷

এসিবি/জেডএইচ (ডিপিএ)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ