হংকংয়ে সাত প্রধান গণতন্ত্রপন্থি নেতা দোষী সাব্যস্ত
১ এপ্রিল ২০২১
বেআইনি সমাবেশ করার দায়ে হংকংয়ে সাতজন গণতন্ত্রপন্থি নেতাকে দোষী সাব্যস্ত করল আদালত। তার মধ্যে মিডিয়া টাইকুন জিমি লাইও আছেন।
বিজ্ঞাপন
ধাক্কা খেলেন হংকংয়ের গণতন্ত্রপন্থিরা। সাতজন প্রমুখ গণতন্ত্রপন্থি নেতা বেআইনি সমাবেশের আয়োজন করা ও তাতে যোগ দেয়ার জন্য দোষী বলে জানাল জেলা আদালত। এর মধ্যে মিডিয়া টাইকুন জিমি লাই আছেন। তেমনই আছেন, হংকংয়ে 'ফাদার অফ ডেমোক্রেসি' বলে পরিচিত ৮২ বছরের ব্যারিস্টার মার্টিন লি। আরেক ব্যারিস্টার মার্গারেট এবং অধিকাররক্ষা কর্মী লি ইয়ান, লিউং হাং, সিড হো-কেও দোষী সাব্যস্ত করেছে আদালত। আরো দুই গণতন্ত্রপন্থি নেতা আগেই নিজেদের দোষ স্বীকার করেছিলেন।
এই রায়ের পর ৬৪ বছর বয়সী লি ইয়ান বলেছেন, ''আমরা লড়াই চালিয়ে যাব।'' ২০১৯ সালের ১৮ অগাস্ট গণতন্ত্রপন্থিরা বিশাল প্রতিবাদ মিছিল করেছিলেন। প্রায় ১৭ লাখ মানুষ সেই প্রতিবাদে অংশ নিয়েছিলেন।
কিছু আইন বিশেষজ্ঞের মতে, মার্টিন লি-র এক থেকে দেড় বছর পর্যন্ত জেল হতে পারে। মিডিয়া টাইকুন জিমি লাইকে গতবছর অগাস্টে গ্রেপ্তার করা হয়। তার অ্যাপল ডেইলি ট্যাবলয়েডের অফিসে প্রায় দুইশ পুলিশ যায়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করছেন।
হংকংয়ের গণতন্ত্রকামী অ্যাক্টিভিস্টদের জামিনের দীর্ঘ লড়াই
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মামলায় আটক হংকংয়ের ‘গণতন্ত্রকামী’ অ্যাক্টিভিস্টরা এখন জামিনের জন্য লড়ছেন৷ প্রক্রিয়াটা খুব দীর্ঘ৷ তবু চলছে আইনি লড়াই এবং সমর্থকদের অপেক্ষা... ছবিঘরে বিস্তারিত...
ছবি: Jessie Pang/REUTERS
দীর্ঘ শুনানি
জাতীয় নিরাপত্তা আইনে করা মামলার শুনানি শুরু হয় সোমবার৷ ছবিতে ‘লম্বা চুল’ নামে পরিচিত ‘গণতন্ত্রকামী’ অ্যাক্টিভিস্ট লেউং কোক-হাং সমর্থকদের বিজয়ের চিহ্ন ‘ভি’ দেখাচ্ছেন৷ কারাগার থেকে আদালতে যেতে তখন প্রিজন ভ্যানে উঠছিলেন তিনি৷
ছবি: Tyrone Siu/REUTERS
শুনানির সময় পুলিশ প্রহরা
বুধবার ওয়েস্ট কাউলুন ম্যাজিস্ট্রেট আদালতে তখন ৪৭ জন ‘গণতন্ত্রকামী’ অ্যাক্টিভিস্টের জামিনের আবেদনের শুনানি চলছে৷ কঠোর পুলিশি প্রহরায় হয়েছে সেই শুনানি৷ বৃহস্পতিবার ৪৭ জনের মধ্যে ১৫ জনের জামিন দেয় আদালত৷
ছবি: Tyrone Siu/REUTERS
সরকারের সমর্থকরাও সক্রিয়
শুনানির সময় হংকংয়ের সরকার সমর্থকরাও আদালত প্রাঙ্গনে হাজির ছিলেন৷‘গণতন্ত্রকামী’ অ্যাক্টিভিস্টরা আদালতে এলে তাদের উদ্দেশ্য নানা ধরনের প্রশ্ন ছুঁড়ে দেন তারা৷
ছবি: Tyrone Siu/REUTERS
সমর্থন
কয়েকজন অ্যাক্টিভিস্টকে নিয়ে একটি ভ্যান ওয়েস্ট কাউলুন ম্যাজিস্ট্রেট আদালতে এসেছে৷ অ্যাক্টিভিস্টদের উদ্দেশ্যে ফ্ল্যাশলাইট নেড়ে সমর্থন জানাচ্ছেন সমর্থকরা৷
ছবি: Tyrone Siu/REUTERS
সম্ভাষণের জবাব
আদালতে যেতে প্রিজন ভ্যানের দিকে এগিয়ে যেতে যেতে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে অ্যাক্টিভিস্ট বেনি তাই-এর থাম্বস আপ৷
ওয়েস্ট কাউলুন ম্যাজিস্ট্রেট আদালতের কাছে ‘গণতন্ত্রকামী’ অ্যাক্টিভিস্টদের জামিন আবেদন শুনানি শেষের অপক্ষায় তাদের সমর্থকরা৷
ছবি: Tyrone Siu/REUTERS
কূটনীতিকদের অপেক্ষা
ওয়েস্ট কাউলুন ম্যাজিস্ট্রেট আদালতের বাইরে বিদেশি কূটনীতিকদের অপেক্ষা৷
ছবি: Lam Yik/REUTERS
মুক্তির দাবি
ওয়েস্ট কাউলুন ম্যাজিস্ট্রেট আদালতের বাইরে ‘গণতন্ত্রকামী’ অ্যাক্টিভিস্টদের এক সমর্থকের অপেক্ষা৷ নানা ধরনের পোস্টারের ভীড়ে বসে আছেন তিনি৷ ওই পাশে এক ব্যানারে লেখা, ‘‘সব রাজনৈতিক বন্দিকে মু্ক্তি দাও৷’’
ছবি: Lam Yik/REUTERS
অ্যাক্টিভিস্টদের ছবি
ওয়েস্ট কাউলুন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে গ্রেপ্তার হওয়া অ্যাক্টিভিস্টদের কয়েকজনের ছবি দেখাচ্ছেন এক সমর্থক৷
ছবি: Tyrone Siu/REUTERS
মিলন
থানায় এসেছেন অ্যাক্টিভিস্ট স্যাম চেউং৷ এসেই স্ত্রীর সঙ্গে দেখা৷
ছবি: Jessie Pang/REUTERS
11 ছবি1 | 11
সম্প্রতি হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন চালু হয়েছে। ২০২০-র জুনে হংকংয়ের আইনসভার চীনপন্থি সদস্যরা এই আইন পাস করেন। অভিযোগ, যাবতীয় বিরোধিতা বন্ধ করার জন্য এই আইন চালু করা হয়েছে। জিমি লাইয়ের বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করা হয়েছে।
এখন সাত গণতন্ত্রপন্থি নেতাকে দোষী বলে জানিয়েছে আদালত। পরে তারা শাস্তি ঘোষণা করবে।