প্রত্যর্পণ বিল এখনো প্রত্যাহার করা হয়নি৷ বিক্ষোভকারীদের দাবি মেনে প্রধান নির্বাহী ক্যারি লামও পদত্যাগ করেননি৷ তাই আরো দাবি নিয়ে আবার রাস্তায় নেমেছেন হংকংয়ের মানুষ৷ আবার হংকং হয়েছে বিক্ষোভে উত্তাল৷
বিজ্ঞাপন
বিক্ষোভের মুখে হংকং সরকার প্রত্যর্পণ বিল অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রেখেছে৷ কিন্তু তাতে বিল প্রত্যাহারের দাবি স্থগিত রেখে বিক্ষোভকারীরা রাস্তা ছাড়েননি৷ মূলত শহরের ছাত্র সংগঠনগুলোর আহ্বানে শুক্রবার আবার কালো পোশাক পরে রাস্তায় নেমে আসেন লক্ষাধিক মানুষ৷ প্রচণ্ড গরম অগ্রাহ্য করে শহরের প্রধান কেন্দ্রের রাস্তায় অবস্থান নেন তারা৷ পরে বিক্ষোভকারীরা পুলিশের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সরকারবিরোধী এবং আন্দোলন প্রতিহত করতে নেয়া পুলিশি অ্যাকশনের নিন্দা জানিয়ে স্লোগান দিতে থাকেন৷ এ সময় সিনিয়র সুপারিন্টেনডেন্ট ইউ হোই কোয়ান সাংবাদিকদের বলেন, ‘‘প্রধান কার্যালয়কে ঘিরে এই ব্যাপক জনসমাবেশ পুলিশের জরুরি পরিষেবায় ব্যাঘাত ঘটাতে পারে৷''
কোন শহরে বসবাসের খরচ কেমন?
বিশ্বে কোন শহরে বসবাসের খরচ বেশি, কোন শহরে কম, প্রতি বছর এমন একটি তালিকা প্রকাশ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট৷ ‘কস্ট অব লিভিং ২০১৯’ জরিপে শীর্ষস্থানটি দখল করেছে একটি নয়, তিনটি শহর৷
ছবি: picture-alliance
সবচেয়ে ব্যয়বহুল তিন
২০১৯ সালে বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল শহর নির্বাচিত হয়েছে তিনটি৷ গত বছরের তালিকায় শীর্ষে থাকা সিঙ্গাপুরের সঙ্গে এবার যোগ দিয়েছে প্যারিস ও হংকং৷ তিনটিরই সূচক ১০৭৷
ছবি: picture-alliance/Global Travel Images
শীর্ষে এশিয়ার পাঁচ
সবচেয়ে ব্যায়বহুল দশটি শহরের ৫ টিই এশিয়ার৷ হংকং, সিঙ্গাপুরের পাশাপাশি জায়গা করে নিয়েছে জাপানের ওসাকা, দক্ষিণ কোরিয়ার সিউল ও ইসরায়েলের তেল আভিব৷ বাকি পাঁচটির মধ্যে ইউরোপের তিনটি শহর, সুইজারল্যান্ডের, জুরিখ আর জেনেভা এবং ডেনমার্কের কোপেনহেগেন৷ শীর্ষ দশের বাকি দুটি শহর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক আর লস এঞ্জেলেস৷
ছবি: Getty Images/T.Kitamura
মুদ্রা অবমূল্যায়নের প্রভাব
মুদ্রা অবমূল্যায়নের কারণে তুরস্কের শহর ইস্তানবুলের ৪৮ ধাপ অবনমন হয়েছে৷ নেমে গেছে ১২০ তম অবস্থানে৷ ২৬ থেকে ৪৮ ধাপ পতন হয়েছে আর্জেন্টিনার বুয়েনেস আইরেস, ব্রাজিলের সাও পাওলো আর রিও ডি জানেইরোর৷ অর্থাৎ, এসব শহরে বসবাসের খরচ এখন আগের চেয়ে কম৷
ছবি: picture alliance/prisma
কম খরুচে দক্ষিণ এশিয়া
বিশ্বে কম খরচে বসবাসের দশটি শহরের চারটিই দক্ষিণ এশিয়ার, যার তিনটি আবার ভারতের৷ বেঙ্গালুরু পঞ্চম, চেন্নাই নবম আর নয়া দিল্লি জায়গা করে নিয়েছে দশম অবস্থানে৷ এছাড়া পাকিস্তানের করাচি রয়েছে ষষ্ঠ স্থানে৷ নাইজেরিয়ার লাগোস সপ্তম, আর্জেন্টিনার বুয়েনেস আইরেস আছে অষ্টমে৷
ছবি: picture-alliance/dpa
সবচেয়ে কম খরচ কারাকাসে
বিশ্বে সবচেয়ে কম খরচে বসবাস করতে হলে যেতে হবে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে৷ এরপরই আছে সিরিয়ার দামেস্ক, উজবেকিস্তানের তাসখন্দ, কাজাখস্তানের আলমাতি৷
ছবি: picture-alliance/Zumapress/R. Camacho
যেভাবে তালিকা তৈরি
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ত্রিশ বছর ধরে এই প্রতিবেদন তৈরি করছে৷ এজন্য বিভিন্ন শহরের ১৬০ টি পণ্য ও সেবার দাম নিয়ে তারা জরিপ করে৷ সেগুলোকে তুলনা করা হয় নিউ ইয়র্ক শহরকে ভিত্তি ধরে৷
ছবি: Imago/Xinhua/H. Huhu
মেয়েদের চুল কাটার খরচ
মেয়েদের চুল কাটায় নিউ ইয়র্কে গড়ে খরচ হয় ২১০ ডলার, যা কোপেনহেগেনে ১৭৬, প্যারিসে ১১৯ আর হংকংয়ে ১১২ ডলার করে৷ যেখানে ভেনেজুয়েলার কারাকাসে মাত্র ১ দশমিক ৭৭ ডলার খরচ করলেই চুল কাটা চলে৷
ছবি: Fotolia/Kzenon
ছেলেদের স্যুটের খরচ
ছেলেদের বিজনেস স্যুটের খরচ সবেচেয়ে বেশি নিউ ইয়র্কে– ২৭২৯ ডলার৷ ২০৭৪ ডলার খরচ হবে দক্ষিণ কোরিয়ার সিউলে, ২০০০ ডলার দিতে হবে প্যারিসে৷ একই পোশাক কিনতে ভারতের বেঙ্গালুরুতে ১৩৯ আর চেন্নাইতে খরচ হয় ১৭৩ ডলার৷
ছবি: Colourbox
বিয়ারের দামে তফাৎ নেই
বিয়ারের দরে ব্যয়বহুল আর কম খরচের শহরের খুব একটা তফাৎ নেই৷ ৩৩০ এমএল বোতলের বিয়ার সিঙ্গাপুরে ২.৩৭ ডলার, প্যারিসে ২.১০ ডলার আর হংকংয়ে ১.৭৭ ডলার করে৷ যা তাসখন্দে ২.০৩, কারাকাসে ১.৪২, দামেস্কে ০.৮৭ ডলারে পাওয়া যায়৷
ছবি: Imago/M. Schwarz
রুটির দাম আলাদা
সিউলে ১ কেজি রুটির গড় দাম যেখানে ১৫ দশমিক ৫৯ ডলার, সিঙ্গাপুরে তা ৩ দশমিক ৪০ ডলার৷ আবার কারাকাসে সেই রুটিই মিলবে ৭৭ সেন্টে৷
ছবি: DW/Georg Matthes
10 ছবি1 | 10
এ সময় বিক্ষোভকারীদের সেখান থেকে সরাতে তাদের সঙ্গে আলোচনার জন্য একটি বিশেষ দল পাঠানোর পরিকল্পনার কথাও জানান তিনি৷
এদিকে প্রত্যর্পণ বিল প্রত্যাহার এবং হংকংয়ের চীনপন্থি প্রধান নির্বাহী ক্যারি লামের পদত্যাগের সঙ্গে এবার আরো কিছু দাবিও যোগ করেছেন বিক্ষোভকারীরা৷ এর মধ্যে প্রধান দাবি দুটো হলো গ্রেপ্তার করা বিক্ষোভকারীদের মুক্তি এবং বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকার তদন্ত৷ বিক্ষোভকারীরা মনে করেন, বিক্ষোভ দমনে পুলিশ বিনা উসকানিতে রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছুঁড়েছে৷
৯ জুন বন্দি প্রত্যর্পণ বিল প্রস্তাব করা হয়৷ তারপর থেকেই হংকংয়ে বিক্ষোভ চলছে৷ বিক্ষোভকারীরা জানিয়েছেন, বিল প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে৷