1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হংকং এখনো অশান্ত

১৩ জুন ২০১৯

প্রত্যর্পণ বিল পাস না করার দাবিতে হংকংয়ে এখনো বিক্ষোভ চলছে৷ হংকং সরকারকে সমর্থন জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের নিন্দা জানিয়েছে চীন৷

Hongkong Protest gegen Auslieferungen nach China & Ausschreitungen
ছবি: Reuters/T. Siu

বৃহস্পতিবারও হংকংয়ে বিক্ষোভ হয়েছে৷ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে৷ বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভ থামবে না, বরং রবিবার প্রত্যর্পণ বিল পাস না করার দাবিতে আরো ব্যাপক জনসমাবেশ হবে৷

বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষে ৭৯ জন আহত হয়৷ এক বিক্ষোভকারীকে বেদম পেটানোর ভিডিও পুলিশের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে৷ তবে চীন মনে করে বিক্ষোভকারীরা সহিংস ছিল এবং সে কারণে তাঁদের থামাতে যা করা হয়েছে তা আইনানুগ ছিল৷

 চীন আরো জানিয়েছে হংকংয়ের প্রতি তাদের পূর্ণ সমর্থন বজায় থাকবে৷

ছবি: Reuters/A. Perawongmetha

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং এক বিবৃতির মাধ্যমে এ কথা জানান৷ এ সময় চলমান বিক্ষোভের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার নিন্দাও জানান তিনি৷ তিনি বলেন, ‘‘আমি আগেও বহুবার বলেছি যে, হংকংয়ের বিষয়টা পুরোপুরি চীনের অভ্যন্তরীণ বিষয়৷ কোনো দেশ, সংগঠন বা ব্যক্তির এ বিষয়ে নাক গলানোর অধিকার নেই৷''

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন৷ তিনি বলেছন, হংকংয়ের পরিকল্পিত প্রত্যর্পণ বিল মানবাধিকার নিয়ে সংশয় জাগিয়েছে৷

এসিবি/কেএম (রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ