স্টেফান জার্মানির, এলেইন হংকং-এর৷ আর আছে ওদের ছোট্ট মেয়ে গাব্রিয়েলা৷ সকলের বাস হংকং-এর একটি ফ্ল্যাটে৷
বিজ্ঞাপন
হংকং, চীন৷ জনসংখ্যা: ৭২ লাখ ৪০ হাজার৷ শ্মিয়ারারাদের ফ্ল্যাট থেকে দেখা যাচ্ছে হংকং-এর সুবিশাল ফেরিস হুইল বা নাগরদোলা; এতে শীতাতপ নিয়ন্ত্রণ ও ওয়াইফাই-এর ব্যবস্থা আছে৷
জার্মানি থেকে আসা আইনজীবী স্টেফান শ্মিয়ারার বলেছেন, ‘‘এখান থেকে দেখলে, এটা হংকং-এর সেরা দৃশ্যগুলির মধ্যে একটি, বলে আমি মনে করি৷ ওখানে আমাদের ছোট সৈকতটা দেখতে পাচ্ছেন, যেখানে আমরা সপ্তাহান্তে গাব্রিয়েলাকে নিয়ে যাই৷ আরো দূরে বিমানবন্দর দেখা যাচ্ছে৷ নীচে ওখান দিয়ে ম্যাকাও থেকে জাহাজ চলাচল করছে৷’’
স্টেফানের স্ত্রী এলেইন বলছেন, ‘‘আসুন, আপনাদের দেখাই: এটা স্টেফান আর এটা আমি আর গাব্রিয়েলা, আর এটা হল চীনে ভাষায় লেখা স্টেফানের নাম৷’’ তারপর দেখাচ্ছেন ওদের বিভিন্ন যাত্রা থেকে আনা সব সুভেনির: ‘এটা বালি থেকে একটা টিকটিকি৷’ অথবা কোনো ঘর সাজানোর জিনিস যা কিন্তু আসলে একটি মাঙ্গলিক৷ মাঙ্গলিকটির উদ্দেশ্য হল বাড়ির সকলকে সমৃদ্ধি, সৌভাগ্য আর সুস্বাস্থ্য এনে দেওয়া৷
মানুয়েলা কাসপার-ক্ল্যারিজ/এসি
২০১৬ সালের ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...
বিশ্বের যে দশটি শহরে মানুষ সবচেয়ে বেশি যায়
আচ্ছা, গত বছর আপনি কোন শহরে সবচেয়ে বেশিবার গেছেন? ঢাকা, কলকাতা নাকি ইউরোপের কোনো শহর? এই তালিকায় থাকছে বিশ্বের সেই দশটি শহরের কথা, যেখানে গতবছর সবচেয়ে বেশি মানুষ ভ্রমণ করেছে৷
ছবি: imago/Photoshot/Construction Photography
১. হংকং
ইউরোমনিটর ইন্টারন্যাশনালের প্রকাশিত ২০১৫ সালে সবচেয়ে ভ্রমণকৃত দশ শহরের তালিকায় প্রথমে রয়েছে এশিয়ার হংকং৷
ছবি: picture-alliance/Eibner-Pressefoto
২. লন্ডন, ইংল্যান্ড
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে গ্রেট ব্রিটেনের রাজধানী লন্ডন৷ শহরটিতে পর্যটকদের কমতি নেই, যদিও সবার পক্ষে সহজেই সেখানে যাওয়া সম্ভব নয়৷
ছবি: Fotolia/stoka79
৩. সিঙ্গাপুর
সিঙ্গাপুরে যেতে অনেক দেশের মানুষের ভিসা লাগে না৷ এশিয়ার এই উন্নত শহরটিতে প্রতিবছর অসংখ্য মানুষ ভ্রমণ করেন৷
ছবি: picture alliance / dpa
৪. ব্যাংকক, থাইল্যান্ড
শুধু এশীয় নন, বহু ইউরোপীয় এবং অ্যামেরিকানদের প্রিয় গন্তব্য ব্যাংকক৷ কেনাকাটা, বিশ্রাম এবং আরামের জন্য ব্যাংকক বেশ প্রসিদ্ধ৷
ছবি: picture alliance / dpa
৫. প্যারিস, ফ্রান্স
প্যারিসের রয়েছে নিজস্ব সংস্কৃতি, রূপ৷ ফ্রান্সের রাজধানীতে দর্শনার্থীর তাই কমতি নেই৷ গতবছর সন্ত্রাসী হামলার পর স্বাভাবিকভাবেই এ শহরের নিরাপত্তা বাড়িয়েছে ফ্রান্স৷
ছবি: picture-alliance/dpa/K. Kurek
৬. মাকাউ, চীন
চীনের মাকাউ শহর রয়েছে তালিকার ষষ্ঠ অবস্থানে৷ পর্যটকদের কাছে চীনের অন্যতম আকর্ষণ এই শহর৷
ছবি: picture alliance / J. Hoelzl
৭. সেনজেন, চীন
ইউরোমনিটরের তালিকায় স্থান পেয়েছে চীনের একাধিক শহর৷ ২০১৫ সালে সর্বাধিক ভিজিটেড শহরগুলোর মধ্যে সেনজেন আছে সাত নম্বরে৷
ছবি: picture alliance / dpa
৮. নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে যাবেন আর নিউ ইয়র্ক ভ্রমণ করবেন না, তা কি হয়? স্বাভাবিকভাবেই এই শহরের নাম ছাড়া ভ্রমণের যে কোনো তালিকাই অসম্পূর্ণ থেকে যায়৷
ছবি: picture alliance / dpa
৯. ইস্তানবুল, তুরস্ক
তুর্কি সীমান্তে জঙ্গিদের আনাগোনা, এমনকি দেশের ভেতরে একাধিক বোমা হামলার পরও ইস্তানবুল পর্যটকদের আকর্ষণ করে চলেছে৷
ছবি: picture alliance / dpa / M. Tödt
১০. কুয়ালালামপুর, মালয়েশিয়া
মালয়েশিয়া এয়ারলাইন্সের দু’টি বিমান বিধ্বস্ত হওয়া সত্ত্বেও কুয়ালালামপুরে পর্যটকের কমতি দেখা যাচ্ছে না৷ তালিকায় দশ নম্বরে আছে একসময় মাহাথির মোহাম্মদের হাত ধরে উন্নতির শিখরে ওঠা শহরটি৷