হংকং-এ ৪৭ জন গণতন্ত্রপন্থিকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, তাঁরা অন্তর্ঘাতমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন।
বিজ্ঞাপন
হংকং পুলিশের দাবি, যে ৪৭ জন গণতন্ত্রপন্থিকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা পুর নির্বাচনের আগে একটি আনঅফিসিয়াল প্রাইমারি ভোটে অংশ নিয়েছিলেন। এটাই পুলিশের মতে, অন্তর্ঘাতের চক্রান্ত। তাই তারা ৪৭ জন গণতন্ত্রপন্থিকে গ্রেপ্তার করেছে।
বেজিং-এর অত্যন্ত বিতর্কিত জাতীয় সুরক্ষা আইন চালু হওয়ার পর দ্বিতীয়বার এতজন গণতন্ত্রপন্থিকে একসঙ্গে গ্রেপ্তার করা হলো। জানুয়ারি মাসে মোট ৫০ জন গণতন্ত্রপন্থিকে গ্রেপ্তার করা হয়েছিল। রোববার যে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে ৩৯ জন পুরুষ, বাকিরা নারী, যাঁদের বয়স ২৩ থেকে ৬৪ বছরের মধ্যে।
ডিডাব্লিউর হংকং প্রতিনিধি জানিয়েছেন, ৪৭ জনকে সোমবার আদালতে তোলা হবে। তারপর বিচারক ঠিক করবেন, তাঁরা জামিন পাবেন না কি, আটক থাকতে হবে। তাঁর মতে, যে সময় এতজন গণতন্ত্রপন্থিকে গ্রেপ্তার করা হলো, তা খুবই তাৎপর্যপূর্ণ। কারণ, আগামী কয়েক সপ্তাহের মধ্যে হংকং-এ নির্বাচনী সংস্কারের ঘোষণা হবে। সেখানে রাজনৈতিক কার্যকলাপ কাকে বলা হবে, তার নতুন করে ব্যাখ্যা দেয়া হবে। রাজনৈতিক প্রচারও কার্যত বন্ধ করে দেয়া হতে পারে। আর বর্তমান সুরক্ষা আইন অনুসারে এই গণতন্ত্রপন্থিদের যবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
বিলিওনেয়ারদের সবচেয়ে প্রিয় ১০ শহর
ফোর্বস ম্যাগাজিন সম্প্রতি সবচেয়ে বেশি বিলিওনেয়ার থাকেন এমন ১০টি শহরের তালিকা প্রকাশ করেছে৷ ২০২০ সালে ফোর্বসের বিলিওনেয়ার তালিকায় নাম থাকা ২,০৯৫ জনের মধ্যে ৫৫২ জন থাকেন এসব শহরে৷
ছবি: Reuters/E. Munoz
১. নিউ ইয়র্ক
নিউ ইয়র্কে সবচেয়ে বেশি ৯২ জন বিলিওনেয়ার থাকেন৷ তাঁদের সম্পদের পরিমাণ ৪২৪ বিলিয়ন ডলার৷ এর মধ্য়ে সবচেয়ে ধনী মাইকেল ব্লুমবার্গের আছে ৪৮ বিলিয়ন৷ ২০১৯ সালের চেয়ে নিউ ইয়র্কে বিলিওনেয়ারের সংখ্যা বেড়েছে আটজন৷ ফলে টানা ছয় বছর ধরে ফোর্বসের তালিকায় শীর্ষে আছে নিউ ইয়র্ক৷
ছবি: Reuters/E. Munoz
২. হংকং
আটজন বিলিওনেয়ার হারালেও তালিকায় দ্ৱিতীয় অবস্থান ধরে রেখেছে হংকং৷ ২০১৯ সালের শেষদিকে হংকংয়ে সম্পদ আয়ের মূল উৎস নির্মাণ খাতে মন্দা দেখা দেয়৷ হংকংয়ে এখন বিলিওনেয়ার বাসিন্দা আছেন ৭১ জন৷ তাঁদের সম্পদের পরিমাণ ৩২১ বিলিয়ন ডলার৷
ছবি: picture-alliance/Prisma
৩. মস্কো
ফোর্বসের এই তালিকায় নাম থাকা চীনের শেনজেন ছাড়া মস্কো হচ্ছে আরেকটি শহর যেখানে নিজের আয়ে (উত্তরাধিকার সূত্রে পাওয়া নয়) বিলিওনেয়ার হওয়া ব্যক্তিরা থাকেন৷ তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে তাঁদের ভালো সম্পর্ক থাকতে পারে৷ রাশিয়ার ৮০ শতাংশ বিলিওনেয়ার থাকেন মস্কোতে৷ সবমিলিয়ে সেখানে বাস করা বিলিওনেয়ারের সংখ্যা ৭০ জন৷
ছবি: picture-alliance/dpa/Sputnik/N. Seliverstova
৪. বেইজিং
চীনের তিনটি শহরের নাম আছে এই তালিকায়, যা সর্বোচ্চ৷ দেশটির রাজধানীতে বিলিওনেয়ারের সংখ্য়া গতবছরের চেয়ে ছয়জন বেড়ে এখন হয়েছে ৬৭৷ তাঁদের সম্পদের পরিমাণ ২১৮.২০ বিলিয়ন ডলার৷
ছবি: picture-alliance/dpa/Yu Shenli
৫. লন্ডন
এবছর লন্ডনে বিলিওনিয়ারের সংখ্য়া একজন বেড়েছে৷ মোট সংখ্যা ৫৬ জন৷ তাঁদের মোট সম্পদের পরিমাণ ২১২.৭ বিলিয়ন ডলার৷ লন্ডনের নতুন বিলিওনেয়ারের মধ্য়ে পাঁচজন এসেছেন যুক্তরাজ্য়ের বাইরে থেকে৷
ছবি: picture-alliance/dpa/D. Kalker
৬. সাংহাই
চীনের এই শহরে বিলিওনেয়ারের সংখ্যা ৪৬ জন৷ করোনার কারণে ঘরে বসে থাকতে বাধ্য় হওয়ায় অনলাইন রিটেল ব্য়বসায়ী কলিন হুয়াংয়ের আয় বেড়েছে৷ ফলে সাংহাইয়ে বাস করা বিলিওনেয়ারদের মধ্যে তাঁর সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি, ১৬.৫ বিলিয়ন৷
আলিবাবার জ্যাক মা'র পর চীনের সবচেয়ে ধনী মা হুয়াতেং থাকেন এই শহরে৷ তাঁর সম্পদের পরিমাণ ৩৮.১ বিলিয়ন ডলার৷ শহরটিতে মোট ৪৪ জন বিলিওনেয়ারের বাস৷ গতবছরের চেয়ে পাঁচজন বেশি৷ যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ সত্ত্বেও ম্যানুফ্যাকচারিংয়ের জন্য বিখ্যাত শেনজেনের ধনীদের সম্পদ গতবছরের তুলনায় ২৯.৭ বিলিয়ন ডলার বেড়েছে৷
ছবি: picture-alliance/dpa/L. Xiashun
৮. মুম্বই
একবছরে পাঁচজন বিলিওনেয়ার মুম্বই ছেড়ে গেছেন৷ তবে ছয়জন মুম্বইকে নিজেদের শহর বানিয়েছেন৷ শহরটির মোট ৩৮ জন বিলিওনেয়ারের সম্পদের পরিমাণ ১৪৯.৩ বিলিয়ন৷ সবচেয়ে ধনী মুকেশ আম্বানি (৩৬.৮ বিলিয়ন ডলার)৷
ছবি: picture-alliance/dpa/ZUMA/Ashish Vaishnav
৯. সান ফ্রান্সিসকো
শহরের বাসিন্দা উবারের সাবেক প্রধান নির্বাহী রায়ান গ্রেভস ও পিন্টারেস্টের সহ-প্রতিষ্ঠাতা বেন সিলবারমানের সম্পদ এক বিলিয়ন ডলারের নীচে নেমে গেছে৷ সবমিলিয়ে পাঁচজন বিলিওনেয়ার হারিয়েছে সান ফ্রান্সিসকো৷ ফলে এখন মোট বিলিওনেয়ার আছেন ৩৭ জন৷ তাঁদের সম্পদের পরিমাণ ৯০.৭ বিলিয়ন ডলার৷
ছবি: Getty Images/J. Revillard
১০. সিঙ্গাপুর
সাউথ কোরিয়ার সৌলকে হারিয়ে তালিকার শীর্ষ দশে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর৷ কারণ গতবছরের চেয়ে বিলিওনেয়ারের সংখ্য়া বেড়েছে ২২ জন৷ এখন মোট ৩১ জন বিলিওনেয়ার বাস করছেন সেখানে৷ তাঁদের সম্পদের পরিমাণ ৯৫.৩ বিলিয়ন ডলার৷
ছবি: picture-alliance/Global Travel Images
10 ছবি1 | 10
যাঁদের বিরুদ্ধে পুলিশ অন্তর্ঘাতের অভিযোগ এনেছে, তাঁদের মধ্যে বিভিন্ন বিরোধী গোষ্ঠীর নেতা আছেন। তাতে আইনসভার সাবেক সদস্য ছাড়া আইনজীবী, শিক্ষাবিদ, সামাজিক কর্মীরাও আছেন। গণতন্ত্রপন্থি অনেক নেতাই এখন জেলে। যাঁদের রোববার গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের অনেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেছেন, জামিন পাওয়ার আশা খুব কম বলেই তাঁরা মনে করছেন।