হংকং-এ এমন কোনও জিনিস রপ্তানি করবে না ইইউ যা দিয়ে সেখানকার লোকেদের নির্যাতন করতে পারে বা নজরদারি চালাতে পারে চীন।
বিজ্ঞাপন
সম্প্রতি হংকং-এ চীন নতুন নিরাপত্তা আইন চালু করেছে। তারপরই শুরু হয়েছে সমস্যা। পশ্চিমা দেশগুলি চীনের এই সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ। তাঁরা মনে করছে, নতুন আইন হংকং-এর লোকেদের অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। এই আইনে বলা হয়েছে, চীনের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না। বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে চরমপন্থী ও সন্ত্রাসবাদী কোনও কাজ করা যাবে না। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির আশঙ্কা, এই আইন ব্যবহার করে হংকং-এ যাবতীয় বিক্ষোভ বন্ধ করে দেবে চীন।
তাই মঙ্গলবার ইইউ দেশগুলি সিদ্ধান্ত নিয়েছে, হংকং-এ এমন কোনও জিনিস রপ্তানি করা হবে না, যা দিয়ে চীন লোকেদের ওপর নজরদারি চালাতে পারে, সাইবার নজরদারি করতে পারে এবং লোকেদের নির্যাতন করতে পারে। বিশেষ করে উচ্চ প্রযুক্তির জিনিস, যা দিয়ে লোকের অধিকার হরণ করা সম্ভব, সেরকম কোনো জিনিস হংকং-এ যাবে না। চীনের প্রতি যে নীতি নেওয়া হয়, এ বার থেকে হংকং-এর প্রতিও তাই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইইউ।
যুক্তরাজ্য হংকং-কে চীনের হাতে তুলে দেওয়ার পর থেকে এতদিন তাঁদের সঙ্গে বিশেষ বনিজ্যিক সম্পর্ক বজায় রেখেছিল ইইউ-র দেশগুলি। তবে তাঁরা সবসময়ই গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে। কিন্তু সম্প্রতি চীন কড়া আইন করে বিক্ষোভ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর পরিস্থিতি বদলে গেছে।
বিলিওনেয়ারদের সবচেয়ে প্রিয় ১০ শহর
ফোর্বস ম্যাগাজিন সম্প্রতি সবচেয়ে বেশি বিলিওনেয়ার থাকেন এমন ১০টি শহরের তালিকা প্রকাশ করেছে৷ ২০২০ সালে ফোর্বসের বিলিওনেয়ার তালিকায় নাম থাকা ২,০৯৫ জনের মধ্যে ৫৫২ জন থাকেন এসব শহরে৷
ছবি: Reuters/E. Munoz
১. নিউ ইয়র্ক
নিউ ইয়র্কে সবচেয়ে বেশি ৯২ জন বিলিওনেয়ার থাকেন৷ তাঁদের সম্পদের পরিমাণ ৪২৪ বিলিয়ন ডলার৷ এর মধ্য়ে সবচেয়ে ধনী মাইকেল ব্লুমবার্গের আছে ৪৮ বিলিয়ন৷ ২০১৯ সালের চেয়ে নিউ ইয়র্কে বিলিওনেয়ারের সংখ্যা বেড়েছে আটজন৷ ফলে টানা ছয় বছর ধরে ফোর্বসের তালিকায় শীর্ষে আছে নিউ ইয়র্ক৷
ছবি: Reuters/E. Munoz
২. হংকং
আটজন বিলিওনেয়ার হারালেও তালিকায় দ্ৱিতীয় অবস্থান ধরে রেখেছে হংকং৷ ২০১৯ সালের শেষদিকে হংকংয়ে সম্পদ আয়ের মূল উৎস নির্মাণ খাতে মন্দা দেখা দেয়৷ হংকংয়ে এখন বিলিওনেয়ার বাসিন্দা আছেন ৭১ জন৷ তাঁদের সম্পদের পরিমাণ ৩২১ বিলিয়ন ডলার৷
ছবি: picture-alliance/Prisma
৩. মস্কো
ফোর্বসের এই তালিকায় নাম থাকা চীনের শেনজেন ছাড়া মস্কো হচ্ছে আরেকটি শহর যেখানে নিজের আয়ে (উত্তরাধিকার সূত্রে পাওয়া নয়) বিলিওনেয়ার হওয়া ব্যক্তিরা থাকেন৷ তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে তাঁদের ভালো সম্পর্ক থাকতে পারে৷ রাশিয়ার ৮০ শতাংশ বিলিওনেয়ার থাকেন মস্কোতে৷ সবমিলিয়ে সেখানে বাস করা বিলিওনেয়ারের সংখ্যা ৭০ জন৷
ছবি: picture-alliance/dpa/Sputnik/N. Seliverstova
৪. বেইজিং
চীনের তিনটি শহরের নাম আছে এই তালিকায়, যা সর্বোচ্চ৷ দেশটির রাজধানীতে বিলিওনেয়ারের সংখ্য়া গতবছরের চেয়ে ছয়জন বেড়ে এখন হয়েছে ৬৭৷ তাঁদের সম্পদের পরিমাণ ২১৮.২০ বিলিয়ন ডলার৷
ছবি: picture-alliance/dpa/Yu Shenli
৫. লন্ডন
এবছর লন্ডনে বিলিওনিয়ারের সংখ্য়া একজন বেড়েছে৷ মোট সংখ্যা ৫৬ জন৷ তাঁদের মোট সম্পদের পরিমাণ ২১২.৭ বিলিয়ন ডলার৷ লন্ডনের নতুন বিলিওনেয়ারের মধ্য়ে পাঁচজন এসেছেন যুক্তরাজ্য়ের বাইরে থেকে৷
ছবি: picture-alliance/dpa/D. Kalker
৬. সাংহাই
চীনের এই শহরে বিলিওনেয়ারের সংখ্যা ৪৬ জন৷ করোনার কারণে ঘরে বসে থাকতে বাধ্য় হওয়ায় অনলাইন রিটেল ব্য়বসায়ী কলিন হুয়াংয়ের আয় বেড়েছে৷ ফলে সাংহাইয়ে বাস করা বিলিওনেয়ারদের মধ্যে তাঁর সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি, ১৬.৫ বিলিয়ন৷
আলিবাবার জ্যাক মা'র পর চীনের সবচেয়ে ধনী মা হুয়াতেং থাকেন এই শহরে৷ তাঁর সম্পদের পরিমাণ ৩৮.১ বিলিয়ন ডলার৷ শহরটিতে মোট ৪৪ জন বিলিওনেয়ারের বাস৷ গতবছরের চেয়ে পাঁচজন বেশি৷ যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ সত্ত্বেও ম্যানুফ্যাকচারিংয়ের জন্য বিখ্যাত শেনজেনের ধনীদের সম্পদ গতবছরের তুলনায় ২৯.৭ বিলিয়ন ডলার বেড়েছে৷
ছবি: picture-alliance/dpa/L. Xiashun
৮. মুম্বই
একবছরে পাঁচজন বিলিওনেয়ার মুম্বই ছেড়ে গেছেন৷ তবে ছয়জন মুম্বইকে নিজেদের শহর বানিয়েছেন৷ শহরটির মোট ৩৮ জন বিলিওনেয়ারের সম্পদের পরিমাণ ১৪৯.৩ বিলিয়ন৷ সবচেয়ে ধনী মুকেশ আম্বানি (৩৬.৮ বিলিয়ন ডলার)৷
ছবি: picture-alliance/dpa/ZUMA/Ashish Vaishnav
৯. সান ফ্রান্সিসকো
শহরের বাসিন্দা উবারের সাবেক প্রধান নির্বাহী রায়ান গ্রেভস ও পিন্টারেস্টের সহ-প্রতিষ্ঠাতা বেন সিলবারমানের সম্পদ এক বিলিয়ন ডলারের নীচে নেমে গেছে৷ সবমিলিয়ে পাঁচজন বিলিওনেয়ার হারিয়েছে সান ফ্রান্সিসকো৷ ফলে এখন মোট বিলিওনেয়ার আছেন ৩৭ জন৷ তাঁদের সম্পদের পরিমাণ ৯০.৭ বিলিয়ন ডলার৷
ছবি: Getty Images/J. Revillard
১০. সিঙ্গাপুর
সাউথ কোরিয়ার সৌলকে হারিয়ে তালিকার শীর্ষ দশে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর৷ কারণ গতবছরের চেয়ে বিলিওনেয়ারের সংখ্য়া বেড়েছে ২২ জন৷ এখন মোট ৩১ জন বিলিওনেয়ার বাস করছেন সেখানে৷ তাঁদের সম্পদের পরিমাণ ৯৫.৩ বিলিয়ন ডলার৷
ছবি: picture-alliance/Global Travel Images
10 ছবি1 | 10
ইইউ-র এই সিদ্ধান্ত অবশ্য খুব সহজে নেওয়া যায়নি। অনেক দেশই চীনের সঙ্গে তাঁদের বাণিজ্যিক সম্পর্কের কথা বিবেচনা করে কিছুটা দ্বিধায় ছিল। কিন্তু এ ক্ষেত্রে জার্মানি ও ফ্রান্স কড়া মনোভাব নিয়ে চলার কথা বলে ও অন্যদের বোঝায়। এই দুই দেশের উদ্যোগেই হংকং নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছে ইইউ।
জার্মানির বিদেশমন্ত্রী হাইকো মাস বলেছেন, ''আমাদের সিদ্ধান্ত হংকং-এর লোকেদের কাছে একটি বার্তা পৌঁছে দিয়েছে। তা হলো, আমরা তাঁদের সঙ্গে আছি। হংকং-এর লোকেরা ভয় পাচ্ছেন যে, তাঁদের স্বাধীনতা খর্ব হবে।''
জার্মানি অবিলম্বে সিদ্ধান্ত কার্যকর করছে। তারা সামরিক সরঞ্জাম ও অন্যান্য জিনিস, যা দিয়ে নজরদারি বা নির্যাতন করা যেতে পারে, তার রপ্তানি বন্ধ করে দিয়েছে।
ইইউ অবশ্য কোথাও নিষেধাজ্ঞা কথাটা ব্যবহার করেনি। তবে বিদেশমন্ত্রীদের বৈঠকের পর বলা হয়েছে, নিরাপত্তা আইন কীভাবে রূপায়ণ করা হবে, তার প্রতিক্রিয়া কী হবে তার দিকে নজর রাখা হচ্ছে। এই বছরের শেষে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানানো হবে।