1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হংকং সীমান্তে এলো চীনা সামরিকবাহিনী

১৫ আগস্ট ২০১৯

হংকং ও চীনের সীমান্তের কাছে শেনঝেনে সামরিক মহড়া চালাচ্ছে চীন৷ হংকং এ চলমান প্রতিবাদের আবহাওয়ায় কী বার্তা দিচ্ছে এই মহড়া?

China Militärfahrzeuge in Shenzhen an der Grenze zu Hongkong
ছবি: Reuters/T. Peter

চীনের ‘পিপলস আর্মড পুলিশ'এর শতাধিক আধাসামরিক ট্যাঙ্ক ও ট্রাকসহ কয়েকশ সামরিক সদস্য বর্তমানে সেখানে রয়েছেন৷

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, এর সাথে রয়েছে দু'টি জলকামানও৷

প্রসঙ্গত, গত দশ সপ্তাহ ধরে হংকং এ চলছে সরকারবিরোধী প্রতিবাদ বিক্ষোভ৷ গণতন্ত্রের দাবিতে পথে নামা জনতা ইতিমধ্যে স্তব্ধ করেছে হংকংগামী বিমান চলাচলও৷

এর মধ্যেই চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে সামরিক মহড়ার খবর৷ টুইট করে খবরের সত্যতা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও৷

বিক্ষোভ সংযত করতে এর আগেও বেইজিং-এর পক্ষে জানানো হয়েছে যে, এই প্রতিবাদকে তারা দেখছে প্রায় সন্ত্রাসবাদের সমতুল্য হিসাবে৷ পরিস্থিতি সামলাতে সন্ত্রাসবাদবিরোধী আইনকেও কাজে লাগাতে পারে তারা৷

আসলেই কি থামাবে প্রতিবাদ?

সিঙ্গাপুরের নানইয়াং ইন্সটিটিউট অফ টেকনলজির সামরিক বিশেষজ্ঞ জেমস চার বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘‘সেনাবাহিনী হংকং এ ঢুকলে যে চীনবিরোধী মনোভাব আরো সংগঠিত হবে, তা নিশ্চয়ই বেইজিংও জানে৷''

পরিচয় গোপন রেখে উচ্চপদস্থ এক কর্মকর্তা রয়টার্সকে জানান যে, এই পদক্ষেপ আসলে শুধুই প্রচারণা৷ বাস্তবে চীনা বাহিনীর সীমান্ত পেরিয়ে প্রতিবাদ ঠেকানোর চিন্তা অবাস্তব, বলেন তিনি৷

উল্লেখ্য, ১৯৯৭ সালের পর থেকে হংকঙে গণতন্ত্রের প্রশ্নে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে বর্তমানের এই বিক্ষোভ৷ প্রথমে প্রত্যর্পণ চুক্তিতে বদলের দাবি নিয়ে আন্দোলন শুরু হলেও পরে তা হংকং এ সার্বিক গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে পরিণত হয়৷

এসএস/কেএম (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ