এবছর পবিত্র হজে যেতে আগ্রহীদের কোভিড-১৯ এর টিকা গ্রহণ বাধ্যতামূলক বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷
বিজ্ঞাপন
বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, আসন্ন পবিত্র ২০২১ হজপালনের উদ্দেশ্যে যাত্রাকারীদের কোভিড-১৯ এর টিকা গ্রহণ করতে হবে৷
হজযাত্রীদের আগাম প্রস্তুতি হিসেবে সরকারি ও বেসরকারি সিস্টেমে নিবন্ধিত ১৮ বছরের উর্ধ্বে ও ৪০ বছরের নীচে ৪,৮৩৩ জন এবং ৪০ বছরের উর্ধ্ধে ৫৫, ৮৭৩ জন মোট ৬০,৭০৬ জনকে কোভিড ১৯ টিকা গ্রহণ করতে হবে৷ টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, লিঙ্গ, মোবাইল নম্বর, হজ লাইসেন্স নম্বর, এজেন্সির নাম ইত্যাদি তথ্য উল্লেখ থাকবে৷
করোনাকালে পবিত্র হজ, প্রস্তুত মক্কা
করোনা ভাইরাসের আতঙ্ক বিশ্বজুড়ে৷ এর মাঝেই পালিত হবে পবিত্র হজ৷ ছবিঘরে দেখে নেয়া যাক কেমন হতে চলেছে এবারের হজ, শেষ মুহূর্তের প্রস্তুতিই বা কেমন...
ছবি: AFP/Saudi Ministry of Hajj and Umra
থাকছে না বিশাল জমায়েত
এবার হজ হচ্ছে খুব সীমিত পরিসরে৷গত বছরও যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ লাখ মানুষ পবিত্র হজ পালন করেছিলেন, সেখানে এবার এ সুযোগ পাচ্ছেন মাত্র ১০ হাজার জন৷ তাদের সবাই সৌদি আরবে অবস্থানরত৷ অর্থাৎ, এবার সৌদি আরবের বাইরে থেকে গিয়ে কাউকে হজ করতে দেয়া হচ্ছে না৷ তবে যারা সুযোগ পেয়েছেন তাদের মধ্যে দুই তৃতীয়াংশই সৌদি আরবে অবস্থানরত প্রবাসী৷ ওপরের ছবিটি করোনার আগমনের আগের জমজমাট হজ আয়োজনের৷
ছবি: Getty Images/AFP/K. Sahib
নিয়মের কড়াকড়ি
কোভিড-১৯ থেকে রক্ষা পেতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার৷হজের জন্য মনোনীতদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হয়েছে৷ হজ শুরুর আগে দুই ধাপে কোয়ারান্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে সবার জন্য৷ ওপরের ছবিতে এক কর্মীকে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুমুক্ত করার ব্যবস্থাসম্পন্ন গেট দিয়ে পবিত্র কাবা শরিফের দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে৷
ছবি: Getty Images/AFP
মাস্ক পরা বাধ্যতামূলক
হজের সময় মাস্ক পরতে হবে সবাইকে৷ এ কথা আগেই জানিয়ে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ৷ (ফাইল ফটো)
ছবি: Reuters/G. Essa
প্লাস্টিকের প্যাকেটে জমজমের পানি
সংক্রমণ যাতে ছড়াতে না পারে সেজন্য জমজমের পবিত্র পানি পানেও থাকছে নিয়মের কঠোরতা৷ এবার সবার জন্য জমজমের পবিত্র পানি সরবরাহ করা হবে প্লাস্টিকের প্যাকেটে৷ সেই পানিই পান করতে হবে সবাইকে৷
ছবি: Imago Images/photothek/T. Trutschel
জীবানুমুক্ত কংকর নিক্ষেপ করবেন সীমিত সংখ্যক
বিশেষ পরিস্থিতির কারণে শয়তানকে পাথর ছোঁড়ার আনুষ্ঠানিকতাতেও থাকছে নতুনত্ব৷ এবার সর্বোচ্চ ৫০ জন হাজি এক সঙ্গে পাথর নিক্ষেপ করতে পারবেন। তবে সে পাথর সাধারণ কোনো পাথর নয়৷ এবার জীবাণুমুক্ত পাথর সরবরাহ করা হবে হাজিদের৷
ছবি: AFP
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অনুপস্থিত
পবিত্র হজের খবর প্রচারেও পড়েছে করোনার প্রভাব৷ এবার কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে হজ কাভার করার অনুমতি দেয়নি সৌদি সরকার৷
ছবি: Getty Images/AA/A. Jadallah
হাজিরা যাচ্ছেন
সৌদি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী বুধবার (২৯ জুলাই) হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা৷ তাই হাজিরা হাজির হচ্ছেন মক্কায়৷ ছবিতে হজ করতে জেদ্দাহর কিং আব্দুল আজিজ বিমানবন্দরে নামা কয়েকজন হাজি৷
ছবি: picture-alliance/AP/Saudi Ministry of Media
জীবাণুমুক্ত লাগেজ
মক্কার হোটেলে উঠতে শুরু করেছেন হাজিরা৷ সেখানেও থাকছে করোনা প্রতিরোধের বিশেষ ব্যবস্থা৷ ছবিতে এক হোটেলে হাজিদের লাগেজ জীবাণুমুক্ত করার দৃশ্য৷
ছবি: picture-alliance/AP/Saudi Ministry of Media
স্বাস্থ্য পরীক্ষা
এক হাজির তাপমাত্রা পরীক্ষা করছেন মাস্ক পরা এক সৌদি চিকিৎসক৷ এমন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে সব হাজিকে৷
ছবি: AFP/Saudi Ministry of Hajj and Umra
সারি সারি তাঁবু
পবিত্র আরাফাতের ময়দান ও মিনার মাঝে হাজিদের জন্য তৈরি করা হয়েছে তাঁবু৷ তাঁবুর এই সারির ছবিটি গত ২৬ জুলাইয়ের৷
ছবি: AFP
10 ছবি1 | 10
স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে মার্চ মাসের মধ্যে টিকার প্রথম ডোজ ও মে মাসের মধ্যে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে৷
উল্লেখ্য, হজ যাত্রীদের কোভিড-১৯ এর টিকা গ্রহণ বাধ্যতামূলক বলে রাজকীয় সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশিত হয়েছে৷