অন্তত ১৮ লাখ মানুষ সৌদি আরবে গেছেন হজ করতে। তারই মধ্য়ে দেশের তাপমাত্রা ভয়াবহ জায়গায় পৌঁছে গেছে।
বিজ্ঞাপন
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মৃত ১৯ জনই তাদের দেশের মানুষ। হিট স্ট্রোকে তাদের মৃত্য়ু হয়েছে।
হজ করতে গিয়ে পাঁচজন ইরানের পর্যটকেরও এবছর মৃত্য়ু হয়েছে। ইরানের কর্মকর্তারা এই তথ্য জানালেও মৃত্য়ুর কারণ নির্দিষ্ট করে বলা হয়নি। তবে মনে করা হচ্ছে, তাদেরও গরমে মৃত্য়ু হয়েছে।
ঈদের আগের দিন জর্ডানের ১৯ জন নাগরিকের মৃত্য়ু খবর মিলেছে। ওই দিন হজের শেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি হচ্ছিল। যার নাম স্টোনিং অফ দ্য় ডেভিল।
প্রচণ্ড গরমে সৌদি আরবে হজ শুরু
বৃহস্পতিবার থেকে হজের কার্যক্রম শুরু হয়েছে৷ হজের সময়টায় মক্কা-মদিনার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার কথা৷ তাই হজ পালনকারীদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়৷
ছবি: FADEL SENNA/AFP/Getty Images
তীব্র গরম
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের প্রধান আয়মান গুলাম জানিয়েছেন, হজের সময় মক্কা ও মদিনার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৫ থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে৷ মক্কায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে৷
ছবি: Rafiq Maqbool/AP Photo/picture alliance
বার্তা প্রেরণ
বৃহস্পতিবার হজ পালনকারীদের কাছে টেক্সট মেসেজ পাঠিয়ে বলা হয়েছে, তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে৷ সে কারণে নিয়মিত ও দিনে দুই লিটারের বেশি পানি পান এবং সঙ্গে সবসময় ছাতা রাখার পরামর্শ দেওয়া হয়েছে৷ গরমের ক্লান্তি দূর করতে মাঝেমধ্যে বিশ্রাম নিতে বলা হয়েছে৷
ছবি: Abdel Ghani Bashir/AFP/Getty Images
গতবছরের পরিসংখ্যান
২০২৩ সালে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস উঠে গিয়েছিল৷ সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-আবদুলালি এএফপিকে জানান, গতবছর ১০ হাজারের বেশি গরমজনিত অসুস্থতা লিপিবদ্ধ করা হয়েছিল৷ এরমধ্যে ১০ শতাংশ ছিল হিট স্ট্রোক৷
ছবি: Abdel Ghani Bashir/AFP/Getty Images
ব্যবস্থা গ্রহণ
প্রচণ্ড গরম থেকে হজ পালনকারীদের স্বস্তি দিতে সৌদি সরকার কিছু ব্যবস্থা গ্রহণ করেছে৷ যেমন মক্কা ও মদিনার সব মূল চত্বরে মিস্টিং সিস্টেম বসানো হয়েছে, পোর্টেবল পানির স্টেশনের ব্যবস্থা করা হয়েছে৷ মসজিদের মেঝে ও আশেপাশে স্থাপন করা তাঁবুতে এসির ব্যবস্থা করা হয়েছে৷ আর হাঁটার রাস্তা ঠাণ্ডা রাখারও ব্যবস্থা করা হয়েছে৷
ছবি: Abdel Ghani Bashir/AFP
হজে গিয়ে বাংলাদেশিদের মৃত্যু
প্রথম আলোতে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবে এবার হজ পালন করতে গিয়ে স্বাভাবিক কারণে ঐ সময় পর্যন্ত ১৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে৷ তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ১ জন নারী৷ মক্কায় মারা গেছেন ১১ জন ও মদিনায় ৪ জন৷ ধর্ম মন্ত্রণালয়ের হিসেবে ২০২৩ সালে হজে গিয়ে ১১৭ জন বাংলাদেশি মারা গিয়েছিলেন৷
ছবি: Abdel Ghani Bashir/AFP/Getty Images
5 ছবি1 | 5
জর্ডান জানিয়েছে, সৌদি আরবে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। লাগাতার তাপপ্রবাহ চলছে। তারই মধ্য়ে সেখানে হাজির হয়েছেন লাখ লাখ মানুষ। তারা হজের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। বেশিরভাগ অনুষ্ঠানই খোলা আকাশের নীচে হয়। অনেকেই খালি পায়ে সেই অনুষ্ঠানে যোগ দেন। সৌদি আরবের কর্মকর্তারা অবশ্য বিভিন্ন জায়গায় বাতাসের ব্য়বস্থা করেছেন। হজযাত্রীদের জায়গায় জায়গায় পানি দেওয়া হচ্ছে। প্রবল রোদে কেউ যাতে বাইরে না বার হন, সে কথাও বলা হচ্ছে। বিভিন্ন জায়গায় তৈরি রাখা হয়েছে মেডিক্য়াল ইউনিট।
সৌদির এক কর্মকর্তা সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, গত বছর ১০ হাজার মানুষ গরমের জন্য় অসুস্থ হয়ে পড়েছিলেন। তা-ই এবছর বিশেষ ব্য়বস্থা নেওয়া হয়েছে।
গত পাঁচ বছরে হজকে কেন্দ্র করে পরিকাঠামোর অনেক উন্নতি ঘটানো হয়েছে। মক্কায় হজযাত্রীদের সংখ্যাও নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে রোববারের শয়তানকে পাথর ছোড়া অনুষ্ঠানে মানুষের ঢল নেমেছিল। গরমের মধ্য়ে লাখ লাখ মানুষ ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই জর্ডানের ১৯ জনের মৃত্য়ু হয়।