করোনা ভাইরাস বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ায় মুসলমানদের এখনই হজের পরিকল্পনা না করে ধৈর্য ধরে পরিস্থিতি আরো স্পষ্ট হওয়ার অপেক্ষা করার পরামর্শ দিয়েছে সৌদি আরব৷
বিজ্ঞাপন
দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রী মুহাম্মদ সালেহ বিন তাহের বান্তেন রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে এ আহ্বান জানান বলে বুধবার জানায় সংবাদ সংস্থা এপি৷
মন্ত্রী বলেন, ‘‘সৌদি আরব সরকার বিশ্বের সকল মুসলমান ও দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত৷ এ কারণেই আমরা বিশ্বের সব মুসলমানকে অনুরোধ করবো এখনই কোনো চুক্তিতে সাক্ষর না করে পরিস্থিতি স্পষ্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন৷''
প্রতিবছর সারা বিশ্ব থেকে ২০ লাখের বেশি মুসুল্লি হজ পালন করতে সৌদি আরব যান৷ সামর্থবান মুসলমানদের উপর হজ পালন ফরজ৷
এবছর জুলাই মাসের শেষ দিকে পবিত্র হজ৷ তার আগে পরিস্থিতির উন্নতি না হলে এমনকি এবারের হজ বাতিল করা হতে পারে বলেও শোনা যাচ্ছে বলে জানায় এপি৷
করোনার বিস্তার রোধে গত ফেব্রুয়ারিতেই অভিনব এক সিন্ধান্ত নেয় সৌদি আরব সরকার৷ বিদেশিদের জন্য উমরাহ পালন বন্ধের পাশাপাশি পবিত্র নগরী মক্কা ও মদিনা লকডাউন ঘোষণা করে৷ এছাড়া, দেশজুড়ে জারি হয় সন্ধ্যাকালীন কারফিউ৷
মধ্যপ্রাচ্যে করোনার প্রভাব
করোনায় বিপর্যস্ত ইরান৷ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও তাই শঙ্কিত৷ সব দেশেই নেয়া হচ্ছে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা৷ মসজিদ, দোকানপাট, বিমানবন্দর, অফিস-আদালত, বলতে গেলে সবজায়গাতেই পড়ছে করোনা ভাইরাসের প্রভাব৷
ছবি: Reuters/A. Jalal
ইরান ধুঁকছে
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের অবস্থা সবচেয়ে ভয়াবহ৷ প্রায় ১৩ হাজার মানুষের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ায় এবং অন্তত ৬১১ জনের মৃত্যু হওয়ায় মধ্যপ্রাচ্যে করোনা ভাইরাসের এপিসেন্টার বলা হচ্ছে দেশটিকে৷ পরিস্থিতি সামলাতে সারাদেশে জুম্মার নামাজসহ বড় ধরনের সব জমায়েত নিষিদ্ধ করা হয়েছে৷ তবে অর্থের অভাবে করোনা নিয়ন্ত্রণে অনেক পদক্ষেপই নেয়া সম্ভব হচ্ছে না৷ এ কারণে আইএমএফ-এর জরুরি সহায়তা চেয়েছে সরকার৷
ছবি: picture-alliance/dpa/M. Hosseini
সংকট বাড়ার আগেই সতর্ক সৌদিআরব
করোনা ঠেকাতে ইতিমধ্যে বিমানের সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে সৌদি সরকার৷ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় জানানো হয়, আগামী ১৫ দিন সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে৷ জনগণের প্রতি করোনা সংক্রমণের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে সরকার বলেছে, কেউ রোগ লুকিয়ে রাখলে পাঁচ লাখ রিয়াল বা এক লাখ ২০ হাজার ইউরো জরিমানা করা হবে৷ সৌদি আরবে এখনো করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়নি৷
ছবি: picture-alliance/AP/A. Nabil
ইসরায়েলে বড় জমায়েত নিষিদ্ধ
ইসরায়েলের গবেষকরা বলছেন, সে দেশে অচিরেই করোনা সংক্রমণ ধরা পড়তে পারে৷ তবে তার আগেই চূড়ান্ত সতর্কতার পথ ধরেছে সরকার৷ কোনো স্থানে একশ’ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে৷ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বেথেলহেমে৷
ছবি: picture-alliance/AP Photo/A. Schalit
করোনাকে দূরে রাখতে মরিয়া কুয়েত
করোনা থেকে বাঁচতে সারা দেশে দু’সপ্তাহের ছুটি ঘোষণা করেছে সরকার৷ সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ৷ রেস্তোরাঁ, শপিং মল এবং অন্যান্য বাণিজ্যিক কেন্দ্রের সামনে যে-কোনো ধরনের জমায়েতও এখন নিষিদ্ধ৷
ছবি: picture-alliance/AA/J. Abdulkhaleg
ইরাকে বিক্ষোভ থামাতে পারেনি করোনা
ইরাকে এখনো চলছে প্রতিবাদ-বিক্ষোভ৷ সংক্রমণ এড়াতে বিক্ষোভকারীরাই অবশ্য সাবধানতামূলক ব্যবস্থা নিচ্ছেন৷ মসজিদসহ সব স্থানে জমায়েত নিষিদ্ধ করেছে সরকার৷ তারপরও করোনায় বিপর্যস্ত ইরানের এই প্রতিবেশী দেশটিতে বিক্ষোভ চলছে৷
ছবি: picture-alliance/AP Photo/K. Mohammed
5 ছবি1 | 5
অথচ, ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু মরামারীর সময় তারা এতটা কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি৷ সেবার মহামারীতে কয়েক লাখ মানুষ মারা যায়৷
সৌদি আরবে এখন পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে৷ মারা গেছেন ১০ জন৷ পুরো মধ্যপ্রাচ্যে মোট আক্রান্ত ৭১ হাজারের বেশি৷ মারা গেছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ৷
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মত সৌদি আরবও সব বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে৷ যে কারণে প্রায় ১২শ হাজী মক্কায় আটকা পড়ে গেছেন৷ তাদের জন্য এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বান্তেন৷ তিনি বলেন, ওই হাজীদের বেশিরভাগকে মক্কায় বিভিন্ন হোটেলে কোয়ারান্টিনে রাখা হয়েছে৷
সৌদি বাদশাহ দেশে করোনা আক্রান্তদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন৷
চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এরই মধ্যে ৪২ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে৷ আক্রান্ত সাড়ে আট লাখের বেশি৷ করোনার বিস্তার ঠেকাতে পৃথিবী আজ স্তব্ধ হয়ে গেছে৷ বেশিরভাগ দেশ ‘লকডাউন' হয়ে আছে৷ বিশ্বের প্রায় তিনচতুর্থাংশ মানুষ ঘরবন্দি৷