1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজসৌদি আরব

হজ পালনে লটারি সিস্টেমে ভোগান্তি

৬ জুলাই ২০২২

কাল থেকে শুরু পবিত্র হজ৷ এ বছর ইউরোপ, অ্যামেরিকা ও অস্ট্রেলিয়ার মুসলিমদের জন্য হজের নতুন লটারি পদ্ধতি চালু করে সৌদি আরব৷ নতুন এই পদ্ধতিতে অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন৷

Mekka I Eine Million Pilger zum Hadsch erwartet
ছবি: Amr Nabil/AP/picture alliance

গত জুন মাসে সৌদি আরবের হজ মন্ত্রনালয় ইউরোপ, অস্ট্রেলিয়া ও অ্যামেরিকা মহাদেশের প্রায় ৫০টি দেশের মুসলিমদের জন্য নতুন এক আবেদন পদ্ধতি চালু করে৷ এতে বলা হয়, সরকার নিয়ন্ত্রিত ওয়েবসাইট ‘মোতাউইফ'-এ একটি নির্দিষ্ট অর্থ পরিশোধের মাধ্যমে হজের টিকিটের জন্য আবেদন করা যাবে৷

ভুয়া এজেন্টদের হাত থেকে হজযাত্রীদের বাঁচাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়৷ এতে সুপরিচিত ও বহু বছর ধরে সেবা দেয়া হজ অপারেটরগুলো কাজ হারিয়েছে৷ অন্যদিকে বহু হজযাত্রী আগেই আবেদন করেছিলেন এসব অপারেটরদের মাধ্যমে৷ নতুন লটারি সিস্টেম চালুর পর তারা অপারেটরের মাধ্যমে আবেদন তুলে নিয়েছেন৷ কিন্তু অর্থ ফেরত পাননি৷

এমনকি যারা নতুন লটারি সিস্টেমে আবেদন করেছেন, তারা অনেকেই বলছেন, আগের টিকিট সিস্টেমই ভালো ছিল৷ নতুন লটারি সিস্টেমে খরচ ন্যূনতম ছয় হাজার ইউরো (প্রায় ছয় লাখ টাকা)৷ আগে বিভিন্ন এজেন্সি বিভিন্ন রেটে প্যাকেজ ছাড়ত৷ আবেদনকারী অনেকের অভিযোগ, অর্থ পরিশোধ করার পরও তাদের আবেদন নিশ্চিত হয়নি৷ অভিযোগগুলোর মধ্যে আরো রয়েছে, পেমেন্ট পৌঁছায়নি, অথবা আবেদনের স্ট্যাটাস নিশ্চিত নয়, ফ্লাইট ও থাকার জায়গার তারিখে গরমিল, হুটহাট হোটেল পরিবর্তন ইত্যাদি৷ এমনকি কাস্টমার হটলাইনকে পাওয়া রীতিমত অসম্ভব বলে মন্তব্য করেছেন অনেকে৷

এছাড়া নতুন নিয়ম অনুযায়ী, ইউরোপ, অ্যামেরিকা ও অস্ট্রেলিয়া থেকে শুধু সৌদি এয়ারলাইন্সে চড়ে হজযাত্রীরা সেখানে যেতে পারবেন৷

করোনা মহামারির কারণে হজ পালনকারীদের সংখ্যা কমিয়ে এনেছিল সৌদি আরব৷ যেখানে মহামারির আগে ২০১৯ সালে প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করেছেন, সেখানে ২০২০ সালে মাত্র এক হাজার জন হজ পালন করেন৷ ২০২১ সালে সংখ্যাটি বাড়িয়ে ৬০ হাজার করা হয়৷ এ বছর প্রায় ১০ লাখ লোক হজ পালন করবেন৷

সৌদি হজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রায় পৌঁনে চার লাখ হজ পালনকারী সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কিংবা স্থলসীমানা অতিক্রম করেছেন৷ এদের মধ্যে ইউরোপ, অ্যামেরিকা ও অস্ট্রেলিয়া থেকে প্রায় ৫০ হাজার মানুষ থাকছেন এবার৷

জেনিফার হোলেইস/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ