1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হটমেইল থেকেই দেখা যাবে জিমেইল, ইয়াহু

৫ নভেম্বর ২০১০

ই-মেইল ঠিকানা নিয়ে অনেককেই ভুগতে দেখা যায়৷ বিশেষ করে একেকজনের রয়েছে একাধিক ঠিকানা৷ তাই, কখন, কোন ঠিকানায়, কে ইমেইল পাঠালো তা নিয়মিত দেখতে বেশ সময় ব্যয় হয়৷ মোটের ওপর পাসওয়ার্ড মনে রাখাও ঝক্কির ব্যাপার৷

হটমেইলছবি: picture alliance / dpa

ই-মেইল নিয়ে এমন ঝক্কির একটি সহজ সমাধান আছে৷ তাহলো, একই ইনবক্সে সব ই-মেইল দেখা৷ সেক্ষেত্রে, বিভিন্ন সাইটে গিয়ে গিয়ে ই-মেইলে প্রবেশ করতে হবে না৷ তাই সময় যেমন বাঁচবে, বাঁচবে একাধিক পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা৷

এই কাজ আবার খুব একটা সহজ নয়৷ কেননা, ই-মেইল সেবাদাতাদের মধ্যে রয়েছে প্রতিদ্বন্দ্বিতা৷ বিজ্ঞাপনের নানা হিসেব নিকেশ৷ তাই, এতদিন হটমেইলের ইনবক্সে অন্য কোন সেবাদাতার ই-মেইল দেখার সুযোগ ছিল না৷ কিন্তু হঠাৎই বুঝি বোধ উদয় হলো সংস্থাটির৷ ঘোষণা, এখন থেকে হটমেইলেই দেখা যাবে অন্য যেকোন সংস্থা মানে জিমেইল, ইয়াহু'র মেইল৷ তাই যারা হটমেইল ব্যবহারকারী, তারা চাইলে এই সেবা বিনা খরচায় নিতে পারবেন৷ এতে করে ব্যবহারকারীর সময়ও বাঁচবে৷

হটমেইল জানাচ্ছে, ইনবক্সে এই সেবা যোগ করা খুবই সহজ৷ শুধু অপশনে গিয়ে খানিকটা পরিবর্তন করতে হবে, যোগ করে অন্যান্য ঠিকানা এবং পাসওয়ার্ড৷ এরপর যখনই আপনি হটমেইলে প্রবেশ করবেন, সঙ্গে সঙ্গে অন্যান্য ই-মেইল ঠিকানাও কার্যকর হবে৷ এবং চাইলে যেকোন ঠিকানা থেকেই ই-মেইল করা যাবে৷ উইন্ডোজ লাইভ হটমেল এর প্রোগ্রাম ম্যানেজার ডিক ক্যারাডক এই তথ্য জানিয়ে বলেছেন, হটমেইলের অন্যান্য ফিচার অপরিবর্তিতই থাকছে৷

জিমেইল ব্যবহারকারীদের জন্য হটমেইলের এই সেবা নতুন নয়৷ কেননা, গুগলের এই মেইল সেবা অনেক আগেই চালু করেছিল অন্যান্য ই-মেইল দেখার সুবিধা৷ কিন্তু দেরিতে হলেও এই পথে আসায় একেবারে ক্ষতি হচ্ছে না হটমেইলের৷ বাজার বিশেষজ্ঞদের মত, এর ফলে এই ই-মেইল ব্যবহারকারীরা একটু বেশিই উৎসাহিত হবেন৷ আর ই-মেইলের ব্যবহার বাড়লে, সঙ্গে বিজ্ঞাপন থেকে আয় বাড়ারও সুযোগ রয়েছে৷

উল্লেখ্য, ই-মেইল ব্যবহারের দিক দিয়ে বর্তমানে জিমেইল এর চাহিদা সবচেয়ে বেশি৷ তাদের পরই অবস্থান হটমেইলের৷ তৃতীয় অবস্থানে রয়েছে ইয়াহু৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ