1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হট্টগোলে মুলতুবি সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন

২২ নভেম্বর ২০১১

ভারতে আজ থেকে শুরু হলো সংসদের শীতকালীন অধিবেশন৷ বিরোধীদের হৈ হট্টগোলে মুলতুবি হয়ে গেল প্রথম দিনের অধিবেশন৷ দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি ইত্যাদি বিভিন্ন ইস্যু নিয়ে সরকারকে কোণঠাসা করতে মরিয়া বিরোধী দল৷

Parlamentsgebäude Delhi, Indien Foto: Fotolia/Thomas Köcher 23786859
ভারতের সংসদ ভবনছবি: Fotolia/Thomas Köcher

সংসদের শীতকালীন অধিবেশনের আগে স্পীকারের ডাকা সর্বদলীয় বৈঠকে সুষ্ঠুভাবে সংসদের কাজকর্ম চলতে দেবার আশ্বাস দিয়েছিল বিরোধীদলগুলি৷ কিন্তু প্রথম দিনের অধিবেশনের ছবিটা ছিল তার বিপরীত৷ বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের কৌশলগত চিত্রনাট্য অনুযায়ী কাজ করেছে৷

জিনিসপত্রের লাগাম ছাড়া দাম, দুর্নীতি, টু-জি কেলেঙ্কারীতে স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরমের ইস্তফার দাবি নিয়ে সরকারকে ধরাশায়ী করতে চাইছে৷ বিজেপি জোটের অভিযোগ, টু-জি স্পেকট্রাম বণ্টন দুনীতিতে জড়িত ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী চিদাম্বরম৷ তাঁকে ইস্তফা দিতে হবে নাহলে সংসদে চিদাম্বরমকে ভাষণ দিতে দেয়া হবেনা, দিলে তা বয়কট করা হবে৷ বামফ্রন্ট পৃথকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, টাকার অবমূল্যায়ন নিয়ে মুলতুবি প্রস্তাব আনবে৷

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং রাজনৈতিক দলগুলির কাছে সংসদ বয়কট না করার আবেদন রেখেছেন৷ বলেন, সরকার বিরোধীদের আনা সব ইস্যু নিয়ে আলোচনায় রাজি৷ অনেক গুরুত্বপূর্ণ বিল হাতে রয়েছে সেগুলি পাশ করা জরুরি৷ সংসদ বিষয়ক মন্ত্রী পবন বনশালের প্রতিক্রিয়া, বর্জন করার কোনো যুক্তি নেই৷ যৌথ সংসদীয় স্থায়ী কমিটি যখন সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে তখন এই দাবি অনুচিত৷

বিজেপি মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ বলেন, বিজেপি সংসদ অচল করার পক্ষপাতি নয়৷ সেটা নির্ভর করছে সরকারের আচরণের ওপর৷

উত্তরপ্রদেশকে চারভাগে ভাগ করার যে প্রস্তাব মুখ্যমন্ত্রী মায়াবতি রাজ্য বিধানসভায় পাশ করান, তার প্রেক্ষিতে উত্তরপ্রদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার দাবিতে সভায় হৈ হট্টগোল শুরু করে দেয় সমাজবাদী পার্টি ও অন্য দল৷ মুলতুবি হয়ে যায় অধিবেশন৷

মোট ২১ দিনের শীতকালীন অধিবেশনে যেসব বিল পাশ করাতে হবে তারমধ্যে আছে, দুর্নীতি বিরোধী লোকপাল বিল, জাতীয় খাদ্য সুরক্ষা বিল, বিচারবিভাগের দায়বদ্ধতা বিল৷ আলোচনার জন্য তোলা হবে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ, বেসামরিক বিমান পরিষেবায় বিদেশি বিনিয়োগ, পেনসন ও টেলিকম নীতির সংশোধন ইত্যাদি৷

মোটকথা, শীতকালীন অধিবেশনের প্রতিটি দিনই উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা৷ বিরোধীদের আক্রমণ প্রতিহত করতে এবং সরকারের দুর্বলতা ঢাকতে প্রতি আক্রমণে তৈরি মনমোহন সিং সরকার৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ