1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনৈতিক মঞ্চে জয় ও তারেক

সমীর কুমার দে, ঢাকা২৬ জুলাই ২০১৩

সজীব ওয়াজেদ জয় ও তারেক রহমান৷ বর্তমান ও সাবেক দুই প্রধানমন্ত্রীর দুই ছেলে৷ হঠাত্‍ এক দিনের ব্যবধানে দু'জনের দু'টি বক্তব্যকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা৷

People attend a mass demonstration holding Bangladesh's national flag at Shahbagh intersection, demanding capital punishment for Bangladesh's Jamaat-e-Islami senior leader Abdul Quader Mollah, after a war crimes tribunal sentenced him to life imprisonment, in Dhaka February 8, 2013. More than fifty thousands of protesters rallied in cities across Bangladesh for a fourth day on Friday to demand the execution of an Islamist leader sentenced to life in prison for war crimes committed during the 1971 independence conflict. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST)
প্রতীকী ছবিছবি: REUTERS

প্রধান দু'টি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখন তারেক রহমান আর সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য নিয়ে চায়ের টেবিলে ঝড় তুলছেন৷ দু'জনের বক্তব্যই ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে৷

চার দিন আগে ঢাকায় একটি ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়৷ সেখানে তিনি বলেন, 'আমার কাছে তথ্য আছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে৷' এর ঠিক একদিন পরই লন্ডনে একটি ইফতার পার্টিতে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান৷ সেখানে তিনি 'নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তীব্র আন্দোলনের জন্য প্রস্তুত হতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান৷ পাশাপাশি আগামীতে বিএনপি ৰমতায় গেলে কী কী করা হবে সে সম্পর্কেও ধারণা দেন৷

সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের রাজনীতি নিয়ে সাধারণত খুব একটা মাথা ঘামান না৷ থাকেন যুক্তরাষ্ট্রে৷ মাঝেমধ্যে দেশে আসেন৷ নীরবে এসে নীরবেই চলে যান৷ রাজনৈতিক বিষয়ে এর আগে তেমন কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি দেননি৷ কিন্তু হঠাত্‍ করে আওয়ামী লীগের আবার ক্ষমতায় আসার সম্ভাবনার কথা বলে আলোচনায় এসেছেন তিনি৷ এই বক্তব্য তাঁর রাজনীতিতে আসার কোনো ইঙ্গিত কিনা- এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ডয়চে ভেলেকে বলেন, ‘‘সজীব ওয়াজেদ জয় একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান৷ তিনি রাজনীতিতে আসুক তা আমরা সবাই চাই৷ আওয়ামী লীগের নেতাকর্মীরাও চান তিনি রাজনীতিতে সক্রিয় হোন৷'' কী তথ্যের ভিত্তিতে জয় এমন কথা বললেন- তা জানতে চাইলে সাবেজ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘‘দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে এট সবাই বিশ্বাস করেন৷ সেই বিশ্বাস থেকেই তিনি এ কথা বলেছেন৷ কেউ ক্ষমতায় থাকলে বা ক্ষমতার বাইরে থাকলে তিনি আশা করতেই পারেন আবার ৰমতায় আসবেন৷''

তবে মোহাম্মদ নাসিমের এই বক্তব্যের সঙ্গে একমত নন তারেক রহমানের আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘ষড়যন্ত্র করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে চায়৷ জয়ের বক্তব্যে তারই প্রতিফলন ঘটেছে৷ তবে বাংলাদেশের মাটিতে ষড়যন্ত্র করে কেউ পার পায়নি আর পাবেও না৷'' এ সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে নির্বাচনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহবান জানান ব্যারিস্টার খোকন৷

৫ বছরেরও বেশী সময় ধরে বিদেশে অবস্থান করছেন তারেক রহমান৷ ২০০৮ সালে জরুরি অবস্থা চলার সময় চিকিত্‍সার জন্য তিনি বিদেশে যান৷ যাওয়ার আগে রাজনীতি থেকে সাময়িক অবসরের ঘোষণা দিয়ে একটি বিবৃতিও দিয়েছিলেন৷ এরপর থেকে জনসমক্ষে আসেননি তিনি৷ রাজনীতি নিয়ে কথাও বলেননি৷ তবে গত বুধবার লন্ডনের একটি ইফতার পার্টিতে লিখিত বক্তব্য পাঠ করেন তারেক রহমান৷ সেখানে তিনি বিএনপি ক্ষমতায় গেলে কী কী করা হবে তার একটি বিবরণ তুলে ধরেন৷ তাঁর এ বক্তব্য সম্পর্কে ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘‘তারেক রহমান তো গঠনমূলক বক্তব্য দিয়েছেন৷ দেশের জন্য তিনি ভাবেন এবং কিছু করতে চান৷ আর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো শুধু তারেক রহমান নয়, দেশের সবাই চান৷ তাই আমাদের অবস্থান পরিস্কার- নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন যাবে না বিএনপি৷ আর বিএনপিকে বাদ দিয়ে কোনো নির্বাচনের চেষ্টা করা হলে তাও করতে দেয়া হবে না৷''

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বামে) ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াছবি: AP/DW

এদিকে বিএনপির অন্য একটি সূত্র জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে দেশে ফিরতে চান তারেক রহমান৷ তাঁর বক্তব্যের ব্যাপারে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেন, ‘‘তারেক রহমান একটা দুর্নীতিবাজ এটা দেশের সবাই জানেন৷ তার মতো একজন দুর্নীতিবাজ দেশে ফিরে এলে আবারো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ৷'' তিনি আরো বলেন, ‘‘দেশের মানুষ যখন নির্বাচনমুখী তখন তারেক রহমান আন্দোলনের কথা বলে দেশকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চান৷ আগামী নির্বাচন সংবিধান অনুযায়িই হবে, তাতে কে এলো আর কে এলো না সেটা বড় কথা নয়৷ আগামী বছরের জানুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ