1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যাকাণ্ড

৬ জুলাই ২০১২

সাগর-রুনি হত্যার ঘটনায় প্রথম থেকেই তদন্তে অবহেলার অভিযোগ করেছেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সাবেক প্রধান এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারে'র ফরেনসিক অধ্যাপক ডা. নাসিমুল ইসলাম৷

ছবি: DW

সাগর সরওয়ার-মেহেরুন রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পর থেকেই তদন্ত পর্যায়ে জড়িত ঢাকার ফরেনসিক বিশেষজ্ঞরা নিয়মিত মালয়েশিয়ায় যোগাযোগ করে মতামত নিয়েছেন অধ্যাপক ডা. নাসিমুল ইসলামের৷ তিনি এরমধ্যে ঢাকায় এসেও তাদের সঙ্গে বৈঠক করেছেন৷ তিনি প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে ডয়চে ভেলেকে জানান, সাগর-রুনি হত্যাকাণ্ডের পর কোনো ফরেনসিক বিশেষজ্ঞ ঘটনাস্থলে গিয়ে সাগর-রুনির লাশ এবং আলমাত পরীক্ষা করেননি৷ পুলিশও তাদের কাউকে ডাকেনি৷ ফলে শুরুতেই মামলার তদন্তে ভুল করা হয়েছে৷ তিনি অভিযোগ করেন, সব পক্ষ মিলে ঘটনাটিকে ঠিকমত ম্যানেজ করতে পারেনি৷ যা এখন মামলাটিকেই অনিশ্চিত করে ফেলেছে৷

সাগর-রুনি হত্যার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভছবি: Harun Ur Rashid Swapan

তিনি বলেন, দ্বিতীয় দফায় ভিসেরা রিপোর্টের জন্য সাগর-রুনির লাশ তোলাও ছিল একটি ভুল সিদ্ধান্ত৷ কারণ একটি নির্দষ্ট সময় পর মেটালিক ছাড়া আর কোনো বিষের আলামত ভিসেরা রিপোর্টে পাওয়া যায়না৷ যদি থাকতো, তা প্রথমবারে পাওয়া যেত৷

তিনি তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, রমনা বটমূলে বোমা হামলার সময় তিনি ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান৷ তিনি তখন নিজ উদ্যোগেই ঘটনা স্থলে গিয়ে আলামত এবং লাশ প্রাথমিক পরীক্ষা করেছেন৷ যার সুফল পাওয়া গেছে৷

অধ্যাপক ডা. নাসিমুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় শুরু থেকই তদন্ত টিমে ফরেনসিক বিশেষজ্ঞ থাকার বিধান করতে হবে৷ আর তিনিই ঘটনার পর প্রাথিমক তদন্তে নেতৃত্ব দেবেন৷ আর যে যার মতো আলামত সংগ্রহ করলে চলবেনা৷ অপরাধ তদন্তের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় থাকতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ