1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংখ্যালঘু নেতার উপর হামলা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৫ নভেম্বর ২০১৫

দুর্বৃত্তদের চাপাতির আঘাতে গুরুতর আহত ফরিদপুরের হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা অলোক সেনকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে৷ মঙ্গলবার বিকেলে তাঁকে তাঁর ফরিদপুরের বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা৷

Symbolbild Mord Ehrenmord Messer
ছবি: bilderbox

[No title]

This browser does not support the audio element.

অলোক সেনের বাড়ি ফরিদপুর শহরের চর কমলাপুর এলাকায়৷ তাঁর স্ত্রী শিখা ঘোষ ডয়চে ভেলেকে জানান, ‘‘মঙ্গলবার বিকেল চারটার দিকে আমার স্বামীকে কয়েকজন ডেকে নিয়ে যায়৷ এর কিছুক্ষণ পরই আমি চিৎকার শুনি৷ দৌড়ে বাইরে গিয়ে দেখি বাড়ির সামনেই তাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে৷ এর মধ্যে আমার দু'একজন আত্মীয়স্বজনও বেরিয়ে আসলে তারা পালিয়ে যায়৷''

অলোক সেন হাতে গুরুতর জখম হয়েছেন৷ তাঁকে এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হচ্ছে৷ অস্ত্রোপচারের পর এখন তাঁকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন৷

স্ত্রী শিখা ঘোষ জানান, ‘‘তাঁর কোনো শত্রু আছে বলে আমাদের জানা নেই৷ তাই এখনো ধারণা করতে পারছিনা ঠিক কারা এই হামলার সঙ্গে জড়িত৷ হামলাকারী ছিল দু'জন৷''

[No title]

This browser does not support the audio element.

তিনি আরো জানান, ‘‘আমরা এখনো মামলা করিনি৷ পুলিশ কী করছে জানিনা৷ কারণ পরিবারের সবাই আমরা ঢাকায় চলে এসেছি৷''

এদিকে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রানা দাসগুপ্ত ডয়চে ভেলেকে জানান, ‘‘আমি অলোক সেনের স্ত্রীর সঙ্গে কথা বলেছি৷ তিনি আমাকে জানিয়েছেন অলোক সেনের সঙ্গে তার এর মধ্যে যেটুকু কথা হয়েছে তাতে তিনি দু'জন হামলাকারীর কথা বলেছেন এবং তাঁকে চাপাতি দিয়ে কোপান হয়েছে৷ তিনি বলেছেন তাদের দেখলে চিনতে পারবেন৷ তারা একদিন আগেও তাঁর বাসায় এসেছিল৷''

রানা দাসগুপ্ত বলেন, ‘‘তাঁকে নিশ্চিতভাবেই হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল৷ তাঁর স্ত্রী এগিয়ে যাওয়ায় তিনি বেঁচে যান৷ আমরা এটা নিয়ে কোন ব্লেম গেম খেলতে চাইনা৷ আমরা চাই সরকার সঠিক তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুক৷''

এদিকে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, ‘‘ঘটনার পর পরই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত এবং আটকের চেষ্টা চলছে৷ তবে অলোক সেনের পরিবারের পক্ষ থেকে কেউ এখনো মামলা করেনি৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ