1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হন্ডুরাসকে হেলায় হারাল স্পেন, ম্যাচের নায়ক ভিয়া

২২ জুন ২০১০

প্রথম খেলায় সুইসদের কাছে পরাজিত স্পেন সঠিক সময়ে জ্বলে উঠল সোমবার৷ হন্ডুরাসকে চিড়েফুঁড়ে দিয়ে স্পেনের ২-০ বিজয় বুঝিয়ে দিল স্প্যানিশ ফুটবলের আসল জাত৷ দুটি গোলই ডেভিড ভিয়ার৷

এলিস পার্ক স্টেডিয়ামে ভিয়ার দ্বিতীয় গোল হন্ডুরাসের জালেছবি: dpa

একদিক থেকে ভিয়া আর অন্যদিক থেকে তোরেস৷ স্পেনের কোচ দেল বস্ক সোমবার তাঁর জোড়া ফলা মাঠে নামিয়ে দারুণ সাফল্য পেয়ে গেলেন৷ এই বিশ্বকাপে স্প্যানিশ ফুটবলের মেডিটেরিনিয়ান জাদু এবার নেমে পড়ল আসরে৷ দারুণ উপভোগ্য ফুটবলের স্বাদ ক্রমশ আরও মধুর হয়ে উঠবে যে, তা বুঝিয়ে দিয়ে গেল স্পেন৷ বুঝতে অসুবিধে হয়নি, সহজে দান ছাড়বে না এই স্প্যানিশ দলটা এবারে৷

সতেরো মিনিটে প্রায় একক চেষ্টায় ডেভিড ভিয়ার গোলটা এ পর্যন্ত এই বিশ্বকাপের সেরা গোল বললে ভুল হবে না৷ বাঁদিকে ডিপ ডিফেন্সে বল ধরে পরপর দুজন ধেয়ে আসা ডিফেন্ডারকে কাটিয়ে ডেভিড ভিয়া আরও একজনকে ইনসাইড ডজে বোকা বানিয়ে হন্ডুরাসের কর্নার পোস্টের ওপর দিয়ে যে গোলটা করলেন, পুরোদস্তুর শিল্পসুষমা মন্ডিত বললে কমই বলা হয়৷ এরপর একান্ন মিনিটে ভিয়ার দ্বিতীয় গোল৷ এর বাইরে সোমবার হ্যাটট্রিকের সুযোগও এসেছিল ভিয়ার সামনে৷ কিন্তু পোস্টের ওপর দিয়ে উড়ে যায় সেই সুযোগ৷

এই পেনাল্টি থেকে গোল পেলে হ্যাটট্রিক হয়ে যেত ভিয়ার৷ছবি: AP

হন্ডুরাসকে এই খেলাটায় তেমনভাবে খুঁজে পাওয়া গেল না মাত্র দু'একটা জোরদার চেষ্টা ছাড়া৷ খেলার পর সাংবাদিক সম্মেলনে হন্ডুরাসের কোচ রেইনাল্ডো রুয়েডা বলেই ফেললেন, ইউরোপ চ্যাম্পিয়নদের বড়ো বেশি সমীহ দেখিয়েছি আমরা৷ কোচ যা বলেছেন, সেটা খুবই সত্যিকথা৷ কারণ, এই সমীহ করার ব্যাপারটা মাঠের মধ্যেও বেশ চোখে পড়েছে৷ তার বাইরে ছোট ছোট পাশে হন্ডুরাস কিন্তু অনেকটা ‘অর্গানাইজড' ফুটবল খেলেছে এদিন৷

উত্তপ্ত মুহূর্ত তেমন বেশি দেখা যায় নি এই ম্যাচে৷ তবে ম্যাচের নায়ক ডেভিড ভিয়া দ্বিতীয়ার্ধের গোড়ায় হন্ডুরাসের ডিফেন্ডার এমিলিও জাগুইরোকে থাপ্পড় কষিয়েও পার পেয়ে যান স্রেফ ভাগ্যের জোরে৷ টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে জাগুইরোকে চড় লাগাচ্ছেন ভিয়া৷ কিন্তু, নায়কের সৌভাগ্য রেফারির চোখ এড়িয়ে যায় এই হঠকারী নাটক৷ তাঁর চোখ পড়লে ভিয়ার কপালে লালকার্ড অবশ্যই নাচছিল৷ সেক্ষেত্রে প্রিটোরিয়াতে চিলির বিরুদ্ধে স্পেনের গ্রুপ লিগের শেষ ম্যাচে ভিয়ার আর খেলা হত না৷ গ্রুপ এইচ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠতে গেলে সে ম্যাচটা জিততেই হবে স্পেনকে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ