1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতাল

২১ এপ্রিল ২০১২

বিএনপির ডাকে রোববার পালিত হতে যাচ্ছে সকাল-সন্ধ্যা হরতাল৷ হরতাল শুরুর আগেই যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা৷

Leaders and supporters of the 14-party Grand Alliance formed a human chain in Dhaka, from one end of the capital to the other, on Tuesday to protest what they called were conspiracies to foil war crimes trial and throttle democracy.
ছবি: DW

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির' ঘটনা আড়াল করতেই সরকার ইলিয়াস আলীকে ‘গুম' করেছে৷ আর আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, হরতালের নামে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে সরকার বসে থাকবে না৷

ইলিয়াস আলীকে সরকারী বাহিনী ‘গুম' করেছে এমন অভিযোগ এনে এবং তাকে ছেড়ে দেয়ার দাবিতে আজ সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে প্রধান বিরোধী দল বিএনপি৷ হরতাল শুরুর আগেই শনিবার দুপুর থেকে বেশ কিছু যানবাহনে আগুন দেয়া হয়৷ এতে একজন জীবন্ত দগ্ধ ও বেশ কয়েকজন আহত হয়েছেন৷ হরতাল শুরুর আগে থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে পুলিশ৷

এদিকে হরতালের সমর্থনে আয়োজিত এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির' ঘটনা আড়াল করতেই সরকার ইলিয়াস আলীকে ‘গুম' করেছে৷ তার অভিযোগ বিরোধী মতকে স্তব্ধ করতে দেশে প্রতিনিয়ত গুম-হত্যার ঘটনা ঘটানো হচ্ছে৷ গত তিন বছরে ৯৭ জন রাজনৈতিক কর্মীকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি৷

বিরোধীদলের হরতালের কারণে দেশের সব শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ আন্তঃবোর্ড সমন্বয় কমিটি শনিবার এ সিদ্ধান্ত নেয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷

আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, হরতালের নামে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে সরকার বসে থাকবে না৷ তাদের কঠোর হস্তে দমন করার কথাও বলেন তিনি৷

ঢাকা মেট্রোপলিটান পুলিশের কমিশনার বেনজির আহমেদ শনিবার এক বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, মানুষের স্বাভাবিক চলাচলে কেউ বিঘ্ন ঘটাতে চাইতে পুলিশ তা প্রতিহত করবে৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ