1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতালের প্রথম দিন সংঘর্ষ ও পুলিশের লাঠিপেটা

১০ জুলাই ২০১১

ঢাকার অদূরে কাঁচপুর এবং নারায়ণগঞ্জে সংঘর্ষের মধ্য দিয়ে ১২টি সমমনা ইসলামি রাজনৈতিক দলের টানা ৩০ ঘণ্টা হরতালের প্রথম দিন অতিবাহিত হয়েছে৷ এছাড়া পুরানা পল্টনেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷

ছবি: AP

সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহত হয়েছে৷ আর আটক করা হয়েছে দু'শতাধিক ব্যক্তিকে৷

সকালে কাঁচপুর এলাকায় সংঘর্ষের মধ্য দিয়ে হরতাল তপ্ত হয়ে ওঠে৷ হাতে লাঠি নিয়ে হরতাল সমর্থক ইসলামি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করলে পরিবহন শ্রমিকরা এর প্রতিবাদ জানায়৷ এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়৷ আর এতে শ্রমিকদের সঙ্গে যোগ দেয় পুলিশ৷

শ্রমিকরা বলেন, তারা এই হরতাল মানে না৷ তারা তাদের রুজি রুটি বন্ধের হরতাল প্রত্যাখ্যান করেছে৷

প্রায় তিন ঘণ্টা ধরে থেমে থেমে চলে এই ত্রিমুখী সংঘর্ষ৷ নারাণগঞ্জের পুলিশ সুপার শরীফুজ্জামান জানান, হরতাল সমর্থকরা মহাসড়ক অবরোধ ছাড়াও গাড়ি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলা চালায়৷

নারায়ণগঞ্জেও পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়য়েছে৷ এতে ৪/৫ জন পুলিশসহ ১০/১৫ জন আহত হয়েছে৷ আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অতিরিক্ত ডিআইজি মাহফুজুল হক জানান, পুলিশের ওপর অন্যায়ভাবে হামলা চালান হয়৷

এদিকে, খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফী দাবি করেছেন তাদের শান্তিপূর্ণ হরতালে পুলিশ হামলা চালিয়েছে৷ এই সরকার ইসলাম বান্ধব নয়৷

অন্যদিকে হরতাল বিরোধী সমাবেশে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলছেন, ইসলাম নয়, এরা ইসলামের নামে হরতাল দিয়ে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চাইছে৷

কাল দুপুরে ১২টি সমমনা ইসলামি রাজনৈতিক দলের টানা ৩০ ঘণ্টা হরতাল শেষ হবে৷ সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস শব্দগুলো পুন:স্থাপনের দাবিতে তারা এ হরতাল ডেকেছে৷ বিএনপি ও জামায়াত এই হরতালে সমর্থন দিয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ