1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতালের সময় সক্রিয় থাকবে মোবাইল কোর্ট

২২ সেপ্টেম্বর ২০১১

আজ বিরোধী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সময় সক্রিয় থাকবে মোবাইল কোর্ট৷ কেউ জনচলাচলে বাধাসহ নাগরিকদের দুর্ভোগ সৃষ্টি করতে উদ্যত হলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি দেয়া হবে৷

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনছবি: Samir Kumar Dey

দু'দিন আগে জামায়াতের নেতা-কর্মীরা প্রতিবাদ সমাবেশের নামে রাজধানীতে ব্যাপক তাণ্ডব চালায়৷ তাই বিএনপির ডাকা আজকের হরতালে পুলিশ বেশ সতর্ক৷ এই হরতালে জামায়াতও সমর্থন দিয়েছে৷ মহানগর গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মনিরুল ইসলাম জানান, তারা আজকের হরতালে নাশকতার আশঙ্কা করছেন৷ তাই পুলিশ সদা সতর্ক থাকছে৷

আর ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ জানান, জনচলাচলে কোন ধরনের বাধা সৃষ্টি করতে দেয়া হবে না৷ কেউ যদি আইন বিরুদ্ধ কিছু করেন তাহলে তাদের গ্রেফতার করে তাৎক্ষনিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেয়া হবে৷

স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন জানান, মানুষের জান মালের নিরাপত্তায় পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে৷

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর বলেছেন, তাদের শান্তিপূর্ণ হরতালে বাধা দিলে তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে৷

জ্বালানি তেল আর সিএনজির দাম বাড়োনোর প্রতিবাদে বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট আজকের এই সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে৷

প্রতিবেদন: হারুন উর রশিদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ