1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতালের সময় সক্রিয় থাকবে মোবাইল কোর্ট

২২ সেপ্টেম্বর ২০১১

আজ বিরোধী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সময় সক্রিয় থাকবে মোবাইল কোর্ট৷ কেউ জনচলাচলে বাধাসহ নাগরিকদের দুর্ভোগ সৃষ্টি করতে উদ্যত হলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি দেয়া হবে৷

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনছবি: Samir Kumar Dey

দু'দিন আগে জামায়াতের নেতা-কর্মীরা প্রতিবাদ সমাবেশের নামে রাজধানীতে ব্যাপক তাণ্ডব চালায়৷ তাই বিএনপির ডাকা আজকের হরতালে পুলিশ বেশ সতর্ক৷ এই হরতালে জামায়াতও সমর্থন দিয়েছে৷ মহানগর গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মনিরুল ইসলাম জানান, তারা আজকের হরতালে নাশকতার আশঙ্কা করছেন৷ তাই পুলিশ সদা সতর্ক থাকছে৷

আর ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ জানান, জনচলাচলে কোন ধরনের বাধা সৃষ্টি করতে দেয়া হবে না৷ কেউ যদি আইন বিরুদ্ধ কিছু করেন তাহলে তাদের গ্রেফতার করে তাৎক্ষনিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেয়া হবে৷

স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন জানান, মানুষের জান মালের নিরাপত্তায় পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে৷

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর বলেছেন, তাদের শান্তিপূর্ণ হরতালে বাধা দিলে তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে৷

জ্বালানি তেল আর সিএনজির দাম বাড়োনোর প্রতিবাদে বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট আজকের এই সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে৷

প্রতিবেদন: হারুন উর রশিদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ