1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতালে চট্টগ্রাম

২৫ এপ্রিল ২০১২

বিএনপি নেতা ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় টানা হরতাল পালন করেছে বিরোধী দল বিএনপি৷ চট্টগ্রামের সাংবাদিক রফিকুল বাহার জানিয়েছেন, হরতালের কারণে কয়েক শত কোটি টাকার ব্যবসায়িক লেনদেন বন্ধ থাকায় ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের৷

Bangladesh opposition party BNP observes Hartal (strike ) on April 21, 2012. Dhaka Correspondent Samir Kumar Dey has taken the photos and he gave DW the permission to use
ছবি: DW/S.K.Dey

বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ‘নিখোঁজ'৷ তাঁকে ফিরে পেতে টানা তিনদিন হরতাল পালন করেছে বিএনপি৷ এছাড়া আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষণাও দিয়ে রেখেছে বিরোধী দল৷ কিন্তু হরতালের ফলে ক্ষতির মুখে পড়ছে ক্ষুদ্র পেশাজীবী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ৷ চট্টগ্রামে হরতালের প্রভাব সম্পর্কে জানতে চাইলে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান রফিকুল বাহার বলেন, ‘‘দেশে নিত্যপণ্যের প্রধান পাইকারি বাজার হচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জে৷ এখানে প্রতিদিন বিপুল পরিমাণ কেনাবেচা হয় এবং এটার পরিমাণ কয়েকশত কোটি টাকা৷ হরতালকে কেন্দ্র করে কেনাবেচার ব্যাপারটি প্রায় বন্ধ বলা যায়৷''

হরতাল চলাকালে চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য খালাস চালু থাকলেও দিনের বেলা বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহন বন্ধ ছিল৷ এছাড়া চট্টগ্রামে ব্যবসা বাণিজ্যেও অচলাবস্থা সৃষ্টি হয়৷ ফলে কয়েকশত কোটি টাকার লেনদেন থেকে বঞ্চিত হয়েছেন ব্যবসায়ীদের, মনে করে বাহার৷ তিনি বলেন, ‘‘সাধারণ দিনে কোন বাজারে বা ব্যবসা প্রতিষ্ঠানে যে পরিমাণ কর্মযজ্ঞ পরিলক্ষিত হয়, হরতালের সময় সেটা একেবারেই নেই৷''

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গুম, হত্যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, সংশয়, দ্বিধা আছে, সেটা মানছেন রফিকুল বাহার৷ কিন্তু হরতাল নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, বলেন তিনি৷ তাঁর কথায়, ‘‘সাধারণ মানুষ এটাও মনে করে, একজন মাত্র ব্যক্তি এবং যিনি বিএনপির কেন্দ্রীয় নেতাও সিলেটের সাবেক সাংসদ – তাঁকে কেন্দ্র করে টানা তিনদিনের হরতালের মাধ্যমে পনের কোটি মানুষকে জিম্মি করে রাখার ঘটনায় চট্টগ্রামের মানুষ যথেষ্ট শঙ্কিত বলে মনে হয়েছে৷''

সামগ্রিকভাবে চট্টগ্রামের হরতাল পরিস্থিতি সম্পর্কে বর্ষীয়ান এই সাংবাদিক বলেন, ‘‘দ্বিতীয় শহর বা সিলেটের সঙ্গে তুলনায় বলা যায় হরতালের সময় চট্টগ্রামে সহিংসতা খুবই কম ঘটেছে৷ পুলিশের সঙ্গে হরতালকারীদের কোথাও কোথাও সংঘর্ষ বাঁধলেও সেটি মাত্রা ছাড়িয়ে যায়নি৷ আটক বা গ্রেপ্তারের ঘটনাও তেমন উল্লেখযোগ্য পরিমাণে নেই৷ ''

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ