1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামায়াতে ইসলামীর কর্মসূচি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩১ জানুয়ারি ২০১৩

আবারো হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী৷ সাম্প্রতিক সময়ে তারা যেভাবে ঝটিকা হামলা ও তাণ্ডব চালিয়েছে, তা দেশবাসী মেনে নিতে পারছেন না৷ তবে জামায়াতের দাবি, তাদের ওপর দমন, নিপীড়ন চালানোর কারণেই এই পরিস্থিতি৷

ছবি: picture alliance/dpa

সারা দেশে আজকের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণার সময় গতকাল জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ তাঁর যৌক্তিকতা তুলে ধরেন৷ আটক জামায়াত নেতাদের মুক্তির দাবিতে বুধবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় প্রতিবাদ সমাবেশের অনুমতি না পাওয়াতেই এই হরতাল৷ কিন্তু সাধারণ মানুষ এতে আতঙ্কিত৷ তাঁরা মনে করেন, জামায়াত-শিবির পরিকল্পিতভাবে নাশকতামূলক কাজ করছে৷ তাদের উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করা৷ স্বাভাবিকভাবেই, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ৷

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামাল মনে করেন, জামায়াত-শিবিরের এই তাণ্ডব বন্ধে সরকারের কঠোর অবস্থান নেয়া উচিত৷

তবে জামায়াতপন্থী আইনজীবী এস এম কামাল মনে করেন, জামায়াতকে তার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করাতেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷

সোমবারের তাণ্ডবের পর জামায়াতের বৃহস্পতিবারের হরতালে পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে৷ এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর জামায়াত শিবিরকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ